প্রস্তাবিত বাজেটকে ডিএসই’র অভিনন্দন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ০১ জুন ২০২৩ তারিখে “উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা” শিরোনামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতীতের অর্জন এবং উদ্ভুত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে অর্থনীতিকে গতিশীল করতে যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি মহান জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন, তার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু আন্তরিক অভিনন্দন জানাচ্ছে৷

এ বাজেট হচ্ছে স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট৷

বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখাসহ অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারের কৌশল এবং বিভিন্ন সংস্কারের ঘোঘণা দেয়া হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ বর্তমান সরকার বাংলাদেশের টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করেছেন।

এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাপ্রসূত স্মার্ট বাংলাদেশ গঠনের ৪টি মূল স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি গঠনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সুদূরপ্রসারী পরিকল্পনারই বহিঃপ্রকাশ হিসেবে এবারের বাজেটে সঙ্গত কারণেই স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আশা করে যে, সরকারের ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উল্লেখিত বিষয়সমুহ অন্তর্ভুক্ত করলে বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে। এতে করে বেসরকারি খাত আরো শক্তিশালী ও বিকশিত হয়ে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরকে আরো বেশি আকৃষ্ট করবে।

স্টকমার্কেটবিডি.কম///

তামহা সিকিউরিটিজের ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে শেয়ারজারে শেয়ার লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) স্থগিত হওয়া ব্রোকার হাউজ তামহা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বিকালে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, পরিচালকদ্বয় জাহানারা পারভীন ও ড. শাহনাজ বেগম, চারজন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভ (আব্দুর রহমান তালাল, সাঈদ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও মোহাম্মদ সাইদুজ্জামান), অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. গোলাম রসুল, শেরাটন শাখার ইনচার্জ ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভ এএম আলমগীর কবীর, শেরাটন শাখার ম্যানেজার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. ওয়ারিছ উদ্দিন, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজুর রহমান, সেটলমেন্ট অফিসার (সিডিবিএল অফিসার) ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. শাহরিয়ার কবীর, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভ জি এম আজাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক মো. মামুন হোসেন ও অফিস সহকারী মো. হাসান।

তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ব্রোকারেজ হাউজটি দুটি ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছে। এর মধ্যে একটি সফটওয়্যারের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মিথ্যা ও ভুয়া বিবরণী ও পোর্টফোলিও স্টেটমেন্ট প্রদান করা হতো। হাউজটিতে গ্রহকদের মোট ঘাটতির পরিমাণ ছিল প্রায় ১৩৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি ৯২ কোটি ৫৭ লাখ টাকা ও শেয়ারের বাজারমূল্যের ঘাটতি ৪৭ কোটি ১১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ মে থেকে ১ জুন) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৫২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২১ থেকে ২৫ মে) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৫৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

মে মাসের রেমিট্যান্স ১০ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে যখন চলছে ডলার সংকট, ঠিক সে সময় বিপদ হয়ে দাঁড়াল রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত মে মাসে দেশে প্রবাসী আয় কমেছে ১০ শতাংশ। এতে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনতে সরকারি উদ্যোগে অনেকটাই ভাটা পড়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, গত মে মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৩ কোটি ৬২ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৮ কোটি ৮৬ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৯৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৮ লাখ ৫০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে আরও জানা গেছে, চলতি বছরের গত মার্চে ২০২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা তার আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ৪৬ কোটি ডলার বেশি। ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আর তার আগের মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স, যা ফেব্রুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৯৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৯২ লাখ টাকার।

লাফার্জ হোলসিম বিডির ১৬২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৩৫ কোটি ৯৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার মিলসের ১২৮ কোটি ৬৯ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২৮ কোটি ১৬ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১২২ কোটি ২৮ লাখ, জেমিনী সী ফুডের ১১৬ কোটি ৮৭ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১১৫ কোটি ৬৭ লাখ ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১০৯ কোটি ৯২ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৫ দিনে ডিএসইতে মূলধন বেড়েছে ১৭০০ কােটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৭০০ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ২০.৪১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৫২১ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৫ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২০.৪১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ১১০৪ কোটি ১৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৯১৭ কোটি ১৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২০.৪১ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৮.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৮১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৭০০ কোটি টাকা বা ০.২২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

কর আদায়ে এজেন্ট প্রথা আনছে এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন খাতে অর্থায়নে এবং বাজেট ঘাটতি কমিয়ে আনতে রাজস্ব আহরণ বাড়াতে চায় সরকার। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া হচ্ছে বড় অঙ্কের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা। কিন্তু এনবিআরের রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে জনগণের কাছ থেকে প্রত্যক্ষ আয়কর আদায় বাড়াতে এনবিআর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এলাকাভিত্তিক কর এজেন্ট হিসেবে নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর আইনগত ভিত্তি দিতে গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার দিনেই এ বিষয়ে একটি বিধিমালার খসড়া প্রকাশ করেছে।

প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিটার্ন প্রস্তুত ও জমায় সহায়তা করতে এজেন্ট হিসেবে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করতে পারবে এনবিআর। প্রস্তাবিত বিধিমালায় এদের ‘আয়কর রিটার্ন প্রস্তুতকারী’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে আয়কর রিটার্ন প্রস্তুত ব্যক্তিদের কার্যক্রম তদারক ও প্রশিক্ষণের জন্য কর বিষয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ারও প্রস্তাব আছে এ বিধিমালায়। এসব প্রতিষ্ঠানকে ‘সহায়তাকারী প্রতিষ্ঠান’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

প্রস্তাবিত বিধিমালার ওপর সাধারণ জনগণসহ অভিজ্ঞদের ২৫ জুনের মধ্যে মতামত চেয়েছে এনবিআর। এসব মতামত পর্যালোচনা করে বিধিমালাটি চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

আইএমএফের পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী বাজেট করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেছেন, আইএমএফ আমাদের সবকিছু দেখে। শুধু আমরা নয়, তাদের সঙ্গে সম্পৃক্ত সকল দেশকে তারা দেখে। তারা বিভিন্ন দেশের ব্যালেন্স শিট, রেভিনিউ ইনকাম, ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স— এগুলো ঠিক আছে কিনা তা দেখে।

তিনি বলেন, আইএমএফ যেভাবে কাজ করে, সেটা ভালো। তারা ঋণ দিয়ে থাকে। তাদের দেওয়া ঋণ কিভাবে ব্যবহার হচ্ছে, সেটা তারা দেখভাল করে। তারা আমাদেরকে যে ঋণ দিয়েছে, সেটাও তারা দেখভাল করছে। তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তবে, আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আইএমএফের পরামর্শে আমরা এবারের বাজেট করিনি। তাদের দেওয়া পরামর্শ থেকে যতটুকু নেওয়া দরকার, ঠিক ততটুকুই আমরা নিয়ে থাকি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ যে ঋণ আমাদের দিয়েছে, তা এক মাসের রেমিট্যান্সের সমান।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বাজেট দেশের মানুষের জন্য করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের জন্য যদি কিছু করা যায়, সেটা বাজেটে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সিনিয়র সচিবগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////