মেট্রোরেলের টিকিটে কর বসানোর প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বসানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। কিন্তু ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি এই ভ্যাট দিতে চায় না।

তাদের যুক্তি, মেট্রোরেলে অভিজাত শ্রেণি ভ্রমণ করে না, সাধারণ মানুষ ভ্রমণ করে।

জানা গেছে, গত ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। ওই চিঠিতে শীতাতপনিয়ন্ত্রিত কোচ হিসেবে মেট্রোরেল চলাচলকারী যাত্রীদের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়।

চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা মেট্রোরেল কোম্পানি ওই চিঠির জবাব দেয়। জবাবে বলা হয়, মেট্রোরেলে সব শ্রেণির মানুষ একই ভাড়া দিয়ে ওঠেন। তাই এ ধরনের পরিবহনে ভ্যাট প্রযোজ্য হবে না।

স্টকমার্কেটবিডি.কম///

এ বছর হজ ফ্লাইটের ভাড়া কমানোর সুযোগ নেই: বিমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজযাত্রায় বিমান ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আহ্বান সত্ত্বেও, এ বছর হজ ফ্লাইটের ভাড়া কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।

আজ রবিবার রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আজিম এ কথা বলেন।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
২০২৩ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য কয়েক দফায় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া পাওয়া যায়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার পরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিলো। এরপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে দেশেও এর প্রভাব পড়তে শুরু করে। রেমিট্যান্সে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয়। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ২০০ কোটি ডলার আসায় কিছুটা স্বস্তি ফিরেছিলো। তবে সেই ধারা অব্যহত থাকেনি। আবারও কমতে থাকে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা ডলার পাঠিয়েছে ১১৬ কোটি ৪১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মার্চ মাসের প্রথম ১৭ দিনে মোট ১১৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৯১ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৮ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। তবে আগামীতে দুইটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ কারনে রেমিট্যান্স বেশি পরিমাণ আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ডলার সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ২০২২-২০২৩ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রায় ১ হাজার কোটি ডলার বিক্রি করেছে। দেশের ইতিহাসে পুরো অর্থবছরেও রিজার্ভ থেকে এতো পরিমাণ ডলার বিক্রি হয়নি। মূলত জরুরি আমদানির দায় মেটাতে রিজার্ভ থেকে এসব ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

চাল-আটায় অস্বস্তি হলেও খাদ্যে নিরাপদ বাংলাদেশ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি ছাড়াও নানা কারণে বিশ্বব্যাপী চড়া ছিল অভ্যন্তরীণ খাদ্যপণ্যের দাম। বাংলাদেশের বাজারে আটা ও মোটা চালের বাজারেও চরম অস্বস্তি বিরাজ করছে, যদিও বর্তমানে বাংলাদেশে গমের আটার দাম কমতে শুরু করেছে। চাল-আটার দামে বাজারে অস্বস্তি থাকলেও খাদ্যে নিরাপদ বাংলাদেশ। তবে আমদানিতে মন্দা এখনো প্রকট।

বিশ্বব্যাংকের ‘ফুড সিকিউরিটি আপডেট’ শীর্ষক প্রতিবেদনে খাদ্যমূল্য নিয়ে বৈশ্বিক চিত্রে বাংলাদেশ অংশে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ খাদ্য মূল্যস্ফীতি বিশ্বজুড়ে উচ্চ পর্যায়ে রয়েছে। অক্টোবর ২০২২ এবং ফেব্রুয়ারি ২০২৩-এর মধ্যে সর্বশেষ মাসে খাদ্যের তথ্যে দেখা গেছে, প্রায় সব নিম্নমধ্যম আয়ের দেশে উচ্চ মুদ্রাস্ফীতি দেখা গেছে। নিম্ন আয়ের দেশগুলোতে ৯৪ শতাংশের ওপরে মূল্যস্ফীতি দেখা গেছে। উচ্চ আয়ের দেশগুলো প্রায় ৮৭ শতাংশ উচ্চ খাদ্য মূল্যস্ফীতির সম্মুখীন হচ্ছে। আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান খাদ্যসংকটের সম্মুখীন হচ্ছে। ওই দেশে চার মিলিয়ন শিশুসহ মানুষ তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। প্রায় ৫৩ শতাংশ আফগান তাদের খাদ্যচাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এ ছাড়া জলবায়ু সংকট খাদ্যসংকটকে আরো তীব্র করেছে। ৩৪টির মধ্যে ৩০টি প্রদেশে সুপেয় পানি সংকট দেখা দিয়েছে। বেশ কিছু কারণে শিশুস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

স্টকমার্কেটবিডি.কম///

রোজায় আর্থিক প্রতিষ্ঠান খোলা সাড়ে ৬ ঘণ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজান মাসে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাড়ে ৬ ঘণ্টা লেনদেন চলবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোল থাকবে আর্থিক প্রতিষ্ঠান। স্বাভা‌বিক সময় আর্থিক প্রতিষ্ঠান চ‌লে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রবিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এসংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এ নির্দেশনায় বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত এই বিরতি টাইম। রমজানের পর আবারও স্বাভাবিক সময়সূচিতে ফিরবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

রোজায় ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম///

রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুত আছে। রমজান মাসে কঠোরভাবে বাজার মনিটরিং হবে।

রবিবার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে জাতিকে বলতে চাই, ভয় পাওয়ার কারণ নেই। আমাদের পর্যাপ্ত পণ্য মজুত আছে। ছোলা ও পেঁয়াজও যথেষ্ট পরিমাণে আছে। এবারের রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে। রাস্তায় পণ্য পরিবহনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়েছি। পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির সুযোগ নেই। সবকিছু কঠোরভাবে মনিটর করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজানে ইফতারের জন্য বেগুন, শসা, লেবু, মুরগির মাংস ও পেঁয়াজের চাহিদা ও দাম বাড়ে। এ বিষয়ে নজর রাখা হচ্ছে। দেশে যথেষ্ট কৃষিপণ্য মজুত আছে। উদ্বিগ্ন হবার কারণ নেই।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার হার বাড়ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ বেড়ছে এক লাখ ৩৯৪ কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৭০৪ কোটি টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ২ লাখ ১৫ হাজার ৩১০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে এক লাখ ৩৯৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ব্যাংক খাতে সরকারের ঋণ বেড়েছিলো ৩ লাখ ৪ হাজার ৭৭৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বেড়েছে ১০ হাজার ৯২৯ কোটি টাকা। এর আগে চলতি অর্থবছরের আগস্ট শেষে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ স্থিতি দাঁড়িয়েছিলো ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। এর পরের মাসে ঋণ স্থিতি দাঁড়ায় ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকায়। নভেম্বর মাসে ঋণের স্থিতি দাঁড়িয়েছিলো ২ লাখ ৯৯ হাজার ১১৯ কোটি টাকা। বছরের শেষ মাস ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিলো ৩ লাখ ২ হাজার ৪৩৪ কোটি টাকা। হিসাব অনুযায়ী প্রতি মাসেই ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে।

প্রতিবেদনে দেখা যায়, ফেব্রুয়ারি শেষে সরকার ব্যাংক খাত থেকে নেওয়া মোট ঋণের মধ্যে ১ লাখ ৫ হাজার ৪৩০ কোটি টাকা নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এছাড়া দেশের তফসিলি ব্যাংকগুলো থেকে নিয়েছে ২ লাখ ১০ হাজার ২৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। আগের অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ছিলো ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। অর্থাৎ এবার প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে রূপালী লাইফ; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকার।

১৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রংপুর ডেইরি, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বারাকা পাওয়ারের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আব্দুল বারী নামে এক পরিচালক কোম্পানিটির ৪৭ লাখ ১৪ হাজার শেয়ার বিক্রি করেছে।

অন্যদিকে ফিউশন হোল্ডিং লিমিটেড ও এনআরবি ভেন্চার লিমিটেড নামে ২ করপোরেট পরিচালক ২৬ লাখ ৬৮ হাজার ও ২০ লাখ ৪৫ হাজার শেয়ার ক্রয় করলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় করা সম্পন্ন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি