ইউনিক হোটেলের ৩য় প্রান্তিক আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.২৭ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৯.০৩ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৮৪.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বিনিয়োগ বাড়বে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে কৃষি, শুল্ক, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, শিল্পায়ন, মেধাস্বত্ব, মেট্রোরেলসহ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে জাপান-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন হবে। বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পক্ষ থেকে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরে সংগঠনটি।

এতে ডিসিসিআই সভাপতি সামির সাত্তার বলেন, বাংলাদেশ ও জাপানের বাণিজ্য সম্পর্কের অগ্রগতির ফলে জাপানি উদ্যোক্তারা উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি বিনিময়, পণ্য বহুমুখীকরণ প্রভৃতি খাতে বিনিয়োগে এগিয়ে আসবেন। জাপানের উদ্যোক্তাদের বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অনেক সম্ভাবনা রয়েছে। কৃষি প্রক্রিয়াজাত, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, পাট, জ্বালানি, অটোমোবাইল, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিল্প খাতে মানবসম্পদের দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে জাপানের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আগামীতে দু’দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরকে ত্বরান্বিত করবে। এলডিসি থেকে উত্তরণের পর এটি জাপানের বাজারে শুল্ক সুবিধা হারানোর বিকল্প হিসেবে কাজ করবে। অন্যদিকে নারায়ণগঞ্জে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটি মাইলফলক উদ্যোগ বলা যায়।

ডিসিসিআই বলেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে জাপান। দ্বিপক্ষীয় বাণিজ্য বিবেচনায় বাংলাদেশের জন্য জাপান ১১তম বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং সপ্তম বৃহত্তম আমদানির উৎস। গত ২০২১-২২ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩৭৯ কোটি ডলার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে ১২তম অবস্থানে রয়েছে জাপান। এরই মধ্যে জাপানের উদ্যোক্তারা বাংলাদেশে প্রায় ৪৬ কোটি ডলারের বিনিয়োগ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

তিন প্রকল্পে ১২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উচ্চমধ্যম আয়ের দেশ গঠন এবং সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় তিনটি নতুন প্রকল্পে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (২০২৩-২৭) নিয়ে আলোচনা করেছে এবং তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে। কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনায় এ অর্থ ব্যবহার হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, এই কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কটি বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে পাঁচ দশকের শক্তিশালী অংশীদারত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেহেতু বাংলাদেশ আরও সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেহেতু উচ্চমধ্যম আয়ের দেশের চাহিদা পূরণের জন্য আরও শক্তিশালী প্রতিষ্ঠান এবং নীতির প্রয়োজন হবে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল এন্ড রিসোর্টে পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৫১ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিসের ১৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ১১৯ কোটি ৫৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১২ কোটি ৪০ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ১০৬ কোটি ৪২ লাখ, আমরা নেটওয়ার্ক ১০৫ কোটি ৮৮ লাখ, জেমিনী সী ফুডের ৮৮ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮৭ কোটি ৫৪ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ৭২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

৪ কার্যদিবসে ডিএসইতে মূলধন বেড়েছে ২১০০ কােটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২১০০ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১০৩.৩০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৯৮ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৩ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১০৩.৩০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ৬৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫২.৪৭ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৮৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২১৬৯ কোটি টাকা বা ০.২৮ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///