ড. ইউনূসের লিভ টু আপিল শুনানি ২৭ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের খারিজের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য ২৭ মার্চ দিন ঠিক করেছেন আপিল বিভাগ। এই সময় পর্যন্ত সংশ্লিষ্ট আদালতে অভিযোগ গঠনের শুনানি না করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

ড. ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আইওএসকো’র সভা শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় শুরু হতে যাচ্ছে অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা। এ সভা শুরু হবে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে ঢাকার বনানীতে শেরাটন হোটেলে। আইওএসকো বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন।

এই সভা দেশের শেয়ারবাজারে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিএসইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরা হয়। এসময় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসইসি’র দায়িত্বশীল কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ২২ ও ২৩ ফেব্রুয়ারি (বুধ-বৃহস্পতিবার) দুই দিনব্যাপী প্রথমবারের মতো আইওএসকো’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা হচ্ছে।

সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া সভায় আইওএসকো’র সচিবালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক ফারহানা ফারুকী।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশে পোশাক কারখানা স্থাপনে আগ্রহী চীন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ম্যান-মেইড ফাইবার ও পোশাক কারখানা স্থাপনে আগ্রহী চীনের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্দা ইন্ডাষ্টিজ লিমিটেড।কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে হান্দা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সহ-সভাপতি দেং পেইলেই বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম এর সঙ্গে বৈঠক করেছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় জাপানি বায়িংহাউজ, এমএন ইন্টার-ফ্যাশন লিমিটেডের সাধারণ ব্যবস্থাপক তাকাশি নাকাহাশি উপস্থিত ছিলেন।

হান্দা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সহ-সভাপতি দেং পেইলেই বাংলাদেশে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাক কারখানা ও ম্যান-মেইড ফাইবার কারখানা স্থাপনের স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে বিজিএমইএ থেকে সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাক কারখানা ও ম্যান-মেইড ফাইবার কারখানা স্থাপনের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন তারা।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, গত এক দশকে পোশাক শিল্পে যে বাস্তব রূপান্তর ঘটেছে, তা বিশ্ব বাজারে শিল্পের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং ক্রেতা ও ভোক্তাদের আস্থা বাড়িয়েছে। সাফল্যের উপর ভিত্তি করে শিল্পটি ক্রমাগত আরও উৎকর্ষ সাধনের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

স্টকমার্কেটবিডি.কম////

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ দিতে চায় না বিমা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমা কোম্পানিগুলো লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিতে চাচ্ছে না। যদিও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী প্রতিটি কোম্পানিকে লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিমা কোম্পানিগুলোর পক্ষ থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) চিঠি দিয়েছে। চিঠিতে লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার বিষয়ে অব্যাহতির দাবি জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর বিআইএ’র চেয়ারম্যানের লেখা এই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) ধারা ২৩৪ এর উপধারা ১ অনুযায়ী সব কোম্পানিকে একটি শ্রমিক অংশগ্রহণ তহবিল ও একটি শ্রমিক কল্যাণ তহবিল গঠন করার কথা বলা হয়েছে।

সূত্র জানায়, আইনে প্রত্যেক বছর শেষ হওয়ার অন্যুন নয় মাসের মধ্যে পূর্ববর্তী বছরের নিট মুনাফার ৫ শতাংশ অর্থ ৮০:১০:১০ অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬ এর ধারা-১৪ এর অধীনে গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার কথা বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

জেএমআই হসপিটালের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফেকচারিং লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত ২০২২ অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশের বেশি লভ্যাংশের ঘোষণা দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি ‘এন’ এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭ লাখ টাকার।

সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইন পুকুর সিরামিক্সের ১৬ কোটি ৭১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ২ লাখ, জেমিনী সী ফুডসের ৯ কোটি ৫১ লাখ, আমরা নেটওয়ার্কের ৯ কোটি ৪৩ লাখ, ওরিয়ন ফার্মার ৮ কোটি ৯৯ লাখ, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৮ কোটি ৪৮ লাখ ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং
  3. সী পার্লস স্পা
  4. শাইনপুকুর সিরামিক্স
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. জেমিনী সী ফুডস
  7. আমরা নেটওয়ার্ক
  8. ওরিয়ন ফার্মা
  9. মুন্নু এগ্রো
  10. বসুন্ধরা পেপার লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।  অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স  ৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৪ বেড়ে অবস্থান করছে ২২২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৮৫ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির, আর দর অপরিবর্তিত আছে ১৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, শাইনপুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুডস, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

আদানি ধনীর তালিকায় এখন ২৪তম স্থানে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে ভারতীয় বিলিয়নেয়ার গৌতম আদানির সম্পদের যে পতন শুরু হয়েছে তা এখনো অব্যাহত রয়েছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে শেয়ারবাজারে পতনের ধারাবাহিকতায় গৌতম আদানির সম্পদ কমে হয়েছে ৪৯.৭ বিলিয়ন বা চার হাজার ৯৭০ কোটি ডলার। শুধু গত শুক্রবারই তাঁর সম্পদমূল্য কমেছে ১০০ কোটি ডলার বা ২.০৩ শতাংশ। ফলে তিনি এখন বিশ্বের ২৪তম ধনী। বছরের শুরুতে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী।

গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজ’ আখ্যা দিয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, অর্থপাচার ও আর্থিক জালিয়াতির মতো গুরুতর অভিযোগ তোলা হয়। তার পর থেকে আদানি গ্রুপের শেয়ারদর কমছেই। এতে কমছে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদমূল্য। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রীতিমতো ঝড় বয়ে যায় আদানির সাজানো সাম্রাজ্যে।

এরপর আদানি গ্রুপ হিনডেনবার্গ প্রতিবেদনের পাল্টা জবাব দেয়। ভারতের করপোরেট নিয়ন্ত্রক সংস্থাগুলোও হিনডেনবার্গের অভিযোগের তদন্ত শুরু করে। আদানি গ্রুপ স্বাধীন নিরীক্ষা সংস্থা নিয়োগ দেয়। বাজারের আস্থা ফেরাতে সময়ের আগেই কিছু ঋণ পরিশোধ করে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কার্যত প্রতিবেদন প্রকাশের পর এক দিন ব্যতীত বাকি সব দিনেই আদানি গ্রুপের শেয়ারদর কমেছে।

২৫ জানুয়ারি ফোর্বসের তালিকায় গৌতম আদানি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। সূত্র : ফোর্বস ম্যাগাজিন

স্টকমার্কেটবিডি.কম////

জেএমআই হসপিটালের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফেকচারিং লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম