রপ্তানি ট্রফি পেল শেয়ারবাজারের যেসব কোম্পানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০ অর্থ-বছরে ২৮টি খাতের ৭০টি প্রতিষ্ঠানকে ট্রফি ও সনদ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৮টি প্রতিষ্ঠান স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৭টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি এবং সনদ দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ নামে বিশেষ স্বর্ণ ট্রপি দেওয়া হয়েছে। বিশেষ এই ট্রফি অর্জন করেছে ইউনিভার্সাল জিনস লিমিটেড।

রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০১৯-২০ অর্থ-বছরে স্বর্ণ ট্রফি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি হলো: স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

রৌপ্য ট্রফি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

ব্রোঞ্জ ট্রফি পেয়েছে: বিএসআরএম স্টিলস, নিপ্রো জেএমআই, শাশা ডেনিমস লিমিটেড।

ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহ-সভাপতি এ এইচ এম আহসান, মহাপরিচালক মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দীন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/////

 

ঈদের জন্য চিনির দাম বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজান শেষের দিকে, ঈদ সামনে। সেজন্য চিনির বাজারে কিছুটা প্রভাব পড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। আপনারা তো জানেন-ই, এই সময়ে ব্যবসায়ীরা সুযোগ নিয়েই থাকেন।

আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় চিনির দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও বাজারে দাম বেড়েছে- এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, সম্প্রতি লক্ষ্য করেছি যে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম দাম পাঁচ টাকা কমাব। পরে হিসাব করে দেখা যায়, তিন টাকা ৫০ পয়সা কমানো যায়।

‘যখনই এটা নিয়ে আলোচনা চলছিল, সেসময় চিনির দাম আবারও বেড়ে গেল। এখন ঈদ সামনে, ফলে চিনির চাহিদা অনেক বেড়েছে। যার কারণে দাম বেড়েছে। চিনির দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ’

তিনি বলেন, গত ১৫ দিনে বিশ্ব বাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়া সেই চিনি দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন- ব্যবসায়ীরাতো সুযোগ নিয়েই থাকে। তারা আগে থেকেই সুযোগটা নেয়।

স্টকমার্কেটবিডি.কম///

সোনালী আঁশ সোনালী স্বপ্ন দেখাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে সোনালী আঁশ তথা পাট আমাদের এখন সোনালী স্বপ্ন দেখাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’-জেপিবিপিসি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপসহ বিভিন্ন দেশে পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে ২০২৩ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই সম্ভাবনাময় খাতের উন্নয়নকে আরও বেগবান করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল গঠন করা হয়েছে।

পাট ও পাটজাত পণ্য উৎপাদনে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পাটের উৎপাদন ও পাট পণ্য ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অনেকে পাট ও পাট পণ্য উৎপাদনে এবং রপ্তানি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি হাইকমিশনার/রাষ্ট্রদূতকে পাটজাত পণ্য প্রদর্শন এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। যার ফলে পাট নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাট খাতের বৈশ্বিক রপ্তানি আয়ের ৭২ শতাংশ এখন বাংলাদেশের দখলে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বাজারে কেবল ব্যাগের চাহিদা দশ কোটি থেকে ৭০ কোটিতে উন্নীত হয়েছে এবং অন্যান্য পাট পণ্যের চাহিদা রয়েছে প্রায় হাজার কোটি টাকা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে পাট ও পাট পণ্য রপ্তানিতে প্রায় ১১৩ কোটি মার্কিন ডলার আয় হয়েছে বলেও জানান।

স্টকমার্কেটবিডি.কম///

জনতা ও অগ্রণী ব্যাংকে পরিচালক, চেয়ার‍ম্যান নিয়োগের প্রজ্ঞাপন ভুয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করা প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ১২ এপ্রিলের ওই বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে ড. মো. মজিবুর রহমান এবং শুধাংশু শেখর বিশ্বাসকেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত তথাকথিত প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে–যা সম্পূর্ণ ভূয়া, বানোয়াট, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি, পদ্ধতিগতভাবে ভুল এবং আইন পরিপন্থী।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্টকমার্কেটবিডি.কম///

আরডি ফুডের ১০ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি ফুডস এন্ড প্রোডাক্টস লিমিটেডের এক কর্পােরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কংক্রিট স্টিল টেকনোলজিস নামে কোম্পানির কর্পোরেট পরিচালক মোট ১০ লাখ শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসআর

লেনদেনের শীর্ষে জেমিনী ফুডস; ২য় ইউনিক হোটেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে জেমিনী সী ফুডস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইউনিক হোটেল এন্ড রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩১ লাখ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি, ইস্টার্ণ হাউজিংর ২৪ কোটি ৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৯ কোটি ৬৪ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের ১৮ কোটি ৯ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৫ কোটি ৫১ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৬১ লাখ ও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেমিনী সী ফুডস
  2. ইউনিক হোটেল
  3. আমরা নেটওয়ার্কস
  4. ওরিয়ন ইনফিউশন
  5. ইস্টার্ণ হাউজিং
  6. জেনেক্স ইনফোসিস
  7. রংপুর ডেইরী এন্ড ফুড
  8. সী পার্লস রিসোর্ট
  9. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  10. এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

দিনশেষে সূচকের উত্থান-পতনে লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ কমে অবস্থান করছে ২১৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৬টির, আর দর অপরিবর্তিত আছে ২১০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুডস, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ণ হাউজিং, জেনেক্স ইনফোসিস, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৪টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর