‘জাতীয় চা পুরস্কার’ পাচ্ছে ৮ প্রতিষ্ঠান ও ব্যক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশে চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে। আট ক্যাটাগরিতে সাতটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন। চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় চা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার (২২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়ার লক্ষ্যে যাচাই-বাছাই কমিটির সভায় এসব কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যে আট ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে, সেগুলো হলো: (১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান (২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান (৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক (৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী (৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান (৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি (৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি এবং (৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)।

সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দেশের চা শিল্পে অসামান্য অবদান রাখেন তিনি। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

দেশে বিদ্যুৎ বিপর্যয়ে বছরে ৩৩০ কোটি ডলারের ক্ষতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাসা-বাড়ি, অফিস ও কল-কারখানায় ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বাংলাদেশ বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ক্ষতি হয়ে থাকে।

বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সফলতা অর্জনের পরও বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় নিয়মিত ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, প্রতি বছর গড়ে ৪ শতাধিক ঘূর্ণিঝড়ের কারণে এসব বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে।

যদিও বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটের বেশি। এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্বালানি ঘাটতি, দুর্বল ট্রান্সমিশন ব্যবস্থার কারণে এর ব্যবহার ৫০ শতাংশের নিচে।’

বিশ্বব্যাংকের ফার্স্ট গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের অধিনে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যার অধীনে বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের সদর দপ্তরে যাওয়ার সময় এ ঋণ অনুমোদন করা হয়।

তবে, এই ঋণের জন্য বিশ্বব্যাংক বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। যার মধ্যে রয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক ৬টি শর্ত।

ঋণ পাওয়ার আগে সরকারকে দুটি শর্ত মানতে হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

আমেরিকায় বাধাহীন রপ্তানি চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমেরিকায় পণ্য রপ্তানিতে বাধাহীন সুবিধা চায় বাংলাদেশ। রোববার ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেনডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এই প্রস্তাব দেন। বাণিজ্য মন্ত্রনালয়ে আয়োজিত বৈঠকে কৃষি, শ্রম ও আইসিটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘ইউএসএ’র কটন থেকে এখানে গার্মেন্ট পণ্য তৈরি করে আবার ইউএসএ’তে রফতানি করা হবে’- এ ধরনের কোনো ডিমান্ড করেছেন কি না জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, গত টিকফা মিটিংয়ে আমরা ফরমালি ডিমান্ড করেছি। এর আগেও বিভিন্ন সময় ইনফরমালি বিজিএমইএ, বিকেএমইএ’র প্রতিনিধিরা যখন ইউএসএ’তে গেছেন তখন হয়তো আলোচনা করেছেন।

গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত মিটিংয়ে বলেছিলাম, ফিউমিকেশনের বিষয়টি আমরা রিলাক্স করবো। কিন্তু তোমাদেরও আমাদের কিছু দিতে হবে। আমরা তোমাদের দিয়ে দিলাম কিন্তু তোমরা বাংলাদেশকে কী দিচ্ছো? এজন্য তাদের বলেছি, তোমাদের কটন যেন বাড়ে আর আমাদের রপ্তানি যেন বাধাহীন হয়।

স্টকমার্কেটবিডি.কম///

খেলাপি ঋণ ব্যাংক খাতে বড় চ্যালেঞ্জ মনে করছে এবিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেছেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ একটি বড় চ্যালেঞ্জ। নানা কারণে সহজে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (২২ মে) রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি আয়োজিত ব্যাংকিং সেক্টর আউটলুক-২০২৩’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় এবিবির নেতারা উপস্থিত ছিলেন।

সেলিম আর এফ হোসেন বলেন, বিশ্বের যে অর্থনৈতিক সংকট আছে তা সামলাতে আমাদের আরও সময় লাগবে। আমরা এখনও অনেক গরিব দেশ। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের মধ্যে অনেক নীচে আমরা। আমাদের দেশ ছোট অর্থনীতির।

রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, রেমিট্যান্সের ডলারের শুধু দাম নির্ধারণ করলেই হবে না রেমিট্যান্স যোদ্ধাদের কী ধরনের সুবিধা দেওয়া হচ্ছে তাও দেখতে হবে। প্রবাসীরা এয়ারপোর্টে ভালো সুবিধা পান না, তাদের কোনো ধরনের কাজ শেখানো হয় না। অন্যান্য দেশে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দক্ষ করা হয়। যা আমাদের দেওয়া হয় না। এতে প্রবাসীরা অনেক পিছিয়ে পড়ছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) ভাইস চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, করোনার পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কেন্দ্র করে চলা অর্থনৈতিক মন্দায় কাটিয়ে উঠতে শুরু করছে ব্যাংকিং খাত।

স্টকমার্কেটবিডি.কম///

তমিজউদ্দিন টেক্সটাইলের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় ইন্ট্রাকো রিফুয়েলিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫২ কোটি ৪৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬ লাখ।

ইস্টার্ন হাউজিং লিমিটেড ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ২০ কোটি ৯৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৭৯ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৪৯ লাখ, জেমিনী সী ফুডের ১৮ কোটি ৪৯ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭৯ লাখ, লিগাসি ফুটওয়ারের ১৪ কোটি ৫ লাখ ও আমরা নেটওয়ার্ক লিমিটেডের ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

  1. বাংলাদেশ শিপিং
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং
  3. ইস্টার্ন হাউজিং
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. ওরিয়ন ইনফিউশন
  6. মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ
  7. জেমিনী সী ফুড
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. লিগাসি ফুটওয়ার
  10. আমরা নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থা দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৪০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮১১ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইস্টার্ন হাউজিং, রূপালি লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ও কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

রূপালি লাইফ ইন্সুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে বীমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বীমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভোলায় ২৯তম গ্যাসক্ষেত্রের ঘোষণা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোলার ইলিশায় নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে, যা থেকে ৩০ বছর গ্যাস উৎপাদন করা যাবে।

আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জানা গেছে, গ্যাসক্ষেত্রটির গভীরতা ৩ দশমিক ৪৪ কিলোমিটার। কূপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত প্রথম ড্রিলিং স্টেম পরীক্ষায় দেখা গেছে, গভীর স্তরে এর চাপ প্রায় ৩৫০০ পিএসআই এবং গ্যাসপ্রবাহ দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট। এ কূপ থেকে গ্যাস উৎপাদন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করে বাপেক্স।

বাপেক্স জানিয়েছে, নতুন এই ক্ষেত্রটিতে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে।

স্টকমার্কেটবিডি.কম////