ওরিয়ন ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

রহিমা ফুডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুড কর্পােরেশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৪টায় নারায়নগঞ্জে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

দুই বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরলো বাটা সু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড জুতা প্রস্তুতকারক বাটা সু কোম্পানি আবারও মুনাফায় ফিরেছে। টানা দুই বছর লোকসানের পর ২০২২ সালে মুনাফায় ফিরলো কোম্পানিটি।

যদিও টাকার মান কমে যাওয়ার (অবমূল্যায়ন) কারণে মুনাফার প্রবৃদ্ধি আটকে যাওয়ায় টার্গেটে পৌঁছাতে পারেনি বহুজাতিক জুতা প্রস্তুতকারক কোম্পানি বাটা সু ।

তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও, ২০২২ সালের শেষ নাগাদ বাটা শুর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২৯.৯৮ টাকায়। আগের দুই বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল যথাক্রমে ৫.০১ এবং ৯৬.৯৪ টাকা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা সু ।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, ২০২০ ও ২০২১ সালের মতো কোভিড-১৯ বিধিনিষেধ না থাকলেও ২০২২ সালে বাটা শু কোম্পানির পথ চলাটা মসৃণ ছিল না। কারণ গত বছরের ফেব্রুয়ারি থেকে দেশে ডলার সংকটের সঙ্গে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। এতে কোম্পানিটিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গুনতে হয়েছে লোকসান। আর এই কারণে কোম্পানিটি এখনও মুনাফার দিক দিয়ে কোভিড পূর্ববর্তী অবস্থায় পৌঁছাতে পারেনি।

২০২২ সালে শুধুমাত্র এপ্রিল-জুন প্রান্তিকে ভাল ব্যবসা করেছে বাটা সু। এই সময়ে কোম্পানি ডাবল ডিজিট ইপিএস অর্জন করেছে, অন্য দুই প্রান্তিকে ইপিএস ছিল সিঙ্গেল ডিজিট।

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের ছয় দশকের মধ্যে ২০২০ সালে প্রথমবারের মতো লোকসানের মুখে পড়ে বাট সু কোম্পানি। দেশব্যাপী করোনা লকডাউনের কারণে কোম্পানির বার্ষিক বিক্রি সে বছর ৪১ শতাংশ কমে গিয়েছিল।

২০২১ সালের পরিস্থিতিও ছিল একই রকম। কোভিড-১৯ লকডাউনের কারণে সে বছরের দুই ঈদের কোনোটিতেই ব্যবসা করতে পারেনি বাটা সু। যদিও ঈদ উৎসবে ব্যবসার মাধ্যমেই বাটার বার্ষিক বিক্রির এক-তৃতীয়াংশেরও বেশি পূরণ হয়।

তবে ২০২২ সালে লকডাউন বা কোনো বিধিনিষেধ না থাকায় ঈদ উৎসবে পূর্ণ ব্যবসা করেছে কোম্পানিটি। এতে রাজস্ব বেড়েছে বহুজাতিক এই প্রতিষ্ঠানের। তবে বিজনেস কস্ট বেড়ে যাওয়ায় প্রফিট মার্জিন কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///

এডিএন টেলিকমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ভরিতে ১২৮৩ টাকা বাড়ল স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ছে। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

রবিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম দাঁড়াবে ৯৮ হাজার ৪৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ এপ্রিল অবশ্য স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ শতাংশ কমানো হয়েছিল।

এর আগে ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

ভিএফএসের আয় কমে ১/৩ অংশে নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেডস ডায়িং লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫১ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমে ১/৩ অংশে নেমেছে

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪০ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৯১ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৯.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

কপারটেকের ৩য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৮ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪৯ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.২৮ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৩.৩৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল বিডি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৩টায় রাজধানীর বারিধারায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ওয়ালটন হাইটেকের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

পিপলস ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬১ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১.৪৪ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/এস