কপারটেকের বোনাস প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শিগগিরই কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হবে : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে কেউ একাধিকবার ওএমএস-এর চাল নিচ্ছেন। আবার অনেকে একবারও পাচ্ছে না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস-এর চাল কিনতে পারবে।’
বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলাবাজারে বিক্রয় কার্যক্রমের (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চালের দাম কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আমনের উৎপাদন ভালো হয়েছে। দেশে চালের অনেক মজুত রয়েছে। এছাড়া বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষক যেন ন্যায্যমূল্য সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএস-এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আর মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।

স্টকমার্কেটবিডি.কম////

আমান ফিডের নতুন সিএস পার্থ প্রতীম দাস এফসিএস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিলস লিমিটেডের নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন পার্থ প্রতীম দাস এফসিএস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে পার্থ প্রতীম দাসকে নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

জিপিএইচ ইস্পাতের নতুন সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন এইচ এম আশরাফুজ্জামান এফসিএ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে এইচ এম আশরাফুজ্জামান এফসিএকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটির পূর্বের সিএস আবু বাকার সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যহত প্রদান করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

রেমিট্যান্স কমেছে ফেব্রুয়ারিতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, যা জানুয়ারিতে ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের একই সময়ে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের সাত মাসে ১ হাজার ৪০১ কোটি ৩২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৪৩ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ অর্থবছরের সাত মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৭ কোটি ৪৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৮ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৪ কোটি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ ডলার।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। গত মাসে ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩২ কোটি ৩১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের। এর মাধ্যমে ১৪ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর তৃতীয় অবস্থান বেসরকারি পূবালী ব্যাংকের। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

১৬৯ শেয়ারের ফ্লোর প্রাইস পুনর্বহাল : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের টানা দরপতন ঠেকাতে গত বছরের ৩১ জুলাই থেকে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরের ওপর ফ্লোর প্রাইস (শেয়ারদর কমার সর্বনিম্ন সীমা) আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর পাঁচ মাসের মাথায় শেয়ারবাজারের লেনদেন কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর ১৬৯টি কোম্পানি ও ফান্ডের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। এর পর থেকেই এসব কোম্পানি ও ফান্ডের দর ক্রমেই কমতে থাকে। এর পরিপ্রেক্ষিতে প্রত্যাহারের দুই মাস পরেই এসব কোম্পানি ও ফান্ডের ওপর আবারো ফ্লোর প্রাইস আরোপ করেছে বিএসইসি। গতকাল কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ১৬৯টি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস প্রত্যাহারসংক্রান্ত ২০২২ সালের ২১ ডিসেম্বরের আদেশটি রদ করা হলো। এ সিকিউরিটিজগুলোর ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ২০২২ সালের ২৮ জুলাই জারি করা ফ্লোর প্রাইস আরোপসংক্রান্ত কমিশনের আদেশ অনুসারে কিংবা এ বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সমাপনী দরের গড়ের মধ্যে যেটি কম সেটির ভিত্তিতে। নির্ধারিত এ দরই এসব সিকিউরিটিজের সার্কিট ব্রেকারের নিম্নসীমা বলে বিবেচিত হবে। অর্থাৎ এগুলোর দর এর নিচে কমতে পারবে না।

গত বছরের ২৮ জুলাই জারি করা আদেশ অনুসারে, এদিন ও এর আগের চারদিনের সমাপনী দরের গড়কে ফ্লোর প্রাইস ও সার্কিট ব্রেকারে নিম্নসীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। গতকালের আদেশে গত বছরের ২৮ জুলাই জারি করা আদেশের শর্তগুলোও পুনর্বহাল করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

নারায়ানগঞ্জে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযােগী শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জ জেলায় জমি ক্রয় করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

ডিএসই জানিয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে সোনারগাওয়ে লোলাতি নামক স্থানে ৮৬ ডেসিমল জমি কিনবে। যার মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। জমিটির রেজিস্ট্রেশন খরচ ধরা হয়েছে ২৮ লাখ ৮৯ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/