স্বর্ণের দাম বেড়ে ৯৯ হাজার টাকা ভরি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের ভরি ৯৯ হাজার টাকা ছাড়াল। এক সপ্তাহের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামীকাল রবিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা।

আজ পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বাজুসের মুল্য তালিকায় দেখা গেছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা হয়েছে। বর্তমানে দাম রয়েছে ৯৩ হাজার ১৯৫ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ১২৩ টাকা।

ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। আজ পর্যন্ত এইমানের স্বর্ণের ভরি ছিল ৭৯ হাজার ৮৯৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৭ হাজার ৫৯৩ টাকা। এই মানের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। আগে দাম ছিল ৬৬ হাজার ৫৪৩ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডলার প্রতি ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানিকারকদের ডলারপ্রতি ১০৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যাংকগুলো।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্চের শুরু থেকে প্রতি ডলারের বিনিময়ে ১০৪ টাকা পাচ্ছেন রপ্তানিকারকরা। আগামী কার্যদিবস থেকে নতুন এই হার কার্যকর হবে বলে জানান একটি ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক বলেন, রেমিট্যান্স ও রপ্তানি হারের মধ্যে ব্যবধান কমাতে ডলারের বিনিময় হার বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৭৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩০ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৭৭ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.২৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১৯ থেকে ২৩ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর আগের সপ্তাহ শেষে তা একই পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও অপরিবর্তীত ছিল।

স্টকমার্কেটবিডি.কম///

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ পেল বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি গত বছরের মার্চে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজের ক্ষতির অর্থ আদায় করতে সক্ষম হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের ক্ষতিপূরণ বাবদ দাবিকৃত ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে আদায় করতে পেরেছে ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার হাতে পেয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

যুদ্ধ শুরু হওয়ার পর এ ধরনের বিমা দাবি প্রথমবার নিষ্পত্তি শুরু করেছে বিমাকারী প্রতিষ্ঠানগুলো। বাংলার সমৃদ্ধি জাহাজের বিমাকারী সাধারণ বিমা করপোরেশনের (এসবিসি) পর্ষদে অনুমোদনের পর পুনঃবিমাকারী প্রতিষ্ঠান ইংল্যান্ডের লয়েডস অব লন্ডন ইন্স্যুরার বিজলি এবং টাইজার ইন্স্যুরেন্স ব্রোকারস লিমিটেডের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের কৃষ্ণসাগরের অলভিয়া বন্দরে নোঙর করা বাংলার সমৃদ্ধি জাহাজটিতে রকেট হামলা হলে আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলেই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ঘটনার পর জাহাজটি ঘটনাস্থলেই পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং নাবিকসহ সব সদস্যকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।

গত বছর ইউক্রেনে পণ্য আনার জন্য যায় বাংলার সমৃদ্ধি। যুদ্ধ চলাকালে ৩ মার্চ বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি এবং একজন বাংলাদেশি নাবিক মারা যান। জাহাজের অন্য ২৮ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের দেশে ফেরত আনা হয়।

ওই সময়ে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন কেউই বোমা নিক্ষেপের দায় স্বীকার করেনি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে— বোমাটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছিল। আবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল বোমাটি রাশিয়ানরা মেরেছে।

স্টকমার্কেটবিডি.কম///

গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস’র স্বীকৃতি পেলেন ব্যাংকার দিলিপ দাশ গুপ্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক ক্রেডিট ব্যবস্থাপক হিসেবে দীর্ঘতম ক্যারিয়ার গড়ে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস’র স্বীকৃতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যাংকার দিলিপ দাশ গুপ্ত।ব্যাংকিং পরিসেবায় অনন্য অবদানের জন্য ইতি পূর্বে তিনি ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’ এবং মানবিকতার জন্য পোপ ফ্রান্সিস কর্তৃক ‘লাভফরহিউমিনিট’ সহদেশে-বিদেশে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

সুদীর্ঘ সময় ব্যাংকিং পরিসেবায় যুক্তথাকা দিলিপ দাশ গুপ্ত বর্তমানে কমার্শিয়াল ব্যাংক অব সিলন, কলম্বোর ‘ক্রেডিট স্পেশিয়ালিস্ট’ হিসেবে কর্মরত।

বুধবার গিনিজ ও য়ার্ল্ড রেকর্ডস’র ওয়েব সাইটে ‘Longest career as a bank credit manager (male)’ শীর্ষক ঘোষণায় বাংলাদেশের ব্যাংকার দিলিপ দাশ গুপ্তের ব্যাংক ক্রেডিট ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ তম ক্যারিয়ারের এইস্বীকৃতি প্রদানকরে। (https://www.guinnessworldrecords.com/world-records/722477-longest-career-as-a-bank-credit-manager-male)

১৯৬৩ সালে ইউনাইটেড ব্যাংকে যোগদিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি।সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে দিলিপ দাশ গুপ্ত স্ট্যান্ডার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স, ইন্দোসুযোজ ব্যাংক, ক্রেডিট এগ্রিকোলইন্দোসুয়েজ সহ আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

রোজার শুরুতে পণ্যের দাম বাড়লেও এখন কমছে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রোজার প্রথম দিকে সবাই একসঙ্গে বেশি পণ্য কেনায় কিছুটা চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই, ঢাকা শহরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে।’

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংসহ দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।’

সম্প্রতি ভুটান সফর নিয়ে তিনি বলেন, ‘চলতি বছরের মে মাসে ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ চুক্তি স্বাক্ষরিত হবে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী।’

ভুটানের রাজা বাংলাদেশ সফরে আসবেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’

স্টকমার্কেটবিডি.কম///

স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ শনিবার (১ এপ্রিল ) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ২৬ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ৭৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনী সী ফুডের ৭৩ কোটি ৮২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৬৯ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫৭ কোটি ৫৮ লাখ, এডিএন টেলিকমের ৫২ কোটি ৪৪ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ৪৬ কোটি ৮০ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুডের ৪৬ কোটি ও আমরা নেটওয়ার্ক লিমিটেডের ৩৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

৪ কার্যদিবসে ডিএসইতে মূলধন এক হাজার কোটি টাকা বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় এক হাজার কোটি টাকা বেড়েছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.৯৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৪০৯ কোটি ৭৯ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪০ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৬.২৮ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৭টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৯৫৬ কোটি টাকা বা ০.১৩ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///