জ্বালানি তেলের দাম কমে ৭৫ ডলারের নিচে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল বুধবার কিছুটা বেড়েছে। চলতি বছরের শেষ নাগাদ তেলের বাজারে চাহিদার তুলনায় জোগান কমে যাবে অর্থাৎ তেলের চাহিদা বাড়বে, সেই আশায় বুধবার সকালে তেলের দাম বেড়েছে।

অয়েল প্রাইস ডট কমের তথ্যানুসারে, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডে টাইম অনুসারে সকাল সাতটায় ডব্লিউটিআই ক্রুডের দাম বাড়ে শূন্য দশমিক ৪১ শতাংশ এবং জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পায়। তাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলার ছাড়িয়ে যায়। কিছুক্ষণ পরে দাম আবার ৭৫ ডলারের নিচে নেমে আসে।

তবে সামগ্রিকভাবে জ্বালানি তেলের দাম তেমন একটা বাড়েনি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও চীনের ধারাবাহিকতাহীন অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে বাজারে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। মূলত এর জেরেই তেলের দাম অতটা বাড়েনি।

অয়েল প্রাইস ডট কম জানিয়েছে, এপ্রিল মাসের চীনের শিল্পোৎপাদন বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। অথচ রয়টার্সের অর্থনীতিবিদ জরিপের পূর্বাভাস ছিল, এই প্রবৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়িয়ে যাবে। গত মাসে চীনের খুচরা বিক্রয়ের ১৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ২১ শতাংশ প্রবৃদ্ধির। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বৃদ্ধির ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হওয়ার প্রভাবও বাজারে পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যাত্রীদের সুবিধার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল। আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখন মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবারে এ রেল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে।

নতুন সময় অনুযায়ী প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।

জানানো হয়, ৩১ মের পর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকবে। আবার আগামী ঈদুল আজহার দিনও এ ট্রেন চলাচল বন্ধ থাকবে।

গত বছর ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেল চালু হয়েছে। শুরু থেকে সীমিত সময় চলাচল করছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। ডিসেম্বর নাগাদ পুরো পথে যাত্রী নিয়ে চলাচল শুরু হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম//

ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বাড়ার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে বিমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় রূপালি লাইফ ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৯ কোটি ১৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে রূপালি লাইফ ইন্সুরেন্স লিমিটেডরর শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ২৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনী সী ফুডের ২৪ কোটি ৫৫ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২১ কোটি ৭২ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ৫৬ লাখ, ইস্টার্ন হাউজিংর ১৯ কোটি ৯০ লাখ, মুন্নু সিরামিকসের ১৯ কোটি ৫৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৮ কোটি ৫৮ লাখ ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বাংলাদেশ শিপিং
  2. রূপালি লাইফ ইন্সুরেন্স
  3. ইন্ট্রাকো রিফুয়েলিং
  4. জেমিনী সী ফুড
  5. প্রভাতী ইন্স্যুরেন্স
  6. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  7. ইস্টার্ন হাউজিং
  8. মুন্নু সিরামিকস
  9. সি পার্ল বিচ রিসোর্ট
  10. ইউনিক হোটেল লিমিটেড।

শেষ কর্মদিবস সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৯১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৮১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেমিনী সী ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিকস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ঢাকা ব্যাংকের বোনাস অনুমোদন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশকে অনুমোদন দিল বিএসইসি।

গত বছর এই ব্যাংকটি ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে। ব্যাংকটির লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ঢাকা ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

১০০% পণ্য ফ্রি, হাজার হাজার উপহার দিচ্ছে মার্সেল

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৮ -এর ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুরু হলো দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮। অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে চলছে এই ক্যাম্পেইন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ, এসি, টিভি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য রয়েছে ১০০ শতাংশ পণ্য ফ্রিসহ হাজার হাজার উপহার পাওয়ার সুযোগ। ১৫ মে থেকে শুরু হয়েছে এসব সুবিধা। চলবে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘অফার ডিক্লারেশন প্রোগ্রামে’ এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মো. শাহজাদা সেলিম, আরিফুল আম্বিয়া, তোফায়েল আহমেদ, আল ইমরান, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (উত্তর) ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি এবং ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ফ্রি পণ্য কিংবা উপহারের এসএমএস পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম//

পল্লী বিদ্যুৎ’র সাথে বিবিএস ক্যাবলসের ৫১ কোটি টাকার চুক্তি

স্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলসের সাথে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের (বিআরডিবি) একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি কোম্পানিটিকে সম্মতিপত্র (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ চুক্তির আওতায় বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক বর্ধিতকরণের পণ্য সরবরাহ করবে। এর জন্য ৫১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬৯৯ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।

সম্মতিপত্র পাওয়ার পর ২৮ কার্যদিবসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। এই চুক্তির আওতায় পল্লী বিদ্যুৎ বোর্ডকে কন্ডাক্টোর, ওয়ার বার ও বার কন্ডাক্টোর সরবরাহ করবে বিবিএস ক্যাবল।

স্টকমার্কেটবিডি.কম/এম