ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ৯ এপ্রিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মাঝে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে ৯ এপ্রিল। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বিতরণ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম আজ বুধবার জানান, প্রতিবছর ঈদের আগে গ্রাহকদের মাঝে নতুন নোট বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে এই নতুন নোট বিনিময় করা হবে।

তিনি জানান, এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিম্নবর্ণিত শাখাগুলো থেকেও ওই সময়ে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/////

পাঁচ বছরের ভ্রমণ ভিসা দিবে মিশর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিশর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা বলেন, “মিশর ৭০০ ডলারে পাঁচ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে।”
প্রথমবারের মতো পর্যটনে রাজস্ব বাড়াতে একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করেছে উত্তর আফ্রিকার দেশটি।

এছাড়া মিশরের ৩০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পেতে পারে এমন তালিকা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ দেশে। স্বল্পমেয়াদি ভিসাটি ২৫ ডলার ফি পরিশোধ করে পাওয়া যাবে। চীনা ও ভারতীয় নাগরিকরা এখন এ সুযোগ পেতে পারেন। সূত্র: আরাবিয়ান বিজনেস, টাইম আউট দুবাই, দ্য ন্যাশনাল নিউজ

স্টকমার্কেটবিডি.কম///

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে অভিযান এবং তৎপরতার কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে বলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, অন্যান্য বছর রমজান মাসে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা গেলেও এবার বাজার স্থিতিশীল রয়েছে। মুরগির দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়ায় ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছিল। আমরা এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করি। এর ফলস্বরূপ পোল্ট্রি মুরগি এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০০ টাকা কমেছে।

এএইচএম সফিকুজ্জামান বলেন, রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে।

ক্রেতাদের একবারে বেশি পণ্য ক্রয় ‘প্যানিক বায়িং’ না করার পরামর্শ দিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ভোক্তাদের বলব আপনারা প্যানিক বায়িং করবেন না। বাজার স্থিতিশীল রাখার জন্য আপনাদেরও দায়িত্বশীল হতে হবে।’

ভোক্তারা কোথাও প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি অভিযোগের শুনানি করা হবে।

তিনি আরও বলেন, অনেক সময় পোশাকের স্টিকার পরিবর্তন করে বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। কিন্তু এবারের ঈদে যেন এ ধরনের ঘটনা না ঘটে- এজন্য আমরা আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করব। কোনো বিক্রেতার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রয়লার মুরগির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চারটি বড় পোল্ট্রি কোম্পানি কাজী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের সঙ্গে বৈঠক করে। সেখানে এই চার কোম্পানি মুরগির দাম কমানোর ঘোষণা দেয়। এরপর খুচরা পর্যায়ে পোল্ট্রি মুরগির দাম কমতে শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম//

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত ১০ কিলোমিটার এবং কাঁচপুর থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত ১০ কিলোমিটার যানজট দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। এ কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের আগে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক বলেন, ‘সকালে ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট ছিল। তবে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট কমতে শুরু করেছে। লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের বন্দরে প্রচুর মানুষ আসছেন। তাদের রাস্তা পারাপারের সহায়তা করতে যানবাহন সিগনালে রাখতে হচ্ছে। এতে যানজট সৃষ্টি হয়েছে।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এ যানজট দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় ইউনিক হোটেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৮১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে উনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ।

এডিএন টেলিকম লিমিটেড ২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনী সী ফুডের ১৬ কোটি ৬২ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৫ কোটি ৮২ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের ১৫ কোটি ৬০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৫ কোটি ২১ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ১৯ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১১ কোটি ৬৩ লাখ ও শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. ইস্টার্ন হাউজিং
  2. ইউনিক হোটেল
  3. এডিএন টেলিকম
  4. জেমিনী সী ফুড
  5. জেনেক্স ইনফোসি
  6. রংপুর ডেইরী
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  9. রূপালি লাইফ ইন্সুরেন্স
  10. শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কিছুটা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭১ কমে অবস্থান করছে ২২০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, এডিএন টেলিকম, জেমিনী সী ফুড, জেনেক্স ইনফোসিস, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স ও শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা।গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এডিএন টেলিকম ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

তমিজইদ্দিন টেক্সটাইলের মূলধন বেড়ে ৩৫ থেকে ১০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজইদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড অথোরাইজড মূলধন বৃদ্ধি করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অথোরাইজড মূলধন ৩৫ কোটি টাকা থেকে বাড়িয়ে মোট ১০০ কোটি টাকা করা হয়েছে।

একটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাড়ানোর বিষয়টিকে অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/বি

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ব্যাংকটির ২০২২ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই ব্যাংকটি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

ডরিন ক্যাপিটালের নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে।

সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে কবরস্থ করা হবে, যোগ করেন অনিকেত রাজেশ।

নূরে আলম সিদ্দিকী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর সময় ডরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ডিএসই সদস্য # ১৮২) এর চেয়ারম্যান ছিলেন।

তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহজিব আলম সিদ্দিকীর পিতা।

স্টকমার্কেটবিডি.কম/এম.