ডেল টেকনোলজিস (DELL) এর গোল্ড পার্টনার হলো ইজেনারেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩: ডেল টেকনোলজিস বাংলাদেশ এর গোল্ড পার্টনার হলো ইজেনারেশন লিমিটেড । ডেলের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে গ্রাহকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের বাজারে ব্যবসায়িক সমৃদ্ধিতে অবদান রাখার ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে। ইজেনারেশন টিমের নিরলস শ্রম এবং ডেল’র আন্তরিক সহযোগিতায় গত কয়েক বছরের ফল হচ্ছে এই অর্জন।

ডেল বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোরি মধ্যে অন্যতম, যারা অত্যন্ত সফলতার সহিত প্রযুক্তিগত বিকাশ সাধনের মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তন করে চলেছে। ডেল ফরচুন ৫০০ তালিকায় সামগ্রিকভাবে ৩৪ তম এবং প্রযুক্তি বিভাগে ৪র্থ স্থানে রয়েছে।

ইজেনারেশন লি. ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধীনে তালিকাভুক্ত দেশের প্রথম সফটওয়্যার কোম্পানি। এটি বিগত ২০ বছরের যাত্রায় বাংলাদেশকে একটি ডিজিটাল এবং উদ্ভাবনী জাতি হিসেবে রূপান্তরে হার্ডওয়্যার, কাস্টম ডেভেলপড সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, হাসপাতাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইআরপি, মডার্ণ ওয়ার্কপ্লেস, সাইবার সিকিউরিটি ও অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, “ইজেনারেশন আমাদের স্থানীয় বাজারে জ্ঞান-ভিত্তিক এবং রূপান্তরভিত্তিক সলিউশন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডেল’র গোল্ড পার্টনার হিসেবে আমাদের নতুন এই পথচালায়  ইজেনারেশন টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেল আমাদের গ্রাহকদের/পার্টনারদের জন্য “অদম্য উদ্ভাবনী’ সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করছে। আমাদের প্রতি এই বিশ্বাস এবং সমর্থনের জন্য ডেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’’

ডেল টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, “গোল্ড টায়ার স্ট্যাটাস অর্জনের জন্য আমি ইজেনারেশন টিমকে অভিনন্দন জানাই। দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে ইজেনারেশন’র এই অদম্য পথচলা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কোন সন্দেহ নেই যে, গোল্ড টায়ার স্ট্যাটাস একইসাথে ইজেনারেশন’র  ব্যবসা এবং গ্রাহকদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে ইজেনারেশনের আরও বৃহৎ অর্জন দেখার জন্য আমি উম্মুখ হয়ে আছি। আমাদের এই পার্টনারশিপ অব্যাহত রাখা এবং আরও বড় সাফল্যের দিকে একসাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।”

স্টকমার্কেটবিডি.কম///

মার্চ মাসে মূল্যস্ফীতি ৯.৩৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে মার্চে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ, মার্চে যা ৫৫ বেসিস পয়েন্ট বেড়েছে।

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের আগস্টে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশ হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম//

আগুনে ১ হাজার কোটি টাকার বেশি ক্ষতি: দোকান মালিক সমিতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজ মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ‘এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। টিনশেড মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে রাজধানীর অন্যতম জনপ্রিয় পোশাকের এই বাজারে প্রায় আড়াই হাজার দোকান ছিল। ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানদাররা অনেক টাকার মালামাল তুলে ছিলেন। সেখানে শাড়ি, শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজসহ সব ধরনের পোশাক বিক্রি হয়।

হেলাল উদ্দিন বলেন, বিক্রেতারা ঈদ উপলক্ষে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকারও বেশি হবে।’

তবে, বঙ্গবাজারের দোকান মালিকদের কাছ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি।

ডেইলি স্টার ৯ জন দোকানদারের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তারা দোকানগুলোতে ১ কোটি টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম//

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিল পেছালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ জুন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুর ১২টায় একটি গ্যাং কার (পরিদর্শন ট্রেন) ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। এর পর ছয় বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ায় যাচ্ছে। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরবে।

অনুষ্ঠানে চীফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি, ইকবাল হোসেন অপু এমপি, সাবেক হুইপ সাগুফা ইয়াসমিন এমিলি এমপি, নাহিম রাজ্জাক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

বেক্স-ফার্মার ৪০ লাখ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বেক্স ফার্মাসিটিক্যালস লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৪০ লাখ শেয়ার বিক্রি করবেন।

অন্যদিকে আরেক কর্পোরেট পরিচালক নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির ৪০ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ কম দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওআইমেক্স ইলেক্ট্রােডস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির একটি কোম্পানি ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে জেমিনী সী ফুডস; ২য় আমরা নেটওয়ার্ক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুডস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫১ কোটি ১৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ।

ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলহাজ টেক্সটাইল মিলসের ২৬ কোটি ৭২ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৪ কোটি ৩০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ৬৪ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২০ কোটি ৩৮ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৭ কোটি ২৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪০ লাখ ও এডিএন টেলিকমের ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেমিনী সী ফুডস
  2. আমরা নেটওয়ার্ক
  3. ইস্টার্ন হাউজিং
  4. আলহাজ টেক্সটাইল মিলস
  5. জেনেক্স ইনফোসিস
  6. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  7. শাইনপুকুর সিরামিকস
  8. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  9. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  10. এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ কমে অবস্থান করছে ২২০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি টাকা। গতকাল সোমবার  সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৮ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির, আর দর অপরিবর্তিত আছে ২০২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুডস, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, আলহাজ টেক্সটাইল মিলস, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিকস, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//