রমজানে কম দামে চাল পাবে ১ কোটি মানুষ: খাদ‌্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী রমজান উপলক্ষে এক কোটি হতদরিদ্র মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে। রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এ বছর সর্ববৃহৎ বিতরণ কার্যক্রম চলছে। প্রায় ২ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ চলছে। এ সময় সাধারণত ওএমএস বন্ধ থাকে। ওএমএসে নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজিতে চাল ও ২৪ টাকা কেজিতে আটা পাচ্ছে।

তিনি বলেন, আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর ও অক্টোবর- এ পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলবে।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি হস্তান্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিএসই’র প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে আজ ১৬ ফেব্রুয়ারি ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ ও ডিরেক্টএফএন (DirectFN) এর সাথে এপিআই ইউএটি চালুকরণের এিপাক্ষিক একটি চুক্তি হস্তান্তরিত হয়৷

চুক্তি হস্তান্তর করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেশান পুষ্পরাজ (Deshan Pushparajah)৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্তিক আহমেদ শাহ্, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, ও সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জোবায়ের মহসিন কবিরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

স্টকমার্কেটবিডি.কম////

এবার কর্মী ছাঁটাই করল ফুডপ্যান্ডা বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে কার্যক্রম থাকা বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হলো ফুডপ্যান্ডা বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ২০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। অবশ্য অভিযোগ আছে, প্রকৃত অর্থে এ সংখ্যা আরও বেশি।

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেক ইন এশিয়ার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কর্মী সংখ্যা কমাচ্ছে ফুডপ্যান্ডা। ফুডপ্যান্ডার স্বত্বাধিকারি প্রতিষ্ঠান জার্মানিভিত্তিক ‘ডেলিভারি হিরো’ বার্লিনে তাদের প্রধান কার্যালয় থেকে এরই মধ্যে দেড় শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে।

ছাঁটাই করা হয়েছে ফুডপ্যান্ডার মালয়েশিয়া এবং থাইল্যান্ড বাজার থেকেও। বাংলাদেশে কর্মী ছাঁটাই প্রসঙ্গে ফুডপ্যান্ডার জনসংযোগ বিভাগ থেকে লিখিত বার্তায় কালবেলাকে বলা হয়, ‘চলমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু বিভাগের আকার কমিয়ে আনার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা ঐকান্তিকভাবে তাদের সহায়তার জন্য চেষ্টা করছি। ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে এ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সহকর্মীদের হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তাদের কঠোর পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। ফুডাপ্যান্ডায় তাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাংলাদেশের প্রায় এক হাজার কর্মীর মধ্যে ২০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। চাকরি হারানোদের মধ্যে প্রতিষ্ঠানটির একাধিক বিভাগের কর্মী রয়েছে বলেও ফুডপ্যান্ডার পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

২০১৩ সালে খাবার ডেলিভারি সেবা দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ফুডপ্যান্ডা। পরবর্তীতে ‘প্যান্ডামার্ট’ নামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অনলাইনে বিক্রি ও পৌঁছে দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারিন রেজা ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির একজন পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম////

জেনারেশন নেক্সটের আরো ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের এক কর্পোরেট পরিচালক আরো শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ জে কর্পোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এই পরিচালক আরো ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে হতে ক্রয় করা হবে।

এর আগে কোম্পানিটির এই পরিচালক দু দফা ১০ লাখ করে শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ৩০ জুন পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বুধবার ম্যালপাস নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান। তবে কী কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন- এ বিষয়ে কিছু বলেননি। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

২০১৯ সালে পাঁচ বছরের মেয়াদে ম্যালপাসকে নিয়োগ দেওয়া হয়েছিল। সে হিসাবে ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা। বিবৃতিতে ম্যালপাস বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঋণ দেয় বিশ্বব্যাংক। তা পরিবর্তন করতে চেয়েছিলেন ডেভিড ম্যালপাস। বর্তমানে বৈশ্বিক সংকটের মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তন। তা অস্বীকার করে আসছিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এছাড়া বৈশ্বিক সংকটে অর্থায়নের কিছু পদক্ষেপের কারণেও সমালোচিত ছিলেন তিনি। সম্প্রতি এসব বিষয় নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেনের চাপের মধ্যে ছিলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট থাকাকালীন অর্থ বিভাগে আন্তর্জাতিকবিষয়ক শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ম্যালপাস। তিনি ছিলেন ট্রাম্পের পছন্দের ব্যক্তি। ২০১৯ সালের এপ্রিলে ট্রাম্প তাকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেন।

স্টকমার্কেটবিডি.কম////

হজের জন্য ন্যূনতম বয়স ১২ বছর নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এ বছর হজ যাত্রীদের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না। খবর গালফ নিউজের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।’

এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষ দিকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

স্টকমার্কেটবিডি.কম////

বেঙ্গল উইন্ডসরের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় শাইনপুকুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৪ লাখ টাকার।

এ্যাপেক্স ফুটওয়ার ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৩৬ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের  ১১ কোটি ২৫ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের  ১০ কোটি ৫৩ লাখ, জেমিনী সী ফুডসের ১০ কোটি ৩৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৮৯ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৮ কোটি ৭৮ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. বাংলাদেশ শিপিং
  2. শাইনপুকুর সিরামিক্স
  3. এ্যাপেক্স ফুটওয়ার
  4. জেনেক্স ইনফোসিস
  5. সোনালী পেপার
  6. মুন্নু সিরামিক
  7. জেমিনী সী ফুডস
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  9. সী পার্লস স্পা
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৩’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্হায় লেনদেন শেষ হয়েছে।  এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৩’শ কোটি টাকার ঘরে নেমেছে।  অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)  সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২২টির, আর দর অপরিবর্তিত আছে ১৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পােরেশন, শাইনপুকুর সিরামিক্স, এ্যাপেক্স ফুটওয়ার, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, মুন্নু সিরামিক, জেমিনী সী ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৫ লাখ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিক্স ও ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////