কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক গ্যাস অনুসন্ধানে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকাল সাড়ে ৪টায় কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের প্রতিনিধি দল আয়োজিত একটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা আমাদের সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অর্জিত সফলতার প্রশংসা করেন এবং আমাদের রূপকল্প-২০৪১ অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

স্টকমার্কেটবিডি.কম///

রোজায় দ্রব্যমূল্য অস্বাভাবিক হলেই ব্যবস্থার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিব মাহবুব হোসেন জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।

রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

এদিকে সভায় রজমান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

স্টকমার্কেটবিডি.কম//

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের সম্মেলন বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শিল্পের উদ্যোক্তাদের ‘জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের’ সম্মেলন ‘সাসটেইনেবল অ্যাপারেল সামিট’ এর চতুর্থ আসর বসছে আগামী বৃহস্পতিবার।

ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লুতে এই সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ দেশি-বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন।

এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিকল্পনা ও নবায়নযোগ্য জ্বালানির মত টেকসই লক্ষ্যগুলো থাকছে আলোচনায়। দেশের পোশাকখাতের ২০টি প্রতিষ্ঠান সম্মেলনে অংশগ্রহণ করছে।

আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিরও সম্মেলনে থাকার কথা রয়েছে।

সম্মেলনে শিল্প মালিকদের মধ্যে বিজিএমইএ সভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সহ-সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলসের প্রতিষ্ঠাতা ফজলে শামীম এহসান এবং কেডিএস এর ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান সেলিম রহমান, এপিক গ্রুপের নির্বাহী চেয়ারম্যান রঞ্জন মাহতানী অংশ নেবেন।

স্টকমার্কেটবিডি.কম//

রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. রূপালী লাইফ ইন্সুরেন্স
  2. বিডিকম অনলাইন
  3. জেনেক্স ইনফোসিস
  4. এডিএন টেলিকম
  5. সী পার্লস স্পা
  6. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  7. ইস্টার্ন হাউজিং
  8. আমরা নেটওয়ার্কস
  9. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  10. আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকগুলো সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৪ বেড়ে অবস্থান করছে ২২২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৮টির, আর দর অপরিবর্তিত আছে ২০১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রূপালী লাইফ ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এডিএন টেলিকম ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে রূপালী লাইফ; ২য় বিডিকম অনলাইন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকমের ১৭ কোটি ৬০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৬ কোটি ১৪ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১৬ কোটি ১৪ লাখ, ইস্টার্ন হাউজিংর ১৫ কোটি ৪৪ লাখ, আমরা নেটওয়ার্কের ১৪ কোটি ৭০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৩৩ লাখ ও আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২০ মার্চ বেলা ৫টায় রাজধানীর দিলকুশায় বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেক্স-ফার্মার ১ কোটি ৭০ লাখ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বেক্স ফার্মাসিটিক্যালস লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রি করবেন।

অন্যদিকে আরেক কর্পোরেট পরিচালক এ্যবসুলেট কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২০ মার্চ বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি