খালেদা জিয়ার মামলার রায় ঘিরে মতিঝিল ফাঁকা

dse-1-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলে মানুষের উপস্থিতি একেবারেই কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজগুলোতে হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারী দেখা যায়। ব্যাকংগুলোর চিত্রও একই।

বৃহস্পতিবার সকালে মতিঝিলের ডিএসই ভবন, এনেক্স ভবন, মধুমিতা ভবন এবং বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা ব্যাংকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে এ দৃশ্য দেখা গেছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃর্পক্ষ আইডিআরএ’সহ বিমা কোম্পানিগুলোতও লোকজনের উপস্থিত কম।

বিনিয়োগকারীরা জানায়, দেশের অন্যতম বাণিজ্যিক এ এলাকা কর্মদিবসে লোকজনে ঠাসা থাকলেও বৃহস্পতিবার পুরো উল্টো চিত্র। ব্রোকারেজ হাউজ লংকা বাংলা, শাকিল রিজভী এবং আনোয়ার সিকিউরিটিজের বেশির ভাগ চেয়ার ফাঁকা দেখা যায়। যে দু’একজন ব্রোকারেজ হাউজে আসছেন তারা শেয়ার কেনা-বেচার চেয়ে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে আতংকে রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *