ব্যাংকের নামের শেষে ‘পিএলসি’ যোগ করতে হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোম্পানি আইন অনুসারে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ শনাক্ত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে হবে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তবে নামের শেষে পিএলসি যোগ করতে ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষ করার পর বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে এবং পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক কোম্পানিগুলোকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন দাখিল করতে হবে।

নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা পিএলসি শব্দটি যোগ করতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষ করতে ব্যাংক কোম্পানিগুলোকে অনুমতিও দেওয়া হয়েছে বাংলাদেশে ব্যাংকের ওই পরিপত্রে।

২০২০ সালে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি শনাক্ত করতে একটি নতুন ধারা যোগ করা হয়। ওই ধারায় বলা হয়েছে যে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ শনাক্ত করতে তাদের নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা পিএলসি লিখতে হবে।

বাংলাদেশে বেশির ভাগ বাণিজ্যিক ব্যাংকের শেয়ার স্টক একচেঞ্জে কেনাবেচা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে এসব ব্যাংক কোম্পানিকে তাদের নাম পরিবর্তন করে নামের শেষে পিএলসি যোগ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট, সেবা ব্যাহত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের গ্রাহকেরা নেটওয়ার্ক পাচ্ছেন না।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গ্রামীণফোনের ভেরিফাইড পেজে এক বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে। সমস্যা সমাধানে তাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে।

গ্রামীণফোনের এ সমস্যার সমাধানে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনা চলছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিপর্যয়ের কারণ জানতে চাইছেন।

স্টকমার্কেটবিডি.কম///

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়াল ধর্ম মন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছর হজে যাওয়ার জন্য যাত্রীদের নিবন্ধনের সময় আরও পাঁচদিন বাড়ানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। আগের নির্ধারণ করা সময় অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের হজের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি (ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড পিক্টোরিয়াল) চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে ঢাকার আশনোকার হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন। অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্যকোনো সেন্টার থেকেও ভিসার আবেদন করতে পারবেন। ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিটের সেন্টার এবং পদ্ধতি সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মোবাইল ফোনে মেসেজ পেয়েছেন এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্টকমার্কেটবিডি.কম/////

লাফার্জহোলসিমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২ মার্চ বেলা ৪টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফু-ওয়াং ফুডসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিকালে এমারেল্ড ওয়েলের বোর্ড সভা  

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল লিমিটেডের বিগত তিন বছরের বাৎসরিক বোর্ড সভা আজ ২৩ ফেব্রুয়ারী আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ৫টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ২০১৭, ২০১৮ ও ২০১৯ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য তিন বছরের লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

একইদিন আরেক বোর্ড সভায় কোম্পানিটি ১ম, ২য় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বাংলাদেশ শিপিংয়ের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ২:৩৫টায় কোম্পানিটির পরিচালনা বোর্ডের অফিসে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

হতাশায় বিনিয়োগকারী হাসান শাহিনের আত্মহত্যা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে হাসান শাহিন (৪৮) নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা-পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি ফকিরাপুল কালভার্ট রোডে অবস্থিত হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের ২০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

শেয়ার ব্যবসায় ঋণগ্রস্ত হওয়ার কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও মৃতের পরিবার।

এদিকে লাশের সুরতহাল রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করতে বলেছে পুলিশ।

লাশের সুরতহাল প্রতিবেদনে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন উল্লেখ করেন, হাসান শাহিন থাকতেন গুলশান-১/৬ নম্বর রোডে। তিনি শেয়ার ব্যবসা করতেন। এছাড়া তিনি ব্যবসায়ীকভাবে ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে চিন্তা ও হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি হোটেলটির ২০ তলার ছাদ থেকে লাফ দেন। পরে ১২ তলার বেলকনিতে আটকে পড়েন। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে হতাশা থেকে হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারছি না। তদন্ত শেষ হলে ঊর্ধ্বতন কর্মর্কতারা এ বিষয়ে জানাবেন।

এদিকে মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ নিয়ে আমরা এমনিতেই বেশ ঝামেলার মধ্যে ছিলাম। তৎক্ষণাৎ তার আত্মীয়দের নিকট থেকে প্রাপ্ত তথ্য থেকে জানতে পারি তিনি একজন শেয়ার ব্যবসায়ী ছিলেন। সুরতহাল রিপোর্টের তাগিদে সেই বিষয়টি উল্ল্যেখ করি। তবে ময়নাতদন্ত শেষে আরো বিস্তারিত জানা যাবে।

এছাড়া মৃত ব্যাবসায়ীর বড় ভাই হাসান সাব্বিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ভাই ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি শেয়ার ব্যবসা করতেন। তবে তিনি ঋণগ্রস্ত ছিলেন। শেয়ার ব্যবসার কারণেই যে তিনি আত্মহত্যা করেছেন সেটা মূল কারণ নাও হতে পারে। আমি ভাই হারিয়েছি। মানসিক ভাবে এমনিতেই ভেঙে পরেছি। পরিবারের সম্মানের বিষয়টি গুরুত্ব দিয়ে এ বিষয়ে আর ঘাটাঘাটি করবেন না।

স্টকমার্কেটবিডি.কম///