পূবালী ব্যাংকের ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৯ টাকা।

এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩.০৬ টাকা। গত ২০২২ সালের ৩১ মার্চ এই এনএভি ছিল ৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

মার্কেন্টাইল ব্যাংকের ১ম প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮২ টাকা।

এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.২৪ টাকা। গত ২০২২ সালের ৩১ মার্চ এই এনএভি ছিল ২৩.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

চিনি আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য এবং ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় চিনি আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকৃত খাদ্যের মান নিশ্চিতকরণে আমদানি নীতি আদেশ-২০২১-২০২৪ সম্পর্কে স্টেকহোল্ডারদের অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্য সচিব বলেন, চিনির জন্য শুল্কছাড় এখনো বলবৎ রয়েছে। এটা ৩১ মে শেষ হবে। চিনির জন্য শুল্কছাড় অব্যাহত রাখার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে চিঠি পাঠাবো। যেহেতু চিনির দাম বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা শুল্কহার আরোও কমানোর জন্য সুপারিশ করবো।

তপন কান্তি ঘোষ আরো বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনির আমদানি কমেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়। এরপর ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তারা আমাদেরকে এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

সিনিয়র সচিব বলেন, যখনই কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে না তখন আমরা এনবিআরকে শুল্কহার কমানোর জন্য অনুরোধ জানাই। তারা কখনো কমায় আবার সম্ভব না হলে কমাতে পারেন না। ট্যারিফ নির্ধারণ আসলে জাতীয় রাজস্ব বোর্ডের কাজ। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে তারা ট্যারিফের বিষয়ে সিদ্ধান্ত নেয় বলেও জানান তপন কান্তি ঘোষ।

স্টকমার্কেটবিডি.কম///

ফিনিক্স ইন্সুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮০ টাকা।

এ প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭.৫২ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ৩৭.১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকের ব্যাংকটির আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯৫ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি আয় প্রায় অর্ধেক কমেছে।

৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৮৫ টাকা। যা গতবছর একই সমযে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ২০.১৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

শর্তসাপেক্ষে অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এই বোনাস লভ্যাংশটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অনুমোদনের শর্ত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.১৭ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেফার্ড ইন্ডাস্ট্রিজের আয় কমে অর্ধেকে নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমে অর্ধেক হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪০ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.০১ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৩৬ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৫.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///