বাংলাদেশ ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

রুগ্ণ শিল্পের পুনর্বাসন সহজ করার দাবি এফবিসিসিআই’র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একটি শিল্প উদ্যোগ ঋণখেলাপি হওয়া ঠেকাতে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করতে হবে। কোনো কারণে প্রতিষ্ঠান রুগ্‌ণ হলে পুনর্বাসন এবং নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে হবে। গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি অন রিহ্যাবিলিটেশন অব সিক ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় সভায় এমন আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপন করতে গেলে দেখা যায়, কাজ শেষ হওয়ার আগেই ঋণের মেয়াদ শেষ। এতে করে একজন উদ্যোক্তা তাঁর কারখানায় উৎপাদন শুরুর আগেই ঋণখেলাপিতে পরিণত হন। দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থা না থাকায় শিল্পপ্রতিষ্ঠান সহজে রুগ্‌ণ হয়ে পড়ে।

সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন ও স্টান্ডিং কমিটির চেয়ারম্যান সাদেক উল্যাহ চৌধুরী। উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক হাসিনা নেওয়াজ, এমজিআর নাসির মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রুগ্‌ণ শিল্পকে টেনে তুলতে হবে। এ ক্ষেত্রে দেশের ব্যাংকগুলো বড় ভূমিকা রাখতে পারে।

সভায় জানানো হয়, রুগ্‌ণ শিল্পের ঋণ হিসাব অবসায়নে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক দুটি সার্কুলার জারি করেছে। তবে এর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। এ ছাড়া রুগ্‌ণ শিল্পের নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে দ্রুত একটি ‘রুগ্‌ণ শিল্প নীতিমালা’ প্রণয়ন জরুরি বলে মত দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম////

জিপিএইচ ইস্পাতের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ ও স্বল্পমেয়াদি এসটি-২ এসেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

লাফার্জ হোলসিমের নতুন সিইও মো: ইকবাল চৌধুরী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের নতুন সিইও হিসাবে নিয়োগ পেয়েছেন মো: ইকবাল চৌধুরী। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উনি কোম্পানিটির সিএইও পাশাপাশি পরিচালক হিসাবেও থাকবেন।

অতিসত্বর মো: ইকবাল চৌধুরী কোম্পানিটির নতুন সিইও হিসাবে দ্বায়িত্ব নিবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

গোল্ডেন জুবিলী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী ফান্ডের ট্রাষ্ট্রি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১.২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় এসেছে ০.১৩ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০.২১ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৯ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংক ওয়ান ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক ওয়ান মি. ফান্ডের ট্রাষ্ট্রি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় এসেছে ০.৪২ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১.৪৩ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৯ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থাভাবে জমি লিজ রাখবে ইনটেক অনলাইন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানির অর্থাভাব কাটিয়ে উঠতে নিজেদের জমি লিজ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানা যায়।

জানা যায়, ময়মনসিং জেলায় তারাকান্দায় অবস্থিত কোম্পানিটির নামে থাকা ৩০ একর জমি লিজ দেওয়া হবে। এই জমি লিজ নিবে বিশ্বাস এগ্রো ফিশারিজ লিমিটেড। এই লিজের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী লিজ গ্রহীতা প্রতি একর জমির জন্য বছর প্রতি ৭০ হাজার টাকা করে দিবে ইনটেক অনলাইনকে।

স্টকমার্কেটবিডি.কম////

স্বতন্ত্র পরিচালক পদে ১৮ জনের নাম প্রস্তাব ডিএসই’র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয়জন স্বতন্ত্র পরিচালকের ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এই ১৮ জনের মধ্য থেকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ছয়জনকে চূড়ান্ত অনুমোদন দেবে। এরই মধ্যে ডিএসইর পরিচালনা বোর্ড চূড়ান্ত হওয়া ১৮ জনের নাম বিএসইসিতে পাঠানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর বর্তমান পর্ষদে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকদের মধ্যে পাঁচজনের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর বাইরে স্বতন্ত্র পরিচালকের একটি পদ শূন্য রয়েছে। আর একজন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ পূর্ণ না হওয়ায় তিনি মেয়াদকালীন সময় পর্যন্ত বহাল থাকছেন।

তাঁরা হলেন বর্তমান পর্ষদের চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক সালমা নাসরিন, মুনতাকিম আশরাফ ও অধ্যাপক এ কে এম মাসুদ। এর বাইরে নতুন করে ১৪ জনের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) শহিদুল আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ উজ জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মোমেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটান কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবাদৌলা, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি শারমিন রিনভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন হাফিজ মো. হাসান, আইনজীবী নাজিয়া কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সবিতা রিজওয়ানা রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও আইনজীবী শায়লা ফেরদৌস।

ডিএসই সূত্রে জানা যায়, সংস্থাটির বর্তমান পর্ষদের ছয়জন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///