পোশাক খাতের জন্য দ্রুত বন্ড সেবা চায় বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কাস্টমস বন্ড কমিশনারেটকে পোশাকশিল্পের জন্য শুল্ক ও বন্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজীকরণ এবং দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘পোশাক রপ্তানি কার্যক্রম একটি সময়মুখী ব্যবসা, যেখানে প্রতিটি সেকেন্ড গণনা করা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা দিনে দিনে আরো তীব্রতর হচ্ছে। ক্রেতারা তাদের পণ্যগুলো দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দিতে চান। আমরা যদি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে দ্রুত সেবা পাই তাহলে এটি লিড টাইম কমাতে এবং পণ্যের জাহাজীকরণে বিলম্বজনিত অতিরিক্ত ব্যয় সাশ্রয়ে সাহায্য করবে। এটি আমাদের শিল্পকে বৈশ্বিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আজ সোমবার চট্টগ্রামে কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ কে এম মাহবুবুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু এবং বর্তমান বোর্ডের পরিচালক এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক এ এম শফিউল করিম খোকন, পরিচালক এম আহসানুল হক, পরিচালক মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা কায়সার এবং সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি পোশাক রপ্তানিকারকরা বর্তমানে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়গুলো কমিশনারকে অবহিত করেন এবং সেগুলো সমাধানে তার সহযোগিতা কামনা করেন।

স্টকমার্কেটবিডি.কম///

বিএসইসি শেয়ারবাজার উন্নয়নে পরিশ্রম করছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে দুই সরকারের একটি কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও কাতারের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একক প্লাটফর্মে আনতে হবে।

তিনি বলেন, “দুই দেশকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ককে পুনঃস্থাপন করতে হবে। ”

এ প্রসঙ্গে তিনি কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি কাতারে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান এবং জাতি গঠন প্রচেষ্টায় তাদের অংশগ্রহণ কামনা করেন।

প্রধানমন্ত্রী আজ কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ইনভেস্টমেন্ট সামিট ২০২৩ “দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ” এ ভাষণে এ কথা বলেন।

তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের কিছু থ্রাস্ট সেক্টরের দিকে নজর দেয়ার পরামর্শ দেন। কারণ তার সরকার অবকাঠামো ও লজিস্টিক খাত বিনিয়োগের জন্য উন্মুক্ত রেখেছে।

শেখ হাসিনা নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে কাতারের বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করে বলেন, অফশোর গ্যাস অনুসন্ধান ও জ্বালানি বিতরণ ব্যবস্থায় কাতারের দক্ষতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে’ কমপক্ষে দশটি ইউনিকর্ন রাখার আকাক্সক্ষা করে বাংলাদেশ এবং এর প্রাণবন্ত স্টার্ট-আপ দৃশ্য কাতারের বিনিয়োগের জন্য প্রস্তুত”।

এছাড়া কাতারের বিনিয়োগকারীরা বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ বিবেচনা করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের আরও উন্নয়নে কঠোর পরিশ্রম করছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় সি পার্ল স্পা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইন পুকুর সিরামিক্সের ৩০ কোটি ১০ লাখ, এডিএন টেলিকমের ২৯ কোটি ৩৭ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২৩ কোটি ৩৭ লাখ, ইস্টার্ন হাউজিংর ২২ কোটি ২৫ লাখ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০ কোটি ২২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ১২ লাখ  ও আমরা নেটওয়ার্ক লিমিটেডের ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. সী পার্লস স্পা
  3. বাংলাদেশ শিপিং
  4. শাইনপুকুর সিরামিক্স
  5. এডিএন টেলিকম
  6. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  7. ইস্টার্ন হাউজিং
  8. ডোমিনেজ স্টিল বিল্ডিং
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. আমরা নেটওয়ার্ক লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৫৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৩ বেড়ে অবস্থান করছে ২২২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিক্স, এডিএন টেলিকম, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্লস স্পা এন্ড রিসোর্ট ও এডিএন টেলিকম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ন্যাশনাল পলিমারের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন থেকে কোম্পানিটির নতুন নাম ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামী ৭ মার্চ হতে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৩ মার্চ বেলা ৫টায় রাজধানীর দিলকুশা প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এডিএন টেলিকমের ২৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন 

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের তিনজন উদ্যোক্তা পরিচালক ২৭ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আলী সরকার নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা ৮ লাখ ৫২ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয় সম্পন্ন করেছেন। এই পরিচালকের নামে মোট ১৭ লাখ ৫ হাজার শেয়ার রয়েছে।

আবু ইউসুফ জাকারিয়া নামে কোম্পানিটির আরেক উদ্দ্যোক্তা পরিচালক ১৭ লাখ ৫ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করেছেন।

মামুনুর রশিদ নামে কোম্পানিটির এই পরিচালক ২ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় সম্পন্ন করেছেন। এই পরিচালকের নামে মোট ১৭ লাখ ৫ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৪ মার্চ বেলা ২:৪৫টায় রাজধানীর মহাখালীতে কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত ২১ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাত্র দুই মাসের ব্যবধানে ২১ জন বিনিয়োগকারী কারসাজির মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) শেয়ার দর ৯০ শতাংশ বাড়িয়েছেন। এই ২১ জনের মধ্যে রয়েছেন শেয়ারবাজার কারসাজি চক্রের অন্যতম হোতা আবুল খায়ের হিরুর সহযোগীরা।

পাশাপাশি কারসাজিতে জড়িত বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক চেয়ারম্যান মুহিউদ্দীন খান আলমগীর এবং টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তদন্তে আরও জানা গেছে, কারসাজিতে প্রিমিয়ার ব্যাংক এবং প্যারামাউন্ট ইনস্যুরেন্সও জড়িত ছিল।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত প্রতিবেদনে বিএনআইসিএল’র শেয়ার কারসাজির নেপথ্যে এই ২১ বিনিয়োগকারীর নাম উঠে এসেছে।

বিএসইসি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ২১ বিনিয়োগকারী নিজেদের মধ্যে সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে বিএনআইসিএল শেয়ারের কৃত্রিম সংকট তৈরি করে, কোম্পানির শেয়ার দর বৃদ্বিতে সহায়তা করেছেন।

সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার দর বৃদ্ধিকে সিকিউরিটিজ আইনে অপরাধ হিসেবে দেখা হয়।

যদিও বিএনআইসিএল’র শেয়ার নিয়ে কারসাজির দায়ে বিএসইসি সম্প্রতি আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, এ জি মাহমুদ, সাইফ উল্লাহ এবং ডিআইটি কো-অপরেটিভ লিমিটেডকে ২.৪০ কোটি টাকা জরিমানা করেছে। তবে এই চারজন বিএনআইসিএল’র শেয়ার লেনদেন করে মুনাফা করেছে প্রায় ৫ কোটি টাকা।

বিএসইসি জানায়, শেয়ারকারসাজিতে এই চার বিনিয়োগকারীর ভূমিকা বেশি। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। অন্যদের অংশ কম হওয়ায় তাদেরকে ছাড় দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//////