কমার পরে সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধির তথ্য প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। তবে এতথ্যটি শেয়ার দর বাড়ার সময় প্রকাশ করার কথা থাকলেও তা কমার পরে প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ২৩ মার্চ এ শেয়ারের দর ছিল ৫৩.৭০ টাকা এবং গত ৩ এপ্রিল এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা। এসময় টানা ৫ দিন বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এরপর দুদিন ৪ ও ৫ এপ্রিল এ শেয়ারের দর কমেছে। শেয়ার দর কমার পরে এ তথ্য প্রকাশ করে ডিএসই।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ইসলামী ব্যাংকের ডিএমডির পদত্যাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সিদ্দিকুর রহমান পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকটির প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খান। তিনি ছিলেন ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধানের দায়িত্বে।

জানা গেছে, সিদ্দিকুর রহমান গত রবিবার পদত্যাগ করেছেন এবং সোমবার থেকে ব্যাংকে আসছেন না। যদিও ব্যাংকের ওয়েবসাইটে এখনও তাঁর নাম রয়েছে। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে চাকরি শুরু করেন।

এদিকে গত সপ্তাহে ব্যাংকটির ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আকিজ উদ্দিনকে।

স্টকমার্কেটবিডি.কম/////

বাটা সু’র বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টায় কোম্পানিটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই কোম্পানিটি ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

পূবালী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই ব্যাংকটি ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে ১০ শতাংশের নিচে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পাওয়ার ক্ষেত্রে এই শর্ত পরিপালন করা রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর জন্য বাধ্যতামূলক।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সভায় গভর্নরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালক এবং স্ব স্ব ব্যাংকের ব্যবসস্থাপনা পরিচালকগণ।

বাংলাদেশকে ঋণ সহায়তা হিসেবে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার পেতে ব্যাংকিং খাতে কিছু সংস্কারের শর্ত দিয়েছে আইএমএফ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৫ কোটি টাকার, যা বিতরণকৃত মোট ঋণের ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া এক হাজার ৮৩২ কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে সোনালী ব্যাংক। তাই আগামী জুন মাসের মধ্যে যেকোনো মূল্যে খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামানো ও মূলধন ভিত্তি আরও শক্ত করার নির্দেশ দিয়েছেন গভর্নর।

রাষ্ট্রায়ত্ত অপর ব্যাংক রূপালী-র বর্তমান খেলাপি ঋণের পরিমাণ ৬ হাজার ৬৩১ কোটি, যা মোট ঋণের ১৬ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য সময় শেষে ২ হাজার ৮১৫ কোটি টাকার প্রভিশন ও ২ হাজার ১০৭ কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে ব্যাংকটি।

এসময়ে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১৪ হাজার ৩৮৭ কোটি টাকা। যা বিতরণকৃত মোট ঋণের ১৮ দশমিক ২৪ শতাংশ। ২০২২ শেষে ১ হাজার ৫০০ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি।

এদিকে অগ্রণী ব্যাংকের ২২ দশমিক ৩১ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে। আইএমএফর শর্ত পরিপালন করতে হলে ব্যাংকটিকে আরও ১২ শতাংশ খেলাপি কমাতে হবে।

২০২২ সাল শেষে ৬৬ হাজার ৩৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক। এরমধ্যে ১৪ হাজার ৮১০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। আলোচ্য সময় শেষে ৪ হাজার ৪২২ কোটি টাকার পভিশন ঘাটতি ও ৩ হাজার ৭৩৯ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে অগ্রণী।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

প্রাইম ব্যাংকের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসউ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৩ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮.৪১ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসউ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৭ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩.৩৩ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসউ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৩২ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা