শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থা ‘ব্লুমবার্গ’।

একই সঙ্গে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে মার্কিন সংবাদ সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, “শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।”

এতে বলা হয়, শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে, যে তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন। বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।

এতে বলা হয়, পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে। নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মতো জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়শই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মতো নন।

গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানি মূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ৭৫ বছর বয়সী শেখ হাসিনা এই পদক্ষেপ নিতে কোনও কুণ্ঠাবোধ করেননি। সূত্র: ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/////

ইসলামী ব্যাংকের এএমডির পদত্যাগ, নতুন ডিএমডি আকিজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওমর ফারুক খাঁন নামের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর পদত্যাগের পর ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ডিএমডি হয়েছেন আকিজ উদ্দিন। যিনি এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সচিব।

বুধবার (২৯ মার্চ) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান নাজমুল হাসান। সভায় ব্যাংকটির মনোনীত ও স্বতন্ত্র পরিচালকেরা অংশ নেন।

২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের প্রায় সব সদস্য চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সূত্রে জানা যায়, পদত্যাগ করা (এএমডি) ওমর ফারুক খান ব্যাংকটির চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন। তবে তাঁর মেয়াদ শেষ হতে আরো প্রায় ছয় মাস বাকি ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে যে জমি ইসলামী ব্যাংক বিক্রি করেছিল, ব্যাংকের পক্ষে ওমর ফারুক খান তার দলিল গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে হস্তান্তর করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক ব্যবসা দেখভালের কারণে আমদানি, রপ্তানি, প্রবাসী আয় সংগ্রহ তাঁর কাজের অংশ ছিল। তাই নানা কারণে মালিকপক্ষ ওমর ফারুক খানের ওপর সন্তষ্ট ছিল না। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই পদত্যাগপত্র কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করে অনুমোদন করেন।

এছাড়াও বুধবারের এ সভায় ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সচিব।

স্টকমার্কেটবিডি.কম/////

বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে থাকলে দেশেও কমবে : জ্বালানি উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে জ্বালানির দামের নিম্নমুখী প্রবণতা যদি আরো কয়েক মাস অব্যাহত থাকে, তাহলে দেশের বাজারে গ্যাস ও বিদ্যুতের দাম কমিয়ে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) প্রকাশনা ‘এমপাওয়ারিং বাংলাদেশ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলমান সেচ এবং গ্রীষ্মে বিদ্যুতের উচ্চ চাহিদার সময় সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে, যা বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়তা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি যদি বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎকে প্রভাবিত না করে, তাহলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখনকার মতোই ভালো থাকবে বলেও তিনি জানান।

সরকার ডলার সংকট কাটিয়ে উঠছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, একসময় ডলারের বাজার কিছু্টা ভারসাম্যহীন হয়ে পড়েছিল। বাংলাদেশ এখন ডলার সংকট কাটিয়ে উঠছে।

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এফইআরবির নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহ।

স্টকমার্কেটবিডি.কম/////

নিজস্ব মুদ্রায় লেনদেনে চুক্তি করল চীন ও ব্রাজিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডলারের ব্যবহার বাদ দিয়ে এবার নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চীন ও ব্রাজিল।

এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে।

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে।

চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর দু’ দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। সূত্র: ফক্সবিজনেস, দ্য ন্যাশনাল নিউজ

স্টকমার্কেটবিডি.কম/////

জেনারেশন নেক্সটের আরো ১৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের এক কর্পোরেট পরিচালক আরো শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ জে কর্পোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এই পরিচালক আরো ১৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে হতে ক্রয় করা হবে।

এর আগে কোম্পানিটির এই পরিচালক তিন দফা ১০ লাখ করে ও আরো এক দফা ১৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

প্রগতি ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৬ এপ্রিল বেলা ২:৩০টায় রাজধানীর কাওরান বাজারে বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এবারো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঝুঁকিতে ইনটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড এবারো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঝুঁকিতে রয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে দীর্ঘদিন ভালো লভ্যাংশ ঘোষণা করে আসা কোম্পানিটি গত কয়েক বছর হলো শেয়ারহোল্ডারদের জন্য আশানূরূপ লভ্যাংশ ঘোষণা করতে পারছে না। ব্যবস্থপনা বোর্ড পরিবর্তন করে বড় ধরণের লোকসানের দিকে যাওয়ায় সর্বশেষ বছরেও লভ্যাংশ না দেওয়ার সম্খবনা দেখা দিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। এর পর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের কোম্পানিটির লোকসান হয়েছে যথাক্রমে ২৮ পয়সা ২২ পয়সা। এই হিসাবে ২০২১-২০২২ অর্থ বছরে এই কোম্পানিটিকে বড় ধরণের লোকসানে থাকতে হবে।

গত ২০০৪ সালে ইনটেক লিমিটেড ইনটেক অনলাইন লিমিটেড নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকেই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ প্রদান করে আসছিল কোম্পানিটি।

তালিকাভুক্তির বছরেই কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে। এর পরের বছর ২০০৫ সালেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। এরপর ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছরই ১০ শতাংশ করে বোনাস লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।

এর পরের বছর থেকেই খড়া শুরু হয় লভ্যাংশ প্রদানে। ২০১৯ সালে ও ২০২১ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। তবে ২০২০ সালে মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বিগত বছরগুলোতে শেয়ারবাজারের আইটি খাতের প্রতিটি কোম্পানি ভালো ব্যবসা করলেও পিছিয়ে আছে ইনটেক লিমিটেড। নতুন ব্যবস্থপনা বোর্ড পরিবর্তন কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার জোওয়ার ফিরিয়ে আনতে পারবে কিনা সে দিকে দৃষ্ট রয়েছে শেয়ারহোল্ডারদের।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টার্ন ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণার অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ন ব্যাংকের আসন্ন বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৫ এপ্রিল ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই ব্যাংকটি ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

প্রাইম ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ব্যাংকটির ২০২২ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই ব্যাংকটি ১৭.৫০ শতাংশ নগদ বোনাস ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৬ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম