ভারতে হলমার্ক ছাড়া বিক্রি করা যাবে না সোনা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে এপ্রিলের ১ তারিখ থেকে সোনা কেনার নিয়ম বদলাতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অংকের হলমার্ক ছাড়া আর সোনার গয়না বিক্রি করা যাবে না।

জানা গেছে, দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছে এই সরকারি সংস্থা।

উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চের পর ছয় অঙ্কের এই হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন ছাড়া আর কোনো রকমের সোনার গয়না বিক্রি করতে পারবেন না স্বর্ণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী পীযূষ গয়াল।

ক্রেতারা যেন উচ্চ মানের বিশুদ্ধ সোনা কিনতে পারেন, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া উৎসাহিত করতে বিআইএস সত্যায়ন প্রক্রিয়ায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে বলে জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

৫ বছরের জন্য উৎসে কর ০.৫০ শতাংশ করার প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা ও আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব দিয়েছে তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাব দেয় সংগঠন দুটি।

এ দুটি সংগঠন ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) নেতারা অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে শুল্ক বিভাগের সদস্য মো. মাসুদ সাদেক, আয়কর নীতির সদস্য সামস উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রপ্তানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার ওপর আয়কর হার ১০ শতাংশ থেকে ০ শতাংশ করা, গ্রিন কারখানার জন্য করপোরেট করহার ১০ শতাংশ করান প্রস্তাব দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- প্রতি বছর সর্বোচ্চ ৫ পিস ডামি পোশাক বিনাশুল্কে আমদানির অনুমোদন দেওয়া, রপ্তানিকে প্রতিযোগি করতে পোশাক খাত সংশ্লিষ্ট ১২ ধরনের প্রতিষ্ঠান থেকে ভ্যাট অব্যাহতি, এইচ এস কোড জটিলতা নিরসন, ওয়াশিং-ড্রাই মেশিন ও অগ্নিনির্বাপন যন্ত্র আমদানিতে শুল্কছাড়।

বিকেএমই’র অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান সমূহকে শূন্য ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া, সোলার প্যানেল ও ইটিপি স্থাপনে আমদানি করা রাসায়নিকের শুল্ক ও মূসক ০ শতাংশ করা।

স্টকমার্কেটবিডি.কম/////

জেন্ডার পলিসি কাউন্সিলের সুপারিশ অ্যামচেমের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারী উদ্যোক্তাদের নানাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। তার পরও প্রকৃত অর্থে ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ তাঁদের অংশগ্রহণের জন্য এখনও পুরোপুরি সহায়ক নয় বলে মনে করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। নারী উদ্যোক্তাসহ ব্যবসায়ীদের সহায়তায় একটি জেন্ডার পলিসি কাউন্সিল গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অ্যামচেমের উদ্যোগে আয়োজিত ‘উইমেন ইন বিজনেস : এমপাওয়ারিং বাংলাদেশ ফরওয়ার্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অ্যামচেম সভাপতি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান মাস্টার কার্ডের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, নারী উদ্যোক্তাদের সক্রিয়তা ও ব্যবসায়িক নেতৃত্বের হারের দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একেবারে শেষের দিকে রয়েছে বাংলাদেশ। এ বাস্তবতায় জেন্ডার পলিসি কাউন্সিল গঠন নারীদের ব্যবসায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফাভে, সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম ও অ্যামচেমের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।

স্টকমার্কেটবিডি.কম/////

ইবনে সিনার নতুন নাম সিএসইতে অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় সিএসইর পরিচালনা বোর্ড। আগামী ৯ মার্চ থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হবে দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেমিনী সী ফুড লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৮ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৭ কোটি ২ লাখ, এডিএন টেলিকমের ২৫ কোটি ৫০ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ২২ কোটি ৯৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২১ কোটি ৭৪ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ২১ কোটি ২৫ লাখ, ওরিয়ন ফার্মার ২০ কোটি ৯০ লাখ ও শাইন পুকুর সিরামিক্সের লিমিটেডের ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ইস্টার্ন হাউজিং
  2. জেমিনী সী ফুড
  3. জেনেক্স ইনফোসিস
  4. সী পার্লস স্পা
  5. এডিএন টেলিকম
  6. বসুন্ধরা পেপার মিলস
  7. বাংলাদেশ শিপিং
  8. রূপালি লাইফ ইন্সুরেন্স
  9. ওরিয়ন ফার্মা
  10. শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১০ কমে অবস্থান করছে ২২২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড, জেনেক্স ইনফোসিস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্লস স্পা এন্ড রিসোর্ট ও এডিএন টেলিকম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এনআরবি কমার্সিয়াল ব্যাংকের নতুন সিএস আহসান হাবিব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আহসান হাবিব। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে আহসান হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ মার্চ থেকে কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন করছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

অর্থনৈতিক কূটনীতিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে দেশের স্নাতক বজায় রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদারে বাংলাদেশি কূটনীতিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় কাতারে তার বাসভবনে আঞ্চলিক দূত সম্মেলনে তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আপনাদের (কূটনীতিকদের) অর্থনৈতিক কূটনীতিকে শক্তিশালী করতে সক্রিয় হতে হবে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্নাতক অর্জন করতে যাচ্ছে। এজন্য সে সব দেশের প্রতি মনোযোগ দেয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য বাড়াতে এবং উন্নয়নশীল দেশ হিসেবে লাভবান হতে পারে।

তিনি বলেন, ‘আপনাকে চোখ খোলা রেখে সব দেশের সাথে আলোচনা ও সমঝোতা করতে হবে। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা টিকে থাকতে পারবো, আরও এগিয়ে যেতে এবং অবশেষে উন্নত দেশ হিসেবে স্নাতক হতে পারবো।’

শেখ হাসিনা বলেন, এক সময় কূটনীতি একটি রাজনৈতিক বিষয় ছিল। কিন্তু এখন এটি অর্থনৈতিক বিষয়, মানে অর্থনৈতিক কূটনীতি।

সরকার প্রধান বলেন, ‘তাই যারা বিভিন্ন দেশে কাজ করছেন তাদেরকে সেই দেশগুলোকে চিহ্নিত করতে হবে যেখানে আমরা বাণিজ্য ও ব্যবসা করতে পারি। একই সাথে যেসব দেশে আমাদের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে এবং যে দেশগুলো থেকে আমরা কম এবং ন্যায্য দামে পণ্য আমদানি করতে পারি।’

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবসা ও বাণিজ্য আরও বাড়াতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন ‘যেসব দেশে আমাদের পণ্যের চাহিদা আছে এবং যেখানে বিপণনের সুযোগ আছে সে সমস্ত দেশকে চিহ্নিত করুন’।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি উপস্থিত ছিলেন।

জাতিসংঘের পঞ্চম স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন কাতার সফরে রয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে তিনি গত শনিবার কাতারে পৌঁছেন। বুধবার ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম//////

ঢাকায় আসছে আইএমএফ দল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচিত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে, আর্থিক খাত সংস্কার নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল চলতি সপ্তাহে ঢাকা আসবে বলে আশা করা হচ্ছে।

এসময় আইএমএফ দল বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। কেননা প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ রেজিলেন্স এন্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) এর অধীনে বিতরণ করা হবে।

আরএসএফ বাংলাদেশের জলবায়ু বিনিয়োগের বিষয়টিকে সমর্থন করতে, জলবায়ু অর্থায়নকে প্রভাবিত করতে এবং আমদানি-নির্ভর জলবায়ু বিনিয়োগ থেকে অর্থপ্রদানের ভারসাম্যের চাপ কমাতে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছে, এখানে অবস্থানকালে প্রতিনিধি দল বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি দেয়ার লক্ষ্যে বিভিন্ন অর্থনৈতিক সূচকের হালনাগাদ তথ্য জানতে চাইবে।

ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ, বৈদেশিক মুদ্রার হার, মুদ্রানীতি, ঋণ পুনরুদ্ধার, সুদের হার, জিডিপি এবং মুদ্রাস্ফীতির বিষয়সহ বিভিন্ন নীতি সংস্কার বাস্তবায়ন করছে।

স্টকমার্কেটবিডি.কম//////