হজযাত্রা আগের চেয়ে সহজ ও আরামদায়ক হয়েছে : বিমান প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনেশিয়েটিভ’র আওতায় ঢাকায় বিমানবন্দরে সম্পন্ন হয়ে যাচ্ছে হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজও নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট লাঘব হয়েছে। হজযাত্রা হয়েছে সহজ ও আরামদায়ক।

আজ রবিবার হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘হজের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু ও মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকেই এয়ারলাইন্সের টিকিট নিয়ে হয়রানির সম্মুখীন হতে হয়নি। এবারও তারা টিকিট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। ’

‘হজ পরিবহনের সকল বিষয় সার্বক্ষণিক নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়ে মাহবুব আলী বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পরিবহন কার্যক্রম সম্পন্ন করার জন্য হজযাত্রী ও সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

স্টকমার্কেটবিডি.কম////

নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২১ মে পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

গাজীপুরে ৯০ ডেসিমল জমি বিক্রয় করবে ইফাদ অটোস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড ৯০ ডেসিমল জমি বিক্রয় করবে । কোম্পানিটির পরিচালনা বোর্ড সভায় জমি বিক্রয় করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত টংগীতে ৯০ ডেসিমেল জমি বিক্রি করবে। এ জন্য জমির মূল্য ধরা হয়েছে মোট ১৬ কোটি ৫০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////