সাবসিডিয়ারি কোম্পানির ৯৯ ভাগ মালিকানা পেল ডরিন পাওয়ার

DOREEN-POWERস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি ঢাকা সাউথ পাওয়ার জেনারেশন লিমিটেডের (বিএসপিজিএল) ৫০ লাখ ৬৬ হাজার ৭০০ অর্ডিনারি শেয়ার নিয়েছে। এতে কোম্পানিটির ৯৯ ভাগ মালিকানা পেল ডরিন পাওয়ার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ঢাকা সাউথ পাওয়ার জেনারেশন লিমিটেডের ৫০ লাখ ৬৬ হাজার ৭০০টি শেয়ার নেবে। গত ২ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন বলে প্রতিটি শেয়ার ১০০ টাকা দরে নেয়া হয়।

বর্তমানে ডরিন পাওয়ার জেনারেশনের কাছে ঢাকা সাউথ পাওয়ার জেনারেশন লিমিটেডের ৯৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, ঢাকা সাউথ পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার ডরিন পাওয়ারের অনুকূলে বরাদ্দ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির ৯৯ দশমিক ১৪ শতাংশ শেয়ারই থাকবে ডরিন পাওয়ারের কাছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

চুরি যাওয়া ৬৬.৩৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যায়নি : অর্থমন্ত্রী

muhit-smbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৬৬.৩৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে মো. আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শ্রীলংকায় পাঠানো ২০ মিলিয়ন মার্কিন ডলার নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক (এফআরবি, এনওয়াই) যু্ক্তরাষ্ট্রে ফেরত দেয়। অন্যদিকে ফিলিপাইনে পাঠানো বাকি ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এখন পর্যন্ত ১৪.৬৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া রিজার্ভের ৬৬.৩৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যায়নি।

অর্থমন্ত্রী বলেন, ফিলিপাইনে পাঠানো টাকার অবশিষ্ট অংশ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থমন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ সকল সংস্থা একযোগে কাজ করছে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় চুরি যাওয়া সমুদয় অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় দলিল সরবরাহ সাপেক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় হতে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিসের বরাবরে পালের্মো কনভেনশনের আওতায় মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করছে।

তিনি বলেন, এ চুরির ঘটনায় ইতোমধ্যে ফিলিপাইনের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হযেছে এবং চুরির অবশিষ্ট টাকা উদ্ধারে ফিলিপাইনের আইনি উদ্যোগ চলমান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/সোনিয়া

শিক্ষা সহায়তা ট্রাস্টের জন্য আমান গ্রুপের আর্থিক সহায়তা

PMO_0167(1)স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমান গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান আমান সিমেন্ট লি. এবং আমান ইকোনোমিক জোনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা সহায়তা ট্রাস্টের জন্য আর্থিক সহায়তা করেন।

এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার এন্ড কর্মাস ইন্ড্রাস্টির সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদসহ অারো অনেকে উপিস্থত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

খেলাপি ঋণের ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

bank govনিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেশি। রাষ্ট্রায়ত্ত ৮টি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো নন-পারফর্মিং লোনস (এনপিএল) বা খেলাপি ঋণ, কম মুনাফা, বড় ধরনের পুঁজি ঘাটতি এবং ব্যালেন্স শিট দুর্বলতায় ভুগছে। এ সমস্যার মূলে রয়েছে দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা।

দশকের পর দশক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বড় ও দাপুটে ঋণগ্রহীতাদের কাছে মোটা অঙ্কের ঋণ দিয়ে আসছে। তারা অর্থ পরিশোধে গাফিলতির জন্য পরিচিত। ঋণখেলাপিদের শাস্তি দেয়ার নজির বিরল। এর পরিবর্তে একই ঋণগ্রহীতাদের ফের ঋণ প্রদানের অনুমোদন দিতে ঋণ পুনর্বিন্যাস করা হয় নিয়মিত। ঋণখেলাপিদের শাস্তি দেয়া, ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যাংক ব্যবস্থাপনা জোরদার করার জন্য তেমন পদক্ষেপ নেয়া হয়নি। এছাড়া ব্যাংকিং খাতে আরও অনেক দুর্বলতা রয়ে গেছে। এ দুর্বলতার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোসহ পুরো ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আইএমএফের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংকিং খাতে অনেক দুর্বলতা রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় নতুন করে মূলধন জোগান দিতে গত অর্থবছরের শেষ মাসে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে দেশটির ব্যাংকিং খাত যে ক্রমবর্ধমানভাবে বিভিন্ন কঠিন ঝুঁকি মোকাবেলা করছে, তার লক্ষণ বোঝা যাচ্ছে। আর এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রচেষ্টা অপর্যাপ্ত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলছে, অতিরিক্ত তারল্যের কারণে ব্যাংকিং খাতে বেশ কিছু ঝুঁকি রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে পরিস্থিতির উন্নয়ন নির্ভর করবে সমস্যা মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছার ওপর। এসব দুর্বলতার পেছনে বহুলাংশে দায়ী বড় অংকের ঋণগ্রহীতাদের দেয়া ঋণ, যাদের অর্থ পরিশোধের তাগিদ কম। পাশাপাশি রয়েছে আইনি সীমাবদ্ধতা, যা অর্থ উদ্ধার প্রক্রিয়া ব্যাহত করে। রাষ্ট্রায়ত্ত ৬টি বাণিজ্যিক ব্যাংকে রয়েছে মোট ব্যাংকিং খাতের সম্পদের প্রায় এক-চতুর্থাংশ। তাদের সঙ্গে আছে রাষ্ট্রায়ত্ত দুটি বিশেষায়িত উন্নয়ন ব্যাংক, ৪০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংক।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের এক গবেষণায় দেখা গেছে, ২০১০-১৪ সাল পর্যন্ত ব্যাংকগুলো প্রতিবছর গড়ে নয়ছয় হওয়া ঋণ (ব্যাড লোনস) পুনর্বিন্যাস করেছে ১০ হাজার ৯১০ কোটি টাকার। এসব কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে মারাত্মকহারে।

এ পরিস্থিতিতেও সরকার অব্যাহতভাবে অর্থায়ন করে যাচ্ছে ব্যাংকগুলোকে। অর্থায়ন করার সিদ্ধান্তের সমালোচনা হয়েছে। অনেকে বিষয়টি এভাবে দেখছেন যে, সামাজিক খাতগুলোতে প্রয়োজনীয় বিনিয়োগ করার পরিবর্তে করদাতাদের অর্থ সেখানে দিচ্ছে সরকার। অবকাঠামোগত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। ২০১৭ সালের মার্চে এক বৈঠকে সরকারের অর্থ বিভাগ জানায়, বাজেট তহবিল থেকে নিয়মিত অর্থায়ন সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ পরিস্থিতির উন্নয়ন হয়নি। এদিকে গত দু’বছরে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে পুঁজির জোগান দেয়ার সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে করেনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/সোনিয়া

তিন ভাইকে শেয়ার উপহার দিলেন উদ্দ্যোক্তা

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিন ভাইকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার দেওয়ার পক্রিয়া সম্পন্ন করেছেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লেনদেন প্রক্রিয়ার বাইরে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিনি ভাই আজমল হুসাইন, আবু বাক্কার সিদ্দিকী এবং মোহাম্মদ জুলহাসকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার দিয়েছেন। প্রত্যেক ভাইকে উপহার হিসেবে দেয়া হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৩৯টি শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের মোট শেয়ারের ৫২ দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৫ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২২ দশমিক ৫৪ শতাংশ সধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনে বড় উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সব ধরণের মূল্য সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২২৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ১০৪৬ কোটি ৩১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১৭৭ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৪.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, আর্গন ডেনিমস, লাফার্জ সুরমা, ফুয়াং ফুডস, আইসিবি, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার।

এদিকে মঙ্গলবার দিনেশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫৭ কোটি ৯৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক এশিয়া ও স্কয়ার ফার্মা।

 

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

পিপলস লিজিংয়ের বোর্ড সভা ১১ জুলাই

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্সিয়াল সার্ভিসেস কোম্পানি লিমিটেডের (পিএলএফএসএল) বোর্ড সভা আগামী ১১ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং খাতের এই কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

রেকর্ড ডেটের জন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড আগামীকাল বুধবার (০৫.০৭.২১৭) লেনদেন বন্ধ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। বৃহস্পতিবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

তথ্য ছাড়াই বাড়ছে মেঘনা পেটের দর

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিড লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯ টাকা। গতকাল ৩ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১.৫০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ২.৫০ টাকা অর্থ্যাৎ ২৭.৭৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কি… তা জানতে চায় ডিএসই। এ সময় মেঘনা পেট ইন্ডাস্ট্রিড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

লিগ্যাসী ফুটওয়ারের অপ্রকাশিত তথ্য নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২১ জুন দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ২১ টাকা। গতকাল ৩ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২৬.৫০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৫.৫০ টাকা অর্থ্যাৎ ২৬.১৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কি… তা জানতে চায় ডিএসই। এ সময় লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি