২৬ দিনে রেমিট্যান্স এলো ১৪১ কোটি ৯৪ লাখ ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় ১০৮ টাকা ধরে প্রতি ডলার হিসাব করলে যার পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৩৩০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৯৪ লাখ ডলার।

তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে চার কোটি ৭০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১১ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে।

পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা এর আগের মাসের তুলনায় ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি ছিল। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ মে) অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.১৭ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ আগষ্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২০ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এ

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো; ২য় বসুন্ধরা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ২৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৩ কোটি ১৩ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ২২ কোটি ৭৪ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২১ কোটি ৬৯ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ২১ কোটি ৬৪ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ২১ কোটি ২৮ লাখ, আমরা নেটওয়ার্কের ২০ কোটি ২৮ লাখ ও সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং
  2. বসুন্ধরা পেপার মিলস
  3. লাফার্জহোলসিম
  4. সি পার্ল বিচ রিসোর্ট
  5. ইউনিক হোটেল
  6. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  7. রূপালি লাইফ ইন্সুরেন্স
  8. নাভানা ফার্মা
  9. আমরা নেটওয়ার্ক
  10. সানলাইফ ইন্সুরেন্স লিমিটেড।

ডিএসইতে ১১৭৪ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক সামান্য করে কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের সামান্য কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৩২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৭৪ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১১টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বসুন্ধরা পেপার মিলস, লাফার্জহোলসিম বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইউনিক হোটেল এন্ড রিসোর্টে, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, আমরা নেটওয়ার্ক ও সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

কেডিএস এক্সেসরিজের নতুন সিএস মোহাম্মদ ইলিয়াস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের নতুন কোম্পানি সচিব হিসাবে (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইলিয়াস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোহাম্মদ ইলিয়াসকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ১ জুন থেকে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বর্তমান কোম্পানি সচিব মনজুরে খুদার স্থলে দ্বায়িত্বপ্রাপ্ত হবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিজানুর রহমান চৌধুরী নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৬৫ লাখ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

নাম পরিবর্তন করবে রূপালী ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে রূপালী ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের জন্য একটি ইজিম আহবান করেছে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

আগামী ২৬ জুলাই বেলা সাড়ে ১০ টায় ডিজিটার প্লাটফর্মে এই ইজিএমটি আহবান করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এম