তলানিতে নেমেছে সঞ্চয়পত্র বিক্রি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মধ্যবিত্তের আস্থার জায়গা ছিল সঞ্চয়পত্র। চাকরি থেকে অবসরের পর পাওয়া অর্থ কিংবা বাড়তি টাকা হাতে থাকলেই সঞ্চয়পত্রে বিনিয়োগ হতো। সঞ্চয়পত্র কেনায় আয়কর-সংক্রান্ত খড়্গের কারণে বিক্রি কমছেই। সর্বশেষ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সঞ্চয়পত্র বিক্রি কমেছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এতে ব্যাংক ঋণের প্রতি নির্ভরতা বাড়ছে সরকারের। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের নিট বিক্রি কমছে ৩ হাজার ৬৯ কোটি ৪৩ লাখ টাকা। এই সময়ে সঞ্চয়পত্র বিক্রির টাকা দিয়ে গ্রাহকের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধ করাও সম্ভব হয়নি।

২০২১-২২ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) নিট বিক্রির পরিমাণ ছিল ১২ হাজার ১৭৫ কোটি ৬৬ লাখ টাকা। ওই সময়ে সুদ-আসল পরিশোধের পরও সরকারের কোষাগারে ১২ হাজার ১৭৫ কোটি ৬৬ লাখ টাকা জমা ছিল। সে সময়ে ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়ার প্রয়োজন হয়নি। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৩৭ কোটি ৪৩ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আগের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৫৮৬ কোটি টাকা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের তুলনায় সঞ্চয়পত্র বিক্রি ব্যাপক হারে কমেছে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ছয় মাসে এ খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার। উল্টো সরকার পরিশোধ করেছে।

চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৪ হাজার ২৭৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম///;

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ; ২য় রূপালি ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৮ লাখ টাকার।

ইষ্টার্ণ হাউজিংয়ের ৬৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইন পুকুর সিরামিক্সের ৬৬ কোটি ৩২ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুডের ৬৫ কোটি ৭২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৩ কোটি ১৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ৫৯ কোটি ৯২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫৪ কোটি ৬৫ লাখ, এডিএন টেলিকমের ৫০ কোটি ৩৩ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল মিলসের ৪০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিমান বাংলাদেশের কাছে ৫০ লাখ ডলার দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক সপ্তাহ আগে হ্যাকারদের কবলে পড়ে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ই-মেইল সার্ভার। জানা গেছে, এখন পর্যন্ত উদ্ধার না হওয়া এই সার্ভারের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস না করার বিনিময়ে বিমানের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছে হ্যাকাররা। বিমানের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, টাকা দেওয়ার জন্য বিমানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছিল হ্যাকাররা। বেঁধে দেওয়া সময়ের আর মাত্র তিন দিন বাকি আছে।

গত ১৭ মার্চ বিমানের ই-মেইল সার্ভার এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার প্রগ্রাম বা ম্যালওয়্যার ‘র‌্যানসমওয়্যারে’ আক্রান্ত হয়। এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা আক্রান্ত ডিভাইস থেকে তথ্য চুরি করে নিতে পারে।

সূত্র জানায়, সার্ভার হ্যাক করার পর থেকে কয়েক দফায় বিমানের কাছে ৫০ লাখ ডলার চেয়েছে হ্যাকাররা। ১৭ মার্চ প্রথম হ্যাকাররা বিমানকে নিজেদের দাবির কথা জানায়। ২১ মার্চ হ্যাকাররা আবারও জানায়, বিমানের ১০০ গিগাবাইটের বেশি ব্যক্তিগত ও গোপনীয় তথ্য রয়েছে তাদের কাছে। বিমান তাদের দাবি মেনে না নিলে তারা এগুলো নিজেদের ব্লগে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়।

স্টকমার্কেটবিডি.কম///

২৩ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গতবছর বন্যায় দেশের ৯ জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব জেলায় পুনর্বাসন ও পুনর্গঠনে জরুরি সহায়তা হিসেবে ২৩ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঋণ অনুমোদন উপলক্ষে এক বিবৃতিতে এডিবির প্রিন্সিপাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট টিকা লিমবো বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতি হিসেবে অভিযোজন পরিকল্পনাসহ অনেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়নে এডিবির এ ঋণ বেশ সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের এ ঋণে এসব জেলায় ৭৫৭ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৩৪ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। প্রয়োজনীয় সেতু এবং কালভার্টও নির্মাণ করা হবে প্রকল্পের আওতায়। আগামীতে বন্যা মোকাবিলায় যা সহায়ক হবে। প্রকল্পের কার্যক্রমে সমাজের প্রবীণ, নারী ও শিশু এবং প্রতিবন্ধীদের নিরাপত্তা বলয়ের আওতায় আনার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও অপরিবর্তীত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তীত রয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা একই পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও অপরিবর্তীত রয়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১২ থেকে ১৬ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩৫ পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩০.৬৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪৮৪ কোটি টাকা কমেছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩০.৬৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৬২ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩০.৬৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৩৫২ কোটি ৪০ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ২ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩০.৬৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২১৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬১টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৮৪ কোটি টাকা বা ০.০৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///