‘২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চালু হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দৃশ্যমান হয়ে গেছে। আগামী জুলাই নাগাদ জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরু হবে। এখানে বড় ধরনের ফিডার ভেসেল আসবে। অর্থ ও সময় বাঁচবে। অর্থনীতিতে সুপ্রভাব ফেলবে।

রবিবার শিপিং রিপোর্টার্স ফোরাম অব বাংলাদেশ (এসআরএফবি) এর একটি প্রতিনিধিদল এবং চট্টগ্রামের সাংবাদিকদের একটি দল মাতারবাড়ী বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তাদের সাথে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী বন্দর বাণিজ্যিক হাব হবে। চট্টগ্রাাম বন্দর অর্থনীতির লাইফ লাইন, মাতারবাড়ী বন্দরও প্যারালাল অর্থনীতির লাইফ লাইন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ এখনকার স্মার্ট দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, গত এক মাসে পশ্চিমা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেশে এসেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা জেনে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে ৩৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীরতা সম্পন্ন ১৪ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ এপ্রোচ চ্যানেলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও এপ্রোচ চ্যানেলের উত্তর পার্শ্বে ২ হাজার ১৫০ মিটার দীর্ঘ ও দক্ষিণ পার্শ্বে ৬৭০ মিটার দীর্ঘ ব্রেক ওয়াটার (ঢেউ নিরোধক বাঁধ) নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

বিআরটিসিতে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে একশটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এরমধ্যে প্রাথমিকভাবে একশটি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

প্রযুক্তি-অপ্রচলিত পণ্যে ১২ বছরের কর রেয়াতের সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গার্মেন্টস ছাড়াও অন্যান্য প্রযুক্তি সংশ্লিষ্ট ও অপ্রচলিত পণ্যের জন্য ১২ বছরের কর রেয়াত সুবিধা প্রদানের সুপারিশ করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এছাড়াও শুল্কমুক্ত সুবিধায় নির্মাণসামগ্রী, মূলধন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আনার সুযোগের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধায় ২-৩টি গাড়ি আমদানির সুযোগ, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম, সোলার সিস্টেম আমদানিতে শুল্কছাড় চেয়েছে তারা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় বেডজা কর্তৃপক্ষ এ দাবি তুলে ধরে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজা ছাড়াও এদিন রাজস্ব বোর্ডকে নিজেদের পরামর্শ প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

অনাবাসিক ব্যক্তির আয়ের ওপর প্রযোজ্য উৎসে কর কর্তনের হার ২০ শতাংশের পরিবর্তে ৫ থেকে ১০ শতাংশ করার সুপারিশ জানিয়েছে বিডা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও পয়েন্ট অব সেলস মেশিন (পস) ট্র্যাকিংয়ের ব্যবস্থার সুপারিশ জানানো হয়েছে।

কাচাঁমাল ও খুচরা যন্ত্রাংশের ওপর আগাম কর প্রতি বছর ১ শতাংশ হারে কমিয়ে তা চূড়ান্তভাবে ০ শতাংশ করা ও সব ক্ষেত্রে আগাম করহার ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সভায়।

সবুজ শিল্প তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি শুল্ক ও ভ্যাটমুক্ত আমদানি সুবিধা প্রদান, ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানসমূহের জন্য কর রেয়াত সুবিধাও চেয়েছে সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম////

মোংলায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরও এক জাহাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আরও একটি জাহাজ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বন্দরের ফেয়ারওয়েতে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলভুক্ত ‘এপিজে কাইস’ জাহাজে করে এই কয়লা আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক মো. রিয়াজুল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জাহাজটি ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে আসার কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে দুদিন পর আজ মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় জাহাজটি নোঙর করে। বিকেলে ছোট লাইটার জাহাজে খালাস প্রক্রিয়া শুরু করা হবে এবং এই কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

আগামি ২৫ ফেব্রুয়ারি রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে আসবে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

ই-কমার্স নিয়ে অনেক অভিযোগ, ঘুমাতে পারি না: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্সে অসংখ্য ঝামেলা হয়েছে। অনেক অভিযোগ এসেছে। ঘুমাতে পারি না। তাই মানুষ যেন না ঠকে, ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ‘সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএসএম)’ চালু করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে ‘সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএসএম)’ এর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ই-কর্মাস ব্যবসাকে আরও গ্রাহকবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক করতে সিসিএসএম চালু করা হয়েছে। এর ফলে ভোক্তা খুব দ্রুত ও সহজেই যৌক্তিক অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিকার পাবেন। প্রত্যেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সিসিএমএসের লিংক রাখতে হবে। আবার সরাসরি সিসিএমএস ওয়েবসাইটে গিয়েও অভিযোগ করার সুযোগ আছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এখন ২২ হাজার কোটি টাকার ওপরে ই-কমার্স মার্কেট সাইজ। স্মার্ট বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদি খসড়া নিয়ে কাজ চলছে।

স্টকমার্কেটবিডি.কম////

ঢাকায় আইওএসকোর এপিআরসি’র সভা আয়োজন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুদিনব্যাপী ঢাকার শেরাটন হোটেলে সভা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত বাংলাদেশে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহ নিয়ে গঠিত এপিআরসির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সুপারভাইজরি ডাইরেক্টর মিটিংয়ের মাধ্যমে উক্ত সভা শুরু হবে। আর দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টর মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত দুটি সভার সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং আইওএসকোর এপিআরসি ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এপিআরসি প্ল্যানারি সভার মাধ্যমে আলোচ্য সভা শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাওয়ার গ্রীড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি পাওয়ার গ্রীড অফ বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

পণ্যের দাম আরও বাড়াচ্ছে নেসলে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি নেসলে চলতি বছরে নিজেদের পণ্যের মূল্য আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক স্নেইডার বলেন, পণ্যের উৎপাদনে খরচ বাড়ায় এবং বাৎসরিক মুনাফায় তা নেতিবাচক ভূমিকার পূর্বানুমানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্য কি পরিমাণ বাড়ানো হবে সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে এ মূল্যবৃদ্ধি করা জরুরি। খবর রয়টার্সের।

ভোক্তারা ইতোমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূলস্ফীতির কারণে বিপর্যস্ত। এর মধ্যো নেসলের এ মূল্যবৃদ্ধিত তাদের আরও বিপাকে ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে গত বছর কোম্পানিটি নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ও কিটক্যাট চকলেটের মূল্য ৮ দশমিকু ২ শতাংশ বাড়িয়েছিল। কিন্তু মূল্য বৃদ্ধির প্রভাবের সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধির ভারসাম্য তৈরি হয়নি বলে কোম্পানিটির দাবি।

স্টকমার্কেটবিডি.কম/////

শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন : এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। একই সঙ্গে সব দিক থেকে বাংলাদেশ যে বিনিয়োগের জন্য প্রস্তুত তা সারা বিশ্বে জানান দেওয়া।

গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। আগামী ১১ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা আছে, যা বৈশ্বিক কারণে। কিন্তু বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিডা, যাদের কাছেই গিয়েছি সবাই আমাদের সাহায্য করেছে। বাংলাদেশের ৪৭০ বিলিয়ন ডলার অর্থনীতি। এটা কারো একার জন্য নয়, আমাদের সবার জন্য। এর থেকে আমরা আরো সামনে যেতে চাই। আমরা ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখেছি।’

জসিম উদ্দিন জানান, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রযাত্রা বাংলাদেশের। এ জন্য দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে এই সামিট বিশেষ ভূমিকা রাখবে। দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের উপায় খুঁজে বের করতে, ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতিনির্ধারকদের নিয়ে থাকবে বিভিন্ন সেমিনার। তার মধ্যে থাকবে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং ও নেটওয়ার্কিং সেশন।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় শাইনপুকুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ১২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৫১ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ১১ কোটি ৪৩ লাখ টাকার, জেমিনী সী ফুডসের ১০ কোটি ৫৫ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৯ কোটি ৯৩ লাখ, ওরিয়ন ফার্মার ৯ কোটি ৫১ লাখ, বীকন ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৩৮ লাখ ও মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////