নেক্সজি সিরিজের মোবাইল ফোন আনলো ওয়ালটন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের স্মার্টফোন বাজারে নতুন আরেকটি চমক নিয়ে এলো ওয়ালটন। আগামি প্রজন্মের জন্য ‘নেক্সজি’ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘নেক্সজি এনসিক্স’।

ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্ট রেজাউল হাসান জানান, ব্লারিশ গ্রিন ও স্কাই গ্রে এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ‘নেক্সজি এনসিক্স’ মডেলের ফোনটির মূল্য ১৪,৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা এবং ওয়ালটন ডিজি-টেক থেকে ফোনটি কেনা যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারী এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১।

ফোনটিতে ১.৬ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৫ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। এর অভ্যন্তরীণ মেমোরি ১২৮ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এই স্মার্টফোনে দেয়া হয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে। যার টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শের অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

স্টকমার্কেটবিডি.কম//

আরও বাড়ল ডলারের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৫ টাকা। এতদিন রপ্তানিকারকরা পেতেন ১০৪ টাকা।

বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনের নিবন্ধন পাওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) রপ্তানি বিল কেনার ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করেছে।

এই দর রবিবার থেকে কার্যকর হয়েছে। ফলে ব্যাংকগুলো ওই দিন রপ্তানি বিল কিনেছে ১০৫ টাকা করে। আমদানি খাতে ডলার বিক্রির ক্ষেত্রেও দাম বাড়িয়েছে গড়ে এক টাকা। এখন এ খাতে ১০৭ থেকে ১০৮ টাকা করে ডলার বিক্রি হচ্ছে। আগে ছিল ১০৫ থেকে ১০৭ টাকা।

এদিকে নগদ ডলারের দামও বেড়েছে। বেশিরভাগ ব্যাংক এখন নগদ ডলার ১০৮ থেকে ১১০ টাকা করে বিক্রি করছে। তারা ১০৫ থেকে ১০৮ টাকা করে নগদ ডলার কিনছে।

স্টকমার্কেটবিডি.কম////

 

বাড়ছে অপরিশোধিত তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নতুন করে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা ওপেক প্লাস। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে এমন ‘বিস্ময়কর’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটির সৌদি ও ইরাকসহ কয়েকটি উপসাগরীয় অঞ্চলের সদস্য দেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক ১১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করা হবে।

ওপেকের নতুন এই ঘোষণার পরই বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে দিনের শুরুতে জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।

রবিবার ওপেক জোট থেকে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দেওয়া হয়। এতেই এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি বেড়ে ৮৬ ডলারে দাঁড়িয়েছে। গত শুক্রবার যেখানে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছিল। ওপেকের উত্তোলন হ্রাসের ঘোষণা রাশিয়ার জন্য উপকারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে কিছুটা কম দামে এশিয়ার বৃহৎ বাজারগুলোয় জ্বালানি তেল বিক্রি বাড়াবে মস্কো।

সৌদি আরবের উত্তোলন কমছে দিনপ্রতি ৫ লাখ ব্যারেল। এছাড়া ইরাক ও ইউএইর দিনপ্রতি উত্তোলন কমছে যথাক্রমে ২ লাখ ১১ হাজার ও ১ লাখ ৪৪ হাজার ব্যারেল। ওমান, আলজেরিয়া ও কাজাখস্তানও উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে। ওপেক প্লাস সদস্য রাশিয়া ২০২৩ নাগাদ দিনপ্রতি ৫ লাখ ব্যারেল উত্তোল হ্রাসের ঘোষণা দিয়ে রেখেছে। জি৭ ভুক্ত দেশগুলোর মূল্য বেধে দেয়ার সিদ্ধান্তে গত ফেব্রুয়ারি উত্তোলন ৫ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয় মস্কো।

গত শুক্রবার ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ৮০ ডলার। গত জুনে যা ব্যারেলপ্রতি ১২২ ডলার স্পর্শ করেছিল। অথচ করোনা মহামারীর মধ্যে ২০২০ সালে দাম ব্যারেলপ্রতি ২০ ডলারে নেমে এসেছিল। গত বছর উচ্চ দামে ভর করে রেকর্ড আয় করেছে সবগুলো জ্বালানি কোম্পানি। সূত্র: টেলিগ্রাফ

স্টকমার্কেটবিডি.কম/আর

ইউনিয়ন ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক।

গত বছর এই ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

তিন কোম্পানির নাম পরিবর্তন ডিএসইতে অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি তিনটি হলো : রানার অটোমোবাইল, এস্কোয়ার নিট কম্পোজিট ও মতিন স্পিনিং মিলস।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা বোর্ড। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে রানার অটোমোবাইল পিএলসি, এস্কোয়ার নিট কম্পোজিট পিএলসি ও মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল রানার অটোমোবাইল লিমিটেড, এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় ইউনিক হোটেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ৯০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৫ লাখ।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিংর ৩০ কোটি ৫৪ লাখ, আমরা নেটওয়ার্কের ২৩ কোটি ৪৮ লাখ, এডিএন টেলিকমের ১৫ কোটি ৬০ লাখ, আমরা টেকনোলজিসের ১৪ কোটি ৫৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৮৯ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রির ১২ কোটি ৫৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  2. ইউনিক হোটেল
  3. জেনেক্স ইনফোসিস
  4. ইস্টার্ন হাউজিং
  5. আমরা নেটওয়ার্ক
  6. এডিএন টেলিকম
  7. আমরা টেকনোলজিস
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  10. সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড।

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০২ কমে অবস্থান করছে ২২০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৮০ লাখ টাকা। গতকালরবিবার  সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩১ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৯টির, আর দর অপরিবর্তিত আছে ২০৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, আমরা টেকনোলজিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রি ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ইনটেক অনলাইনের শেয়ার অফিস পল্টনে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেডের করপোরেট ও শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস গুলশানে-১ এ ৩০ রোড এলাকা থেকে পল্টন বিজয়নগরে স্থানান্তর করা হয়েছে। আগেও এই অফিস ছিল পল্টন বিজয়নগর একই ভবনে।

গত ১ এপ্রিল থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্টক ব্রোকারের অনুমোদন পেল ট্রাষ্ট রেজিওনাল ইক্যুইটি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ট্রাষ্ট রেজিওনাল ইক্যুইটি লিমিটেডকে স্টক ব্রোকারের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাষ্ট রেজিওনাল ইক্যুইটি লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-৩০১।

গত ২৪ অক্টোবর এই সিকিউরিটিজটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ডিএসই।

ডিএসইতে ট্রাষ্ট রেজিওনাল ইক্যুইটি লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর TRL.

স্টকমার্কেটবিডি.কম/বি