সোনার দাম কমলো ভরিতে ১৭৪৯ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা।

আগামীকাল সোমবার (২৯ মে) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, গত ১৬ এপ্রিল দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। তার আগে ১১ এপ্রিল সোনার দাম কিছুটা কমানো হয়। তবে ২ এপ্রিল দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম লাখ টাকা ছাড়ি যায়। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা গুনতে হয় ক্রেতাদের। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

রেকর্ড ওই দাম নির্ধারণের পর ১১ এপ্রিল সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়। সেই সঙ্গে কমানো হয় অন্যান্য সোনার দামও। তবে পাঁচ দিনের মাথায় ১৬ এপ্রিল আবার সোনার দাম বাড়ানো হয়।

স্টকমার্কেটবিডি.কম///

৩ মাসে নতুন খেলাপি ঋণ ১০ হাজার ৯৫৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিংখাতে করপোরেট সুশাসনের অভাবে চলতি বছরের প্রথম ৩ মাসে খেলাপি ঋণ ১০ হাজার ৯৫৪ কোটি টাকা বেড়ে মার্চে ১ লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিংখাতে নন-পারফর্মিং লোণ (এনপিএল) ৩ মাস আগের তুলনায় ৯ শতাংশ এবং ১ বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, খেলাপি ঋণ বাড়তে থাকা অর্থনীতির জন্য একটি খারাপ লক্ষণ।

তিনি বলেন, ‘খেলাপি ঋণ বৃদ্ধি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের উচিত ব্যাংকিংখাতে মনিটরিং বাড়ানো।’

গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা বকেয়া ঋণের মধ্যে এনপিএলের অনুপাত দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ শতাংশে।

গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের মার্চে ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

বিদেশ থেকে লাগেজে স্বর্ণ আনলে বাড়বে ব্যয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরিপ্রতি শুল্ক দুই হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে স্বর্ণের অবৈধ প্রবেশ রোধ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ভরিপ্রতি দুই হাজার টাকা শুল্ক দিয়ে ২৩৪ গ্রাম (২০ ভরি) ওজনের স্বর্ণের বার আনা যায়।

এই শুল্ক বাড়িয়ে চার হাজার টাকা করা হচ্ছে। আগামী জুলাই থেকে ২০ ভরি স্বর্ণের জন্য ৮০ হাজার টাকা শুল্ক গুণতে হবে, যেখানে বর্তমানে দিতে হয় ৪০ হাজার টাকা। একই সঙ্গে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের একটির বেশি স্বর্ণের বার আনলে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান আনা হচ্ছে।

অবশ্য স্বর্ণালংকার আনার সুযোগ অপরিবর্তিত রাখা হচ্ছে। একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক-কর ছাড়াই দেশে আসার সময় ১০০ গ্রাম (সাড়ে ৮ ভরি) ওজনের স্বর্ণালংকার আনতে পারবেন। তবে এক ধরনের অলংকার ১২টির বেশি আনা যায় না।

মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে ব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে এনবিআর সূত্র গণমাধ্যমকে বলেছেন, ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আনতে প্রবাসে কর্মরত একটি সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ইনডেক্স এগ্রোর নতুন সিএফও শরীফ মোহাম্মাদ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির নতুন সিএফও হিসেবে নিয়োগ দিয়েছেন শরীফ মোহাম্মাদ জানে আলমকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। পাশাপাশি কোম্পানিটির বর্তমান সিএফও মো: নজরুল ইসলামের (এসিএমএ) পদত্যাগটিও গৃহীত হয় এই বোর্ড সভায়।

অতিসত্তর কোম্পানিটির নতুন সিএফও হিসাবে দ্বায়িত্ব পালন করবেন বলে ডিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম////

গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের পাশাপাশি কিছু মেমোরেনডামও পরিবর্তন করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

আগামীকাল সোমবার থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ার বিনিয়োগে প্রভিশনিং করা যাবে লাভ-লোকসানের ভিত্তিতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে নিট লাভ-লোকসানের ভিত্তিতে সমপরিমাণ অর্থ প্রভিশন বা মূলধন সংরক্ষণ করা যাবে। অতালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বা সিকিউরিটিজের নিট সম্পদের পরিমাণ কমলে প্রভিশনও আনুপাতিক হারে করতে হবে।

গত সপ্তাহে নতুন করে সার্কুলার জারি করে বিনিয়োগের বিপরীতে প্রভিশনিংয়ের নিয়মাবলি পুনরায় ব্যাংকগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এতে নতুন কিছু নেই। মূলত ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত এ-সংক্রান্ত সব সার্কুলার একত্রিত করে একটি সার্কুলার হিসেবে জারি করা হয়েছে।

সমন্বিত সার্কুলারটিতে বলা হয়েছে, শেয়ার, অর্থাৎ কোনো কোম্পানিতে মূলধনি বিনিয়োগ অথবা বন্ড বা ডিবেঞ্চার বা পারপেচুয়াল বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোনো লোকসান হলে প্রতিটি ক্ষেত্রে পৃথকভাবে নিট মুনাফা ও লোকসান হিসাব করে প্রভিশন করা যাবে। যেমন– তালিকাভুক্ত একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে একটি মুনাফা ও একটিতে লোকসান হলে, সার্বিকভাবে সব শেয়ারে নিট মুনাফা থাকলে প্রভিশন করার দরকার হবে না। তবে সাকল্যে লোকসান হলে সমপরিমাণ অর্থ প্রভিশন করতে হবে।

এতে বলা হয়, বিনিয়োগ অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে হলে সংশ্লিষ্ট কোম্পানির মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিয়ে যে নিট সম্পদ মিলবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের নিট বিনিয়োগকৃত শেয়ারের অনুপাতে কম হলে সমপরিমাণ অর্থ প্রভিশন করতে হবে। প্রেফারেন্সিয়াল শেয়ার, বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর প্রাপ্য সুদ বা মুনাফা না পেলে বিনিয়োগ অঙ্কের ২৫ শতাংশের সমপরিমাণ অর্থ প্রভিশন করতে হবে। দ্বিতীয় বছরও সুদ বা মুনাফা না হলে আরও ২৫ শতাংশ এবং একাধিক ক্রমে তিন বছর না পেলে শতভাগ অর্থ প্রভিশন করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

আবারও ব্যাংক ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় মধ্যে আগামী অর্থবছরে টানা দ্বিতীয় বারের মতো ব্যাংকিং খাত থেকে নেওয়া ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থায়ন ঘাটতি মেটাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যমাত্রা ১.২৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। চলতি অর্থবছরে যার পরিমাণ ১.০৬ লাখ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘লক্ষ্যমাত্রাটি সম্প্রসারণমূলক এবং এর ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে।

জাহিদ হোসেন আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ব্যাপক হারে ঋণ নেওয়ার কারণে চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৯ শতাংশ থেকে কমেনি।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ মে পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে ৭৮ হাজার ৫৫৯ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৬৭ হাজার ৯০৫ কোটি টাকা।

জাহিদ হোসেন বলেন, ‘যদি লক্ষ্যমাত্রা হয় মুদ্রাস্ফীতি ৯ শতাংশ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা, তাহলে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কম ঋণ নিতে হবে।’

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের আনুমানিক বাজেট ধরা হয়েছে ৭.৬১ লাখ কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকবে জিডিপির (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) ৫.৫ শতাংশের নিচে থাকবে এবং ঘাটতির প্রায় ৩ শতাংশ অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে পূরণ করা হবে।

মোট অভ্যন্তরীণ ঋণ ১.৫০ লাখ কোটি টাকার বেশি হতে পারে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম///

যাত্রীবাহী বিমান তৈরি করলো চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চায়না ইস্টার্ন এয়ারলাইনস পরিচালিত উদ্বোধনী ফ্লাইট এমইউ৯১৯১ আজ রবিবার সকালে সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
দুই ঘণ্টা ৪০ মিনিটের এই ফ্লাইটে যাত্রী ছিল ১২৮ জন। স্থানীয় সময় দুপুরে ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

সি৯১৯ আন্তর্জাতিক মান অনুযায়ী চীনের উদ্ভাবিত প্রথম জেটলাইনার। মেধাস্বত্বের মালিকানাও দেশটির। অনেক দিন ধরে এই খাতে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা করছে চীন। অবশেষে এক দশক পর গুরুত্বপূর্ণ মাইলফলকটি অর্জন করলো দেশটি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে- বেইজিং আশা করছে, সি৯১৯ বাণিজ্যিক জেটলাইনার বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ৩২৯ এর মতো জনপ্রিয় মডেলকে চ্যালেঞ্জ করবে। ভবিষ্যতে অভ্যন্তরীণভাবে প্রস্তুত উড়োজাহাজে দেশের বেশির ভাগ যাত্রী ভ্রমণ করবে, এমন পরিকল্পনা নিয়ে চীন এগোচ্ছে।

চীন জেট তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে। তারা উড়োজাহাজের মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়।

সি৯১৯ তৈরি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। তবে ইঞ্জিনসহ অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়েছে।

আগামীকাল সোমবার থেকে সি৯১৯ সাংহাই ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর মধ্যে নিয়মিত রুটে যাতায়াত করবে।

ন্যারো ডিজাইনের এই জেটের প্রথম মডেলে ১৬৪ জন যাত্রীর জন্য আসন রয়েছে। গত বছর সাংহাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চায়না ইস্টার্নের কাছে প্রথম উড়োজাহাজটি হস্তান্তর করে কম্যাক।

সূত্র : বিবিসি, সিজিটিএন

স্টকমার্কেটবিডি.কম///

আমনের উৎপাদন বাড়াতে ৩৩ কোটি টাকার প্রণোদনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের পক্ষ থেকে এ বছর আমনের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩৩ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। সারা দেশের ৪ লাখ ৯০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। রবিবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

এতে আরও বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭২ কোটি ৩২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশের ৩০ কোটি ৮০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৮ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৩ কোটি ৯০ লাখ, প্রভাতী ইন্সুরেন্সের ২৩ কোটি ৬৭ লাখ, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিংয়ের ১৯ কোটি ১১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ৯১ লাখ ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///