বিসিএস ট্রেড ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

bcsনিজস্ব প্রতিবেদক :

বিসিএস ট্রেড ক্যাডার অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল বিসিএস ট্রেড ক্যাডার এর বর্তমান ও অবসরপ্রাপ্ত অফিসারদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্যাডারের জ্যেষ্ঠ সদস্য আবু নাসের ওয়াহিদ। এ সভা থেকেই ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক এ কে এম মাহমুদুল হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ও নন্দন কুমার বণিক, সদস্যসচিব এটিএম মহিউদ্দিন ফারুক। অন্যান্য সদস্যরা হচ্ছেন-মো. হোসেন আলী, নূরুজ্জামান খান, মো. মাসুদুর রহমান, মো. আওলাদ হোসেন, আবু সালেহ মো. ইমরান, শামীমা আখতার এবং মো. মাহমুদুল হক (কোষাধ্যক্ষ)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিসেম্বরের মধ্যে চালু হবে ফোরজি: তারানা হালিম

taranaনিজস্ব প্রতিবেদক :

তারানা হালিমচলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফোরজি চালুর প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তারানা হালিম বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে নভেম্বরের মধ্যে আমরা নিলাম সম্পন্ন করব এবং ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা জনগণকে দিতে সক্ষম হব। এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে। এর ওপর আমাদের হাত নেই। আমাদের লক্ষ্য অনুযায়ী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করব ডিসেম্বরের মধ্যে।’

ইতিমধ্যে ফোরজি নীতিমালায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী হিসেবে গত সপ্তাহে এ অনুমোদন দেন তিনি।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদারসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারের অবস্থা “জল পড়ে পাতা নড়ে” : এম এ মান্নান

M A mannanনিজস্ব প্রতিবেদক :

প্রতিটা ক্ষেত্রেই আমরা খুব দ্রুত সফলতা অর্জন করেছি। শেয়ারবাজারের ক্ষেত্রেও এ ব্যতিক্রম হয়নি। তাছাড়া দেশবাসীও এতে আগ্রহ প্রকাশ করেছেন, যার কারণে আমাদের এগিয়ে যাওয়া আরও সহজ হয়েছে। শেয়ারবাজার উন্নয়নে কাজ করছে সরকার। পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ ও সাংবাদিক ফোরাম। আর এ কাজের পরিবেশ তৈরি করতে যা যা প্রয়োজন সব রকমের সহায়তা দেবে সরকার বলে মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আজ বুধবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন(বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)এর যৌথ উদ্যোগে আয়োজিত শেয়ারবাজার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশ শেয়ারবাজারের অবস্থা “জল পড়ে পাতা নড়ে” এ মতো। একটু বাতাসেই শেয়ারবাজারের অনেক আপ-ডাউন হয়। তাই সাংবাদিকদের লেখনীটা অনেক জরুরী। তাই গণমাধ্যম কর্মীদের কাছে আবেদন থাকবে তাদের লেখনীতে যেন শেয়ারবাজার আরো সামনের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। সকল বাধা বিপত্তি দূর করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যাবে তা নিয়েই কাজ করছে সরকার। সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থাকে আইনের মাধ্যমে নানা ক্ষমতা দেয়া হয়েছে। যদি আরও প্রয়োজন হয়, সরকার তৈরি আছে বিএসইসিকে ক্ষমতা দেয়ার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছে সেটি ভবিষ্যতেও থাকবে বলে আশা করি।

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বিএমবিএর নির্বাহী কমিটির সদস্য এবং এএফসি ক্যাপিটালের নির্বাহী প্রধান মাহাবুব এইচ মজুমদার, লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সিওও হাসান জাবেদ চৌধুরী এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহসহ আরও অনেকে।

আর্গন ডেনিমসে্র শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস্‌ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১২ অক্টোব ।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৩ টাকা ৬ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ২৫.৮০ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১২.০৩ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ব্যাংক উদ্দ্যোক্তার ১ কোটি শেয়ার বিক্রয় সম্পন্ন

citybank_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. আলতাফ হোসেন নামের এই পরিচালক তার ১ কোটি  শেয়ার বিক্রয় করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১ মাসে ম্যারিকো বিডি দর বেড়েছে ৪৭৫%

maricoস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪৭৫.৪৭ শতাংশ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২১ আগস্ট শেয়ার দর ছিল ৫৩ টাকা। গত ২০ সেপ্টেম্বর সর্বশেষ তা ৩০৫ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৪৭৫.৪৭ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১৯ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ফারইস্ট লাইফের দ্বিতীয় প্রান্তিকের বোর্ডসভা আহবান

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর আগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩১ মার্চ হতে ১ম ও ২য় প্রান্তিকের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় তোপখানা রোড, ঢাকা-১০০০ নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি দুই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে আরএন স্পিনিং

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস্ কোম্পানি লিমিটেড দুই দিনের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ২১ ও ২৪ সেপ্টেম্বর টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর সোমবার। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. ন্যাশনাল ব্যাংক
  2. সামিট পাওয়ার
  3. আইএফআইসি ব্যাংক
  4. এক্সিম ব্যাংক
  5. আল-আরাফাহ্ ব্যাংক
  6. কেপিসিএল
  7. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
  8. ইফাদ অটোস
  9. সিটি ব্যাংক
  10. উত্তরা ব্যাংক।

দরের সাথে ডিএসইতে লেনদেন ৪২৬ কোটি কমেছে, সিএসইতে ২৬ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ শেষ লেনদেন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমার পাশাপাশি গত কার্যদিবসের চেয়ে লেনদেন অনেকটাই কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮২ কোটি টাকার শেয়ার। লেনদেন কমেছে ৪২৬ কোটি ৭৩ লাখ টাকা। আর সিএসইতে  লেনদেন হয়েছে ৫১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার । এদিন সেখানে লেনদেন ২৬ কোটি ৮৪ লাখ টাকা কমেছে।

বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে ১০৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে লেনদেন  ৪২৬ কোটি ৭৩ লাখ টাকা কম। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৫০৮ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১.০২ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.২৭ কমে ১৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ কমে ২১৯৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়া, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, কেপিসিএল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক ।

এদিকে, আজ দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে ২৬ কোটি ৮৪ লাখ টাকা তম। গতকাল সোমবার এই লেনদেন ছিল ৭৮ কোটি ১ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.