বাংলাদেশ ব্যাংককে সাবধান হতে বলল সংসদীয় কমিটি

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রাখা সোনা নিয়ে দেশে–বিদেশে সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বাংলাদেশ ব্যাংককে আরও সাবধান হতে বলেছে। আর রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১ আগষ্ট) জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকের আলোচ্য সূচিতে না থাকলেও আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা সোনায় গরমিলের বিষয়টি। বৈঠকে বাংলাদেশ ব্যাংক দাবি করে, ভল্টের সোনা ঠিক আছে। গণমাধ্যমে অতিরঞ্জিত তথ্য পরিবেশিত হয়েছে। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে, ভল্টে রাখা সোনা ঠিক আছে। ভল্টের নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত। ৪২টি সিসি ক্যামেরা রয়েছে। তবে কষ্টিপাথর আর আধুনিক যন্ত্রের মাপে কিছু তারতম্য হয়েছে। এ ধরনের তথ্য গণমাধ্যমে এল কেন? এমন প্রশ্ন রেখে কমিটি বলেছে, এতে দেশে–বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের সাবধান হওয়া উচিত।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রাইটের শর্ত ভঙ্গ করায় ডেল্টা স্পিনার্সকে জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাইট ইস্যুর শর্ত ভঙ্গ করায় ডেল্টা স্পিনার্স লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বুধবার (১ আগষ্ট) কমিশনের ৬৫৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি। বিএসসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কোম্পানিটি রাইট ইস্যুর তহবিল ব্যবহারের ক্ষেত্রে রাইট অফার দলিলে উল্লেখিত খাতে সঠিকভাবে ব্যবহার করেনি। ডেল্টা স্পিনার্স নির্ধারিত সময়ের অতিরিক্ত ১৩ মাস সময় পার করেছে। এছাড়া কোম্পানিটি তাদের বিভিন্ন সরবরাহকারীকে পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কেটেছে। উৎসে কর্তিত কর সরকারি খাতে সঠিকভাবে জমা করেনি।

এতে কমিশনের রাইট ইস্যুর সম্মতিপত্রের শর্ত ভঙ্গ হয়েছে। তাই বিএসইসি ডেল্টা স্পিনার্সের প্রত্যোক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তিনটি কোম্পানি এবং ব্রোকারেজ প্রতিষ্ঠানকে আর্থিক শাস্তি ও সতর্কপত্র

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি এবং একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে আইন ভঙ্গের জন্য সর্তক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডকে সতর্কপত্র ইস্যু করা হয়েছে। আর বেঙ্গল ফাইন সিরামিকসকে আর্থিক শাস্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১ আগষ্ট) কমিশনের ৬৫৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি। বিএসসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।

পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সকে ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০১৫ এর প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৩০ সেপ্টেম্বর ২০১৫ তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী কমিশনে দাখিল না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর ১২ এর (৩) এ লঙ্ঘন করেছে। পাশাপাশি ২০০৯ সালে ২৭ সেপ্টেম্বরের নটিফিকেশন লঙ্ঘন করেছে। এতে কমিশনের পক্ষ থেকে কোম্পানিটিকে সতর্কপত্র ইস্যু করেছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৩০ জুন ২০১৫ এবং ১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৫ ও ১৬ এর প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর ২০১৫ ও ১৬ এর দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ ২০১৬ ও ১৭ এর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিল না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর ১২ এর (৩) এ লঙ্ঘন করেছে। পাশাপাশি ২০০৯ সালে ২৭ সেপ্টেম্বরের নটিফিকেশন লঙ্ঘন করেছে। এতে কমিশনের পক্ষ থেকে কোম্পানিটিকে সতর্কপত্র ইস্যু করেছে।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজকে তদন্তকালীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সব লেনদেনের ক্ষেত্রে ক্রয়/ বিক্রয়ের আদেশ তদন্ত কর্মকর্তাদের প্রদান করতে ব্যর্থ হয়েছে। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এবং দ্বিতীয় তফসিলের আচারণ বিধি ১ ও ২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর ৪(এ) লঙ্ঘন করেছে। এতে কমিশনের পক্ষ থেকে কোম্পানিটিকে সতর্কপত্র ইস্যু করেছে।

আর আইন অমান্য করে চলায় বেঙ্গল ফাইন সিরামিকসের স্বতন্ত্র পরিচালকবাদে সকল পরিচালককেই ১ লাখ টাকা করে জড়িমানা করে আর্থিক শাস্তি প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভারত থেকে ২৩৯ কোটি টাকা ব্যয়ে ৩০০ বাস কিনবে

brtc-2018070715453620180801160930স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের গণপরিবহনের চাহিদা মেটাতে ভারত থেকে তিনশোটি দ্বিতল-একতলা, এসি-ননএসি বাস কিনছে সরকার। লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে এসব বাস কিনতে সরকারের ব্যয় হবে ২৩৯ কোটি ৬ লাখ টাকা। প্রতিটি বাসের দাম পড়বে প্রায় ৮০ লাখ টাকা। রাষ্ট্রীয় চুক্তির ভিত্তিতে সরাসরি সরবরাহ করবে দিল্লির অশোক লেল্যান্ড মটরস লিমিটেড।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, এসব বাসের সঙ্গে ১০ শতাংশ যন্ত্রাংশ ও অন্য সেবা দেবে সরবরাহকারী কোম্পানি।

বৈঠকে উত্থাপিত আরও দু’টি প্রস্তাবের একটি বাতিল ও একটি পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে উত্থাপনের পরামর্শ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিলভা ফার্মার আইপিও‌’র পাবলিক সাবস্ক্রিপশন চলবে আরো দুইদিন

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন আরো দুইদিন চলবে। আগামীকাল বৃহস্পতিবার ও ৫ আগষ্ট রবিবার এই সাবস্ক্রিপশন চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে জমা দিতে হবে।

গত ২৯ জুলাই সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবলিক সাবস্ক্রিপশন শুরু হয়েছে।

এর আগে গত ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভল্টের সোনা কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীকে মুহিতের হাতে লেখা চিঠি

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেলেঙ্কারির পর ভল্টের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টের নিরাপত্তা সম্বন্ধে আমি ইতিমধ্যে অবহিত হতে চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে, এই বিষয় নিয়ে বড় কোনো হৈচৈ-এর কারণ নেই। নিরাপত্তা ব্যবস্থাটি মোটামুটি ভালো।’

মুহিত প্রধানমন্ত্রীকে চিঠিতে আরও জানান, ‘৯৬৩ কেজি ওজনের সোনা আমাদের ভল্টে মজুত আছে। তার মধ্যে প্রশ্নবোধক মান হলো মাত্র ৩ কেজি চাকতি ও রিং নিয়ে। তাই বিষয়টি তেমন একটা বিরাট কিছু নয়।’

সোনা কেলেঙ্কারির ঘটনা যখন গণমাধ্যমে আসে তখন দেশে ছিলেন না অর্থমন্ত্রী। দেশে ফিরে ২৪ জুলাই ডিসি সম্মেলনে তিনি প্রথম এ বিষয়ে মুখ খোলেন। সেদিনের মন্তব্যে তিনি উল্টো বাংলাদেশ ব্যাংকের পক্ষ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে বলেন, সোনা নিয়ে অনর্থক আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সোনা নিয়ে এনবিআরের কোনো কথা বলারই প্রয়োজন ছিল না। পরদিন ২৫ জুলাই এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান অর্থমন্ত্রী।

চিঠিতে মুহিত বলেন, ‘পরশ্রীকাতরতা আমাদের বিশেষত্ব হলেও সচরাচর আমরা মানুষের ভালো দিকটি দেখি, অযাচিতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিই। তবে সমস্যা হলো কালো প্রলেপযুক্ত দুই টুকরা তথাকথিত সোনার গোলাকার চাকতি ও রিং নিয়ে।’ ২২ ক্যারেটের সোনা ১৮ ক্যারেট হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আত্মপক্ষ সমর্থন করে বলেছিল, তারা সোনার গুণাগুণ বিচার করেন প্রচলিত পদ্ধতিতে কষ্টিপাথর দিয়ে। আর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ সেটি যাচাই করেছে অত্যাধুনিক পদ্ধতিতে বায়ুশূন্য একটি যন্ত্রের সাহায্যে। ফলে সোনার মানে হেরফের হয়েছে।

এ বিষয়ে মুহিত বাংলাদেশ ব্যাংকের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে জানান, ‘ছয়জন কর্মকর্তা জব্দ করা সোনা সব পরীক্ষা করেন। ছয়জনের মধ্যে স্বর্ণকারই আমাদের সচরাচর এক্সপার্ট এবং তার কষ্টিপাথরে পরীক্ষা করা সোনা সব বিচারে যথেষ্ট।’ ভল্টের নিরাপত্তা প্রসঙ্গে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, সিসিটিভি চলছে নিরবচ্ছিন্নভাবে ৩৮টি। সব সময় ৬ স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আছে। ৭০ জন পুলিশ ২৪ ঘণ্টা অবস্থান করছেন। তবে এতকিছুর পরও নিরাপত্তা সচেতনতা জাতিগতভাবে (বাংলাদেশের মানুষের) একটু কম বলেই অর্থমন্ত্রী মনে করেন এবং এ বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে : চীনা দূত

amuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে জ্ঞানভিত্তিক শিল্পায়নের ধারা জোরদারে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠককালে এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রাসায়নিক সার, স্টিল, কেমিক্যাল, আইসিটি, চিনি, কাগজসহ মানুফ্যাকচারিং শিল্পখাতে চীনের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। ইতোমধ্যে চীনের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের স্টীল সেক্টরে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক, বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, চীনের অত্যাধুনিক কারখানা বাংলাদেশে স্থানান্তরসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

শিল্পমন্ত্রী বলেন, ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে অর্থবহ দ্বিপাক্ষিক উন্নয়ন সম্পর্কের সূচনা হয়। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং চীনা রাষ্ট্রপতির শি জিংপিং’র বাংলাদেশ সফরের মাধ্যমে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও দেশের বিভিন্ন জায়গায় সাতটি মৈত্রী সেতু নির্মাণ দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়ন, জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং এসএমইখাতের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুই শেয়ারবাজারেই লেনদেনের সাথে বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭৩২ কোটি ৪৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, ইফাদ অটোস, সায়হাম টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিলস ও হামিদ ফেব্রিকস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৮.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এইচ আর টেক্সটাইল ও ফরচুন সুজলিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বিবিএস ক্যাবলস
  2. ফরচুন সুজ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বিডি থাই
  5. ইফাদ অটোস
  6. সায়হাম টেক্সটাইল
  7. কেডিএস এক্সেসরিজ
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. রতনপুর স্টিলস
  10. হামিদ ফেব্রিকস লিমিটেড।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫৭ লাখ ৩৫ হাজার ৩৬১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি