রিন-সাইনের দুটি বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেডের দুটি বাৎসরিক বোর্ড সভা ও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ২০২১ ও ২০২২ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য বিগত দুই বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত ২০১৯ কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। এরপরে ২০২০ সালে কোনো লভ্যাংশ প্রদান করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন শেষ হবে ১:৩০ টায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আসন্ন রমজান মাসের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন শেষ হবে বেলা ১:৩০ টায় । ডিএসই ও সিএসই সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, এসময় প্রতিদিন ১০টায় শুরু হবে আর এই লেনদেন বেলা ১:৩০ টা পর্যন্ত চলবে।

বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। স্টক এক্সচেঞ্জটির দাফতরিক কাজ চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

আর রমজানে ডিএসই অফিস একই সময়ে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে। ঈদুল ফিতরের পর লেনদেন ও অফিসের নিয়মিত সময়সূচিতে ফিরে আসবে ডিএসই ও সিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

উদ্দ্যোক্তার স্ত্রীকে ২ লাখ শেয়ার উপহার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার হস্থান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মামুনুর রশিদ নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার হস্থান্তর করলেন। তিনি এসব শেয়ার তার স্ত্রী ফাহিমা জিসান চৌধুরীকে উপহার স্বরূপ হস্থান্তর করেছেন।

শেয়ার হস্থান্তর সম্পন্নের আগে এই উদ্যোক্তা পরিচালকের হাতে মোট ১৫ লাখ ৫ হাজার শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করেছেন।

স্টকমার্কেটবিডি.কম////

ইনটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের গত বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ২০২১ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ সোমবার (২৭ মার্চ) থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “MIDLANDBNK” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১১১৫৪ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০৬ টাকা।

আগামী ২৫ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

আগামী ২৯ মে বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৭ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর