শেয়ারবাজারে আসতে চায় বাংলালিংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আসছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯০০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য অভিহিত মূল্য বা ১০ টাকা করে কোম্পানিটি ১০ শতাংশ শেয়ার ছাড়বে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার (২১ মার্চ) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে কোম্পানির পরিচালনা বোর্ড।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলালিংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলালিংকের পেইড আপ ক্যাপিটাল আট হাজার কোটি টাকা। নতুন করে আরও ৯০০ কোটি টাকা বৃদ্ধি হবে। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইপিওর ফিক্স প্রাইস পদ্ধতিতে বাংলালিংক শেয়ারবাজারে থেকে ৯০০ কোটি টাকা উত্তোলন করতে চায়।

এর আগে গ্রামীণফোন ও রবি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম////

দুর্নীতি কম আশ্বস্ত করতে পারলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে: পিটার হাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বাজারে দুর্নীতি কমানোর বিষয়ে আশ্বস্ত করতে পারলে এখানে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, ‘বাংলাদেশের অনেক সুযোগ-সুবিধা আছে যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। আমাকে আমেরিকান ব্যবসায়ী নেতারা বলেছেন যে মাল্টিন্যাশনাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেক জায়গাতেই বিনিয়োগ করার সুযোগ আছে।’

‘যে দেশে দুর্নীতির সবচেয়ে কম, আমলাতান্ত্রিক জটিলতা কম, আইনের শাসনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয় এবং ব্যবসার জন্য সর্বোচ্চ লজিস্টিক অবকাঠামো আছে, বিনিয়োগের জন্য এমন কোনো দেশ তারা বেছে নেবে,’ বলেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের আয়োজনে ‘কল টু অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন সামিট’ শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত পিটার হাস এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘দুঃখজনকভাবে, আমার নিজের দেশেও কিছু কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।’

স্টকমার্কেটবিডি.কম//////

জাপান যেতে মাথাপিছু ব্যয় দেড় লাখ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে জাপানে সরকারিভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ব্যয় নির্ধারণ করেছে সরকার। এখন থেকে সরকারিভাবে জাপান যেতে একজন কর্মীর মোট খরচ হবে এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

সোমবার (২০ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহার সই করা অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয়’ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সে অনুসারে, জাপানিজ ভাষা প্রশিক্ষণ ফি ধরা হয়েছে ৪০ হাজার টাকা, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ ফি ৪০ হাজার টাকা, স্বাস্থ্য পরীক্ষা আট হাজার টাকা, পাসপোর্ট ও প্রসেসিং ফি ১২ হাজার টাকা, দরখাস্ত ও সব ডকুমেন্ট প্রসেসিং ফি ৪০ হাজার টাকা, কল্যাণ ফি সাড়ে তিন হাজার টাকা, নিবন্ধন ও অন্যান্য ফি ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম//////

একনেকে ১৭৩০ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ-বছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আজকের সভায় এক হাজার ৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৬টি ও নতুন প্রকল্প ৩টি।

তিনি বলেন, টানাপোড়েন থাকলেও দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলনামূলক ভালো। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মার্চে এ হার আরও বাড়বে। তবে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকলে কোনো সমস্যা হবে না।

বাজার নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, বাজারে সরবরাহ বাড়িয়ে বাজার ঠিক রাখতে হবে। শুধু পুলিশ দিয়ে বা জেল জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষিপণ্য রফতানি বাড়ানোর পাশাপাশি রফতানির সুযোগ খুঁজে দেখতে হবে। সেই সঙ্গে কোনো জমি পতিত রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশি মাছের উৎপাদন বাড়াতে বলেছেন। আর বিদেশি রাক্ষুসে মাছ যাতে দেশের মাছের ক্ষতি না করতে পারে সেদিকে নজর দিতে হবে।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প’ ব্যবহার করতে বলেছেন। তাছাড়া প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না।

স্টকমার্কেটবিডি.কম//////

জানুয়ারিতে সঞ্চয়পত্রের বিক্রি মাত্র ৩৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চার মাস পর গত জানুয়ারিতে সঞ্চয়পত্র ভাঙানোর চেয়ে বিক্রি সামান্য বেশি। সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে মাত্র ৩৭ কোটি টাকা। আলোচ্য মাসে মোট ৮ হাজার ২৮৫ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। আগে কেনা সঞ্চয়পত্র ভাঙানো হয় ৮ হাজার ২৪৮ কোটি টাকা। যদিও সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বিক্রি কমেছে ৩ হাজার ৬৯ কোটি টাকা।

চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে সরকার নিট ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। তবে ঋণ না বেড়ে উল্টো কমছে। অথচ এর আগে কয়েক অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়। এতে সরকারের সুদ ব্যয় অনেক বেড়ে যায়। পরিস্থিতি সামলাতে বিক্রি কমানোর নানা উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে অনেকের সঞ্চয় ক্ষমতা কমেছে। আগের সঞ্চয় ভেঙে খাচ্ছেন কেউ কেউ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট ৪৮ হাজার ৭৫৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। একই সময়ে ভাঙানো হয়েছে ৫১ হাজার ৮২৬ কোটি টাকা। মূলত গত সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কেনার চেয়ে ভাঙানো বেশি হয়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম//////

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার খাদ্য ভবনে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এছাড়া বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী মিল মালিকদের উদ্দেশে বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।

এসময় খাদ্যমন্ত্রী চালের স্থিতিশীলে মিলারদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার। দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।

স্টকমার্কেটবিডি.কম//////

তেল-চিনির সব তথ্য থাকবে সফটওয়্যারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোগ্যপণ্য চিনি ও তেলের উৎপাদন এবং সরবরাহ সংক্রান্ত যাবতীয় তথ্য নিশ্চিত করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি মতবিনিময় সভা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভোগ্যপণ্য চিনি ও তেলের উৎপাদন, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কারখানায় চিনি ও তেলের প্রতিদিনের উৎপাদনের পরিমাণ, সরবরাহের পরিমাণ, পণ্যের মূল্য সংশ্লিষ্ট তথ্য খাতা-কলমের পরিবর্তে অটোমেটেড ব্যবস্থায় প্রদানের জন্য সফটওয়্যার প্রস্তুতের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি বলেন, ২০১১ সালের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশে ডেলিভারি অর্ডার (ডিও) প্রথা বাতিল করে এসও চালু প্রসঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখনো ডিওয়ের আদলেই এসও দেওয়া হচ্ছে। এ ছাড়াও ফরমে মূল্য দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা কার্যকর হচ্ছে না। সফটওয়্যার ব্যবস্থা চালু হলে এসব সমস্যার সমাধান হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সংস্থার এ প্রস্তাবে সংশ্লিষ্ট সব কোম্পানির প্রতিনিধিরা সম্মত হয়েছেন। তবে সফটওয়্যারটি ব্যবহার উপযোগী ও তথ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন তারা।

সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান। সভায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এফবিসিসিআইর পরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ এডিবল অয়েল, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ এবং দেশবন্ধু গ্রুপের প্রতিনিধিরা ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে সি পার্ল; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৫ লাখ।

শাইন পুকুর সিরামিক্সের লিমিটেড ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ১১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ৫ লাখ, ইস্টার্ন হাউজিংর ১২ কোটি ৫৫ লাখ, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৬৪ লাখ, এডিএন টেলিকমের ১১ কোটি ৫৭ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১১ কোটি ১৯ লাখ ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. সি পার্ল বিচ রিসোর্ট
  2. বাংলাদেশ শিপিং
  3. শাইন পুকুর সিরামিক্স
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. রূপালি লাইফ ইন্সুরেন্স
  6. ইস্টার্ন হাউজিং
  7. জেনেক্স ইনফোসিস
  8. এডিএন টেলিকম
  9. সোনালী পেপার
  10. রংপুর ডেইরী এন্ড ফুড লিমিটেড।

দিনশেষে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২২২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮০ বেড়ে অবস্থান করছে ২২২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪টির, আর দর অপরিবর্তিত আছে ২২৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইন পুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৭.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ২৭  লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//