মেট্রোরেলকেন্দ্রিক উন্নয়নের জন্য অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানী ঢাকার মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস কেনায় অর্থায়ন করতে সম্মতি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ইন্টিগ্রেট করিডোর ম্যানেজমেন্ট (আইসিএম) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক।

গতকাল সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সংস্থাটির প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার গুয়াংজে চেনের সঙ্গে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

প্রজেক্ট সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও মেট্রোরেল স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ার জন্য এখনো তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রোস্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।

‘সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।’

স্টকমার্কেটবিডি.কম////

এডিবির কাছে আরও সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন।

এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়ার নেতৃত্বে ব্যাংকটির সফররত একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোর ওপর জোর দিচ্ছে। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পে, প্রধানত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে আরও সহায়তা চান।

স্কুলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল সম্পর্কিত কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা এডিবিকে এ ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসতে বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এডিবির একজন সহসভাপতি বাছাই করারও আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি এই আঞ্চলিক উন্নয়ন ব্যাংককে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য, বিশেষ করে দুঃসময়ে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।

এডিবি প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এডিবি একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হওয়ার আকাঙ্ক্ষার যাত্রায় এডিবি পাশে দাঁড়াবে।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

হজ প্যাকেজ অস্বাভাবিক ও অমানবিক : হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়; হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক। একই সঙ্গে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে।

এর আগে রবিবার (১২ মার্চ) হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়।

রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান জনস্বার্থে এই রিট দায়ের করেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

রপ্তানির আড়ালে ৩৮২ কোটি টাকা পাচার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানির আড়ালে দেশের চারটি প্রতিষ্ঠান ৩৮২ কোটি টাকা পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই চার প্রতিষ্ঠান হলো- এশিয়া ট্রেডিং করপোরেশন, সাবিহা সাইকি ফ্যাশন, ইমু ট্রেডিং করপোরেশন ও ইলহাম।

এই প্রতিষ্ঠানগুলো জাল নথি তৈরি করে এক হাজার ৭৮০টি চালানের বিপরীতে ৩৮২ কোটি টাকা পাচার করে। এরমধ্যে এশিয়া ট্রেডিং করপোরেশন পাচার করেছে ২৮২ কোটি টাকা, ইমু ট্রেডিং করপোরেশন ৬২ কোটি টাকা, ইলহাম ১৭ কোটি টাকা এবং ২১ কোটি টাকা পাচার করেছে সাবিহা সাইকি ফ্যাশন।

জানা যায়, রপ্তানি দলিল জালিয়াতির মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি করছে, কিন্তু পণ্যের মূল্য (বৈদেশিক মুদ্রা) দেশে প্রত্যাবাসিত হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ৩১ জানুয়ারি উত্তর পতেঙ্গা ডিপোয় অভিযান চালায়। এতে প্রমাণ মেলে জালিয়াতির।

এরই ধারাবাহিকতায় সাতটি কন্টেইনারে রাখা ৯টি পণ্যের চালানের কায়িক পরীক্ষা করা হয়। সেখানে ঘোষণাবহির্ভূত একাধিক পণ্য পাওয়া যায়। ঘোষণা মোতাবেক টি-শার্ট এবং লেডিস ড্রেস রপ্তানির কথা থাকলেও কায়িক পরীক্ষায় বেবি ড্রেস, জিনস প্যান্ট, লেগিন্স, শার্ট ও শালসহ ঘোষণাবহির্ভূত পণ্য মেলে। অনিয়মের বিষয়টি তদন্ত করতে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দাকে নির্দেশ দেওয়া হয়।

তদন্তে দেখা যায়, সাবিহা সাইকি ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি বিগত সময়ে ৮৬টি পণ্য রপ্তানি করে। রপ্তানি করা পণ্য চালানগুলোতে সাবিহা সাইকি ফ্যাশন ১৯৭ টন মেনস ট্রাউজার, টি-শার্ট, বেবি সেট, ব্যাগ, পোলো শার্ট, জ্যাকেট, প্যান্ট ও হুডি রপ্তানি করে। যার মূল্য প্রায় ২১ কোটি টাকা। চালানগুলো সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিংগাপুর, সৌদি আরব ও নাইজেরিয়াতে রপ্তানি করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

  1. রূপালী লাইফ ইন্সুরেন্স
  2. আমরা নেটওয়ার্কস
  3. সী পার্লস স্পা
  4. এডিএন টেলিকম
  5. জেনেক্স ইনফোসিস
  6. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  8. বিডিকম অনলাইন
  9. রংপুর ডেইরী
  10. ইস্টার্ন হাউজিং লিমিটেড।

বিদেশি পর্যটকদের জন্য খুলল চীনের দুয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক:

করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে চীন।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়ার পর বেইজিং এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতি আরও চাঙা করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালের ২৮ মার্চ থেকে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল চীন। এবার ২০২৩ সালের ১৫ মার্চ থেকে আবার ভ্রমণ অনুমতি ও ভিসা পাবেন বিদেশি পর্যটকরা।

কিছু বিশেষ এলাকায় চীন ভিসামুক্ত প্রবেশ অনুমতিও দেবে।

হংকং ও ম্যাকাও থেকে আসা পর্যটকরা চীনের মূল ভূখণ্ডে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে।

করোনা পরবর্তী সময়ে জীবনযাপন স্বাভাবিক করতে নতুন এরকম আরো কিছু উদ্যোগ নিয়েছে চীন সরকার। ১৫ মার্চ থেকে সেসব বিধি পুরোপুরিভাবে কার্যকর করা হবে।

করোনার আগে প্রতি বছর কোটি কোটি বিদেশি পর্যটক চীন ভ্রমণে যেত। করোনা বিধির কারণে দেশটির পর্যটন খাত ভয়াবহ ধরনের ক্ষতির মুখে পড়েছে।

এখন থেকে চীনের নাগরিকরাও ৬০টি দেশে ঘুরতে যেতে পারবে। আগে যে সংখ্যা ছিল ২০টি।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এম.

লেনদেনের শীর্ষে রূপালী লাইফ; ২য় আমরা নেটওয়ার্

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আমরা নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ টাকার।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকমের ২৩ কোটি ৭৮ লাখ, জেনেক্স ইনফোসিসের ২১ কোটি ৮৯ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১৯ কোটি ৮৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের  ১৫ কোটি ২৮ লাখ, বিডিকম অনলাইনের ১৩ কোটি ৮০ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুডের ১২ কোটি ১১ লাখ ও ইস্টার্ন হাউজিং লিমিটেড ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৩১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮১ কমে অবস্থান করছে ২২১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০২টির, আর দর অপরিবর্তিত আছে ২০১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রূপালী লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্কস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, রংপুর ডেইরী এন্ড ফুড ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ২৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেডের এক প্লেসমেন্ট শেয়ারহোল্ডার সাড়ে ২৯ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড নামে কোম্পানিটির এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ২৯ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। এদের নামে মোট ৩১ লাখ ৯৫ হাজার ৬১৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ১৫ লাখ ও পাবলিক মার্কেট হতে ১৪ লাখ ৫৮ হাজার ৯০২টি ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

তসরিফার পরিচালকের ১১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নর্দার্ন করপােরেশন নামে কোম্পানিটির এই পরিচালক ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয় করছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ৩ লাখ ৭১ হাজার ও পাবলিক মার্কেট হতে ৭ লাখ ৪৫ হাজার ক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম.