রিং শাইনের কারখানা পরিদর্শন করলেন এসপি মোঃ সাখাওয়াত হোসেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসময় রিং শাইন টেক্সটাইলস্ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ঢাকা এর পুলিশ সুপার (এসপি) মোঃ সাখাওয়াত হোসেন।

আজ বুধবার সকাল ১০:৩০ মিনিটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া, ঢাকা এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন এই ফ্যাক্টরী পরিদর্শন করেন।

এসময় রিং শাইন টেক্সটাইলস্ লিমিটেড এর কোম্পানী সচিব অনিরুদ্ধ পিয়াল, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মোঃ তোফায়েল আহমেদসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা পুলিশ সুপারকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান।

কোম্পানী সচিব পুলিশ সুপারয়কে কোম্পানীর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে তাঁরা ফ্যাক্টরীর বিভিন্ন উৎপাদন ফ্লোর ঘুরে দেখেন এবং শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন।

ফ্যাক্টরী পরিদর্শন শেষে পুলিশ সুপার কর্মকর্তা এবং শ্রমিকদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্টকমার্কেটবিডি.কম////

দারিদ্র্যের হার নেমে এসেছে ১৮ দশমিক ৭ শতাংশে: বিবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে এবং চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

আজ বুধবার দুপুরে বিবিএস আনুষ্ঠানিকভাবে খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করবে।

খানা আয় ও ব্যয় জরিপের মাধ্যমে দারিদ্র্য কমল কি না, তা দেখে বিবিএস।

৬ বছর আগে ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও দারিদ্র্য হার কমার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, একনেক সভায় প্রধানমন্ত্রীকে দারিদ্র্য কমার খবর দেওয়া হয়েছে। এই খবর শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম//

শিপিং-উড়োজাহাজ সংস্থাকে বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার অনুমতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের স্থানীয় শিপিং প্রতিষ্ঠান, উড়োজাহাজ সংস্থা ও ফ্রেইট ফরোয়ার্ডিং ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা দিতে ব্যাংকগুলোকে তাদের জন্য বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শিপিং কোম্পানি ও উড়োজাহাজ সংস্থার বৈশ্বিক কার্যক্রম বাড়তে থাকার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানগুলোকে এফসি (বৈদেশিক মুদ্রা) অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো রেমিট্যান্স হিসেবে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অ্যাকাউন্টে জমা রাখতে পারবে। বাকি অর্থ স্থানীয় মুদ্রায় ভাঙিয়ে নিতে হবে।

একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক জাহাজ বা উড়োজাহাজের ব্যবস্থাপনার জন্য বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদান করার অনুমতিও দিয়েছে। উল্লেখিত এফসি অ্যাকাউন্টের মাধ্যমে এ ধরনের পেমেন্ট করা যাবে, যাকে বাহ্যিক রেমিট্যান্স বলে অভিহিত করা হয়েছে।

এ ছাড়াও, যেসব বাংলাদেশি শিপিং প্রতিষ্ঠান ও উড়োজাহাজ সংস্থা বিদেশি ব্যক্তি ও সংস্থার কাছে জাহাজ, কনটেইনার বা উড়োজাহাজ ভাড়া দেয়, তাদের নামেও ব্যাংকগুলো এফসি অ্যাকাউন্ট খুলতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম//

সিঙ্গার বাংলাদেশের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৮:৩০টায় সাভারে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

লেনদেনের শীর্ষে আমরা নেট; ২য় ইস্টার্ণ হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আমরা নেটওয়ার্কস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইস্টার্ণ হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭০ লাখ।

জেমিনী সী ফুড লিমিটেড ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিসের ১৭ কোটি ৫৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ কোটি ৬১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৬৭ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ১৫ কোটি ৩৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৩ কোটি ৭৪ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের ১৩ কোটি ৪ লাখ ও ইউনিক হোটেল এন্ড রিসর্ট পিএলসির ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ বেড়ে অবস্থান করছে ২১৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪২ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৪টির, আর দর অপরিবর্তিত আছে ২০১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমরা নেটওয়ার্কস, ইস্টার্ণ হাউজিং, জেমিনী সী ফুডস, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

  1. আমরা নেটওয়ার্কস
  2. ইস্টার্ণ হাউজিং
  3. জেমিনী সী ফুডস
  4. জেনেক্স ইনফোসিস
  5. বাংলাদেশ শিপিং
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  7. এ্যাপেক্স ফুটওয়ার
  8. সি পার্ল বিচ রিসোর্ট
  9. রংপুর ডেইরী এন্ড ফুড
  10. ইউনিক হোটেল পিএলসি।

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিনে এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিভিয়া

ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিনে এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিভিয়া

চলতি বছরের শুরুতে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আশাবাদী হয়ে ওঠেন বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রধানরা। তাঁরা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যতটা শঙ্কা ছিল, ঠিক ততটা ঘটবে না। কারণ জ্বালানি তেলের দাম কমে আসার পাশাপাশি চীন ও ইউরোপের পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্রে দুটি আঞ্চলিক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও কয়েকটি দেশে আর্থিক খাতে সংকট দেখা দিয়েছে। বিভিন্ন দেশে সুদহার বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এসব কারণে বিশ্ব অর্থনীতির সমীকরণ আবার কিছুটা পাল্টে গেছে।

এ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮ শতাংশ। এর আগে গত জানুয়ারি মাসে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। আইএমএফের হিসাবে, আর্থিক খাতে অবস্থার আরও অবনতি ঘটলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি এ বছর আরও কমে ২ দশমিক ৫ শতাংশ হতে পারে, যা ২০০১ সালের পর সর্বনিম্ন। গত বছর প্রবৃদ্ধি হয় ৩ দশমিক ৪ শতাংশ। আর ২০২৪ সালে তা হতে পারে ৩ শতাংশ। গত কয়েক দশকের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বনিম্ন মধ্যমেয়াদি পূর্বাভাস এটি।

মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এসব কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার অনেক বাড়িয়েছে। এর পার্শ্বপ্রতিক্রিয়া দিন দিন পরিষ্কার হয়ে উঠছে।

স্টকমার্কেটবিডি.কম////

মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধির কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে ব্যাংকটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ মার্চ ব্যাংকটির শেয়ারের দর ছিল ১০.২০ টাকা এবং গতকাল ১১ এপ্রিল এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৩.৮০ টাকা।

ব্যাংকটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমরা নেটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মার্চ এ শেয়ারের দর ছিল ৫৯.৬০ টাকা এবং আজ ১২ এপ্রিল এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৮.২০ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আমরা নেটওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম