১২ কেজির সিলিন্ডারের গ্যাসের দাম কমল ৭৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এবার ৭৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে তা সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিযোগ জানাতে বলা হয়।

বিইআরসি জানিয়েছে, ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম গত মাসে একলাফে ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

স্টকমার্কেটবিডি.কম///

শনিবার কাতার সফ‌রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে আগামী শ‌নিবার (৪ মার্চ) কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত জাতিসংঘ সম্মেলনের এই পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসংক্রান্ত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

স্টকমার্কেটবিডি.কম////

কর ব্যবস্থার পুনর্বিন্যাস দাবি মেট্রোপলিটন চেম্বারের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বাস্তবতায় আয়কর হার, ভ্যাট হার, সম্পূরক কর, শুল্কহারসহ কাস্টমস ডিউটি পুনর্বিন্যাস করার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআই এর পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের নির্মাণের যে ঘোষণা দিয়েছেন তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থার সুষ্ঠু পরিকল্পনা খুবই জরুরি। এ অবস্থায় বর্তমান বাজেট প্রস্তাবনায় এর রূপরেখা বা পরিকল্পনা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের অধিকাংশ সদস্যই এমসিসিআইয়ের সদস্য। সামগ্রিক জাতীয় রাজস্বের প্রায় ৪০ শতাংশ বা তারচেয়েও বেশি আসে এমসিসিআইর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এমসিসিআই বরাবরই রাজস্ব সংগ্রহ এবং নীতি বাস্তবায়নে এনবিআরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। বাজেট প্রস্তাবনার মধ্যে সব সময় বাজেট ব্যবস্থাপনা অধিকতর গতিশীল করার দিকে জোর থাকে। আমাদের বাজেট প্রস্তাবনায় দেশের কল্যাণ ও বিনিয়োগবান্ধব ব্যবসা চিন্তার প্রতিফলন থাকে।

করপোরেট করহার হ্রাসের সুপারিশ করে এমসিসিআই সভাপতি বলেন, বিগত অর্থবছরে কিছু শর্ত সাপেক্ষে প্রায় সব ক্ষেত্রে করপোরেট করহার ২.৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। বর্তমান বাস্তবতায় হ্রাসকৃত কোম্পানি করহার সুবিধা কেউই ভোগ করতে পারছে না। অর্থ আইন, ২০২২ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলির প্রযোজ্যতার কারণে হ্রাসকৃত করহার সুবিধা নেওয়া সম্ভব হয়ে উঠছে না। আমাদের দেশে কার্যকরি করপোরেট করহার অনেক বেশি।

স্টকমার্কেটবিডি.কম////

এক মাস পর বাড়ল আদানির শেয়ারদর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঋণ পরিশোধ করার ঘোষণা দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টায় কাজে দিচ্ছে গৌতম আদানির উদ্যোগ। আদানি গ্রুপের শেয়ারের দর আবার বাড়তে শুরু করেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের ১০টি কম্পানিরই শেয়ারের দর ছিল ঊর্ধ্বমুখী।

গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর থেকে আদানি গ্রুপের শেয়ারের দর কমছেই। গত মঙ্গলবার পর্যন্ত গৌতম আদানির সম্পদ ১২০ বিলিয়ন ডলার থেকে কমে ৩৩.৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়। তিনি বিশ্বের তৃতীয় ধনী থেকে নেমে যান ৩৮তম স্থানে। ফোর্বস ম্যাগাজিন জানায়, গতকাল শেয়ারবাজারে আদানি গ্রুপের উত্থানে গৌতম আদানির সম্পদ বেড়েছে ১৩.১৯ শতাংশ বা ৪.৪ বিলিয়ন ডলার। এতে তাঁর সম্পদ বেড়ে হয় ৩৭.৭ বিলিয়ন ডলার। শীর্ষ ধনীর তালিকায় তিনি ৩২তম স্থানে উঠে এসেছেন।

গতকাল আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কম্পানি আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দর বেড়েছে ১৪.২৭ শতাংশ। সকালে ৭.৫ শতাংশ নেমে গিয়েও দিনশেষে ২৪.৫ শতাংশ উঠে সামগ্রিকভাবে নিজের অবস্থান বেশ কিছুটা ফেরাল। আদানি গ্রিন এনার্জি ৫.০০ শতাংশ, আদানি পাওয়ার ৪.৯৯ শতাংশ, এনডিটিভি ৫.০০ শতাংশ এবং আদানি উইলমার ৪.৯৯ শতাংশ বেড়ে দিনের শেষে থামল আপার সার্কিটে।

স্টকমার্কেটবিডি.কম/////

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকের সঙ্গে প্রতারণা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ অভিযোগ গঠন করেন।

এদিন আসামি রাসেলকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট আহসান হাবীব তার অব্যাহতি চেয়ে শুনানি করেন। আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন। তবে এ মামলায় আসামি শামিমা নাসরিন উপস্থিত না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক প্রদীপ কুমার দাস।

স্টকমার্কেটবিডি.কম/////

চাকরি হারাল টুইটারের আরও ২০০ কর্মী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অন্তত আরও ২০০ জন কর্মী ছাঁটাই করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ দ্বিতীয় দফায় চাকরি হারাল। ছাঁটাই হওয়া কর্মীদের মাঝে টুইটার পেমেন্টস বিভাগের প্রধান নির্বাহী ইথার ক্রফোর্ডও রয়েছেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মী সকালে ঘুম থেকে উঠে দাপ্তরিক ই-মেইলে আর প্রবেশ করতে পারছিলেন না। এভাবেই তারা বুঝে যান, টুইটারে আর তাদের চাকরি নেই।

এদের মধ্যে আছেন ইথার ক্রফোর্ড, সিনিয়র প্রডাক্ট ম্যানেজার মার্টিন ডি কুইপার। মার্টিন টুইটারেই এক পোস্টে লেখেন, আমার ই-মেইল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এটা দেখতেই যেন ঘুম থেকে উঠলাম। অন্যদিকে ইথার লেখেন, আমি আমার দল নিয়ে খুবই গর্বিত।

গেল বছরের অক্টোবরে টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। প্রায় সাড়ে সাত হাজার কর্মী থেকে এখন টুইটারের কর্মী সংখ্যা প্রায় দুই হাজার। সেই দুই হাজার থেকেও এবার ২০০ জনকে ছাঁটাই করল টুইটার।

তবে এ বিষয়ে গণমাধ্যমে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/////

বকেয়া মজুরি ১১ হাজার টাকা করে পাবেন চা শ্রমিকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চা শ্রমিকরা বকেয়া মজুরি হিসেবে জনপ্রতি ১১ হাজার টাকা করে পাবেন। গতকাল বুধবার (১ মার্চ) রাতে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে বাংলাদেশীয় চা সংসদ (মালিক পক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। পরে রাতেই শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর সই করা একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, চা শ্রমিকদের বকেয়া মজুরি থেকে পরিশোধসংক্রান্ত বিষয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বাংলাদেশীয় চা সংসদ (মালিক পক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (শ্রমিক পক্ষ) সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান মতবিনিময় করেছেন। অতঃপর তিনি চা শ্রমিকদের বকেয়া মজুরি থেকে জনপ্রতি ১১ হাজার টাকা পরিশোধ করতে বলেন।

এ অর্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তিন কিস্তিতে পরিশোধ করবে জানিয়ে বলা হয়, যার মধ্যে প্রথম কিস্তি আগামী ৭ মার্চের পূর্বেই পরিশোধ করতে হবে। বাকি দুই কিস্তি পরিশোধের সময় চা শ্রমিক এবং মালিক পক্ষ আলোচনা করে নির্ধারণ করবে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে এডিএন; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯১ লাখ টাকার।

সি পার্ল বিচ রিসোর্টের ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২০ কোটি ১৫ লাখ, আমরা নেটওয়ার্কের ১৬ কোটি ৫৯ লাখ, জেমিনী সী ফুডের ১৬ কোটি ৩৪ লাখ, শাইন পুকুর সিরামিক্সের ১৫ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ৭ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৮৯ লাখ  ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌  লিমিটেডের ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. এডিএন টেলিকম
  2. জেনেক্স ইনফোসিস
  3. সী পার্লস স্পা
  4. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  5. আমরা নেটওয়ার্ক
  6. জেমিনী সী ফুড
  7. শাইনপুকুর সিরামিক্স
  8. বাংলাদেশ শিপিং
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৫ কমে অবস্থান করছে ২২১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৪৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড, শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এডিএন টেলিকম ও শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////