লেনদেনের শীর্ষে শাইনপুকুর; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৬ লাখ, জেমিনী সী ফুডসের ৮ কোটি ১৫ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৮ কোটি ৩ লাখ, আমরা নেটওয়ার্কের ৭ কোটি ৬৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যূরেন্সের ৭ কোটি ৫৭ লাখ, ওরিয়ন ফার্মার ৬ কোটি ৮১ লাখ ও এপেক্স ফুটওয়ার লিমিটেডের ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. শাইনপুকুর সিরামিক্স
  2. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  3. জেনেক্স ইনফোসিস
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. সী পার্লস স্পা
  6. জেমিনী সী ফুডস
  7. আমরা নেটওয়ার্ক
  8. রূপালী লাইফ ইন্স্যূরেন্স
  9. ওরিয়ন ফার্মা
  10. এপেক্স ফুটওয়ার লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।  অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ০.২৮ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স  ০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৪ বেড়ে অবস্থান করছে ২২২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩২৬ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির, আর দর অপরিবর্তিত আছে ১৫২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, জেমিনী সী ফুডস, আমরা নেটওয়ার্ক, রূপালী লাইফ ইন্স্যূরেন্স, ওরিয়ন ফার্মা ও এপেক্স ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যূরেন্স ও সী পার্লস স্পা এন্ড রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাধ্যতামূলক করলো বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বহু দেন-দরবার ও কাঠখড় পুড়িয়ে স্টক এক্সচেঞ্জে চালু হয়েছে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজার। কিন্তু এ বাজারে কেউ কেনাবেচা করে না। ব্যাংক ও বীমা কোম্পানিগুলো প্রথাগতভাবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় এ বন্ড কেনাবেচা করছে।

এ অবস্থায় বন্ড বাজারকে গতিশীল করতে সব মার্চেন্ট ব্যাংক, ব্রোকার ডিলার, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের নিজস্ব পোর্টফোলিওতে তালিকাভুক্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাধ্যতামূলক করে গত রবিবার একটি নির্দেশনা জারি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নির্দেশনায় বলা হয়েছে, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বিনিয়োগে বৈচিত্র্য আনা ও ঝুঁকি হ্রাস করতে নিজ পোর্টফোলিওর অন্তত ১ শতাংশ তালিকাভুক্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগ থাকতে হবে। এ বিনিয়োগ নিশ্চিত করতে হবে আগামী জুনের মধ্যে।

এর আগে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে অন্তত তিন শতাংশ বিনিয়োগ করার বাধ্যবাধকতা আরোপ করে ওই বছরের ২৩ মে একটি নির্দেশনা দেয় বিএসইসি। কেউ এ নির্দেশনা পরিপালন করতে না পারায় ওই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ঢাকায় বিশ্ব-শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সভা শুরু আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ও আগামীকাল দুদিনব্যাপী ঢাকার একটি হোটেলে আইওএসকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর শেয়ারবাজার নিয়ন্ত্রকদের এ সভা অনুষ্ঠিত হবে।

গত সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এপিআরসি সভা উপলক্ষে বিস্তারিত জানানো হয়।এ সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, মো. মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক ফারহানা ফারুকী উপস্থিত ছিলেন।

তথ্য অনুসারে, আজ বিএসইসি চেয়ারম্যান ও আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভার উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপাভাইজরি ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে ওই সভা শুরু হবে। বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টের মিটিং হবে। দুটি সভায়ই সভাপতির দায়িত্বে থাকবেন বিএসইসি চেয়ারম্যান।

আর আগামীকাল দ্বিতীয় দিনের সভা উদ্বোধন করবেন আইওএসকোর এপিআরসির চেয়ার শিগেরু এরিআইজুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এদিন সন্ধ্যায় আইওএসকো এপিআরসির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত থাকবেন। দুদিনের এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/////

এ্যারামিট সিমেন্টের এনএভি দাঁড়িয়েছে ৪.৯৩ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লো্কসান (ইপিএস) হয়েছে ৫.০৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২.১৫ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪.৯৩ টাকা। যা ২০২২ সালের ৩০ জুন ছিল ১২.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

এ্যারামিটের ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এ্যারামিট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৯৮ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৩.৬০ টাকা। যা ২০২২ সালের ৩০ জুন ছিল ১৫২.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস