আদানি পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ আসবে মার্চে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আগামী মার্চে বাংলাদেশে বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার আদানি পাওয়ার লিমিটেডের নির্মাণাধীন ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় থেকেই বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম////

মন্দায় সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করলো শ্রীলঙ্কা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত হওয়ার পর খরচ কমাতে শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করলো দেশটি।

অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে সোমবার এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা করছে শ্রীলঙ্কা। তবে এক্ষেত্রে আইএমএফ শর্ত জুড়ে দিয়েছে, ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য কমাতে হবে সরকারি ব্যয়।

আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কায় এখন যে সংখ্যক সরকারি পদ আছে তাও কমাতে হবে। বর্তমানে দেশটিতে ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

এ ছাড়া শর্ত দেওয়া হয়েছে, সব পণ্যের ওপর কর বাড়াতে হবে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান লোকসানের মধ্যে আছে সেগুলো বিক্রি করে দিতে হবে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা।

২০২২ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কায় একসঙ্গে ২০ হাজার সরকারি চাকরীজীবি অবসরে যান। সাধারণ সময়ে দুই হাজার ৫০০ জনের মতো অবসরে গেলেও এই মাসে সংখ্যাটি প্রায় আট গুণ বেশি ছিল।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অবসরের বয়স ৬৫ থেকে ৬০ করার কারণেই একসঙ্গে এতগুলো পদ শূন্য হয়। যেগুলোতে নতুন করে আপাতত কোনো নিয়োগ দেওয়া হবে না। এ ছাড়া সরকারের আয় বাড়াতে শ্রীলঙ্কায় বছরের প্রথম থেকেই ব্যক্তিগত ও কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৬৫ শতাংশ।

সূত্র : এএফপি

স্টকমার্কেটবিডি.কম///

প্রতি মাসে সঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে চলমান তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর। বহুল প্রচলিত পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন মাস অন্তর যেসব সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হচ্ছে সেগুলো প্রতি মাসে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কেনার সিলিং এবং পরিবার সঞ্চয়পত্র কেনার (পুরুষ ক্রেতা) বয়স কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নেবে। তারা অনুমোদন দিলে তা শিগগিরই কার্যকর হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে যদি কোনো পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে তার বয়স ৬৫ বছর বা এর চেয়ে বেশি হতে হবে। কিন্তু একজন সরকারি চাকরিজীবী ৫৯ বছরে অবসরে যান। কিন্তু বয়সসীমা বেশি থাকায় পেনশনের টাকা দিয়ে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারছেন না। একই সমস্যা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রেও হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৬ লাখ টাকার।

মুন্নু সিরামিকস লিমিটেড ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  বসুন্ধরা পেপার মিলসের ৮ কোটি ২৬ লাখ, ওরিয়ন ফার্মার ৬ কোটি ৮২ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৬ কোটি ৫৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ কোটি ৪৪ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ৫ কোটি ৭৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি ৩৭ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ওরিয়ন ইনফিউশন
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. মুন্নু সিরামিকস
  4. বসুন্ধরা পেপারমিলস
  5. ওরিয়ন ফার্মা
  6. সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
  7. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  8. আনোয়ার গ্যালভানাইজিং
  9. জেনেক্স ইনফোসিস
  10. আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইতে ১৯৮ ও সিএসইতে ৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৯টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, মুন্নু সিরামিকস, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৩৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

২০২২ সালে ১৩ লাখ গাড়ি সরবরাহের দাবি টেসলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, ২০২২ সালে তারা ১৩ লাখ গাড়ি ডেলিভারি দিয়েছে। ২০২১ সালের তুলনায় যা ৪০ শতাংশ বেশি।

২০২২ সালের শেষ তিন মাসে চার লাখ ৫ হাজার গাড়ি ডেলিভারি দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।
টেসলা বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলেছে, করোনা ও সরবরাহ চেইনের নানা জটিলতায় বছর জুড়েই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ টেসলাকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে না পারার দায়ে ২২ লাখ ডলার জরিমানা করেছে।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি টেসলা।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম///

সাভার রিফ্র্যাক্টরিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবি-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৫’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ ব্যাংকের আরও ঋণ নিয়েছে ৪ ইসলামি ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অস্বাভাবিক পরিস্থিতিতে আরও ৪টি শরিয়াহভিত্তিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে জরুরি ঋণ নিয়েছে। ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ নামে পরিচিত এই বিরল সুবিধার আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পেয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক গত ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট ৬ হাজার ৭৯০ কোটি টাকা ঋণ নিয়েছে।

এর আগে এই সুবিধার আওতায় ইসলামী ব্যাংক ঋণ নিয়েছিল ৮ হাজার কোটি টাকা। অর্থাৎ এই ৫ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে মোট ১৪ হাজার ৭৯০ কোটি টাকা ঋণ নিয়েছে। সাধারণত, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সুদ দেওয়ার বদলে ‘মুনাফা’র প্রস্তাবে আমানত নিয়ে থাকে।

কিন্তু এই ৫ ব্যাংকের নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) তীব্র তারল্য সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত হারের চেয়ে কম হওয়ায় সুদের বিনিময়ে ঋণ নিতে বাধ্য হয়েছে। গত ২৮ ডিসেম্বর এই ৫ ব্যাংকের মোট ঘাটতি ছিল ৮ হাজার ১৩৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংককে “লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট” হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই সিআরআর ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে এই তহবিল সরবরাহ করা হয়েছে।’ শরিয়াহ নীতি ইসলামি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ পদ্ধতিতে ঋণ নেওয়ার অনুমতি দেয় না। যার কারণে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ পদ্ধতিতে এই ঋণ নিয়েছে ব্যাংকগুলো।

মেজবাউল হক জানান, এই ঋণের মেয়াদ ১ রাতে হওয়ায় ঋণগ্রহীতারা ১ জানুয়ারিতেই ঋণের অর্থ পরিশোধ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নথি অনুসারে, ‘যদি বছরের শেষে ব্যাংকগুলোতে বার্ষিক ব্যালেন্স শিটে সিআরআর ঘাটতি দেখায়, তাহলে আমানতকারীদের আস্থা আরও কমবে।’

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলো ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ পদ্ধতি খুবই কম ব্যবহার করে।

যোগাযোগ করা হলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত জানান, বছরের শেষের দিকে ব্যালেন্স শিট শক্তিশালী রাখার জন্য একটি রাতের জন্য এই তহবিল নেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে : বিবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ডিসেম্বরে আরও খানিকটা কমেছে মূল্যস্ফীতির হার। মাসটিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। এটি আগের মাস নভেম্বরের চেয়ে শূন্য দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট কম। এ নিয়ে টানা চার মাস কমলো মূল্যস্ফীতি। ডিসেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই আগের মাসের তুলনায় সামান্য কমেছে মূল্যস্ফীতি। কমেছে গ্রাম ও শহর দুই জায়গাতেই। তবে ২০২২ সালে আগের বছরের তুলনায় অনেকটা বেড়েছে গড় মূল্যস্ফীতির হার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক ও মজুরি হার সূচক সম্পর্কিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিএস।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম কমে আসা এবং আমনের ভালো ফলনের কারণে দেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে এখনও তা উচ্চ পর্যায়েই রয়েছে।

৫ শতাংশের কম মূল্যস্ম্ফীতিকে মোটামুটি সহনীয় পর্যায় বলে মনে করেন অর্থনীতিবিদের কেউ কেউ। আবার কারও কারও মতে, গ্রহণযোগ্য মাত্রাটি আরও অনেক কম। সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতি এক থেকে দুই শতাংশের মধ্যে থাকাই ভালো।

বিভিন্ন পণ্য ও সেবা বাবদ মানুষের খরচের হিসাবের ভিত্তিতে প্রতিমাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে থাকে বিবিএস। কোনো নির্দিষ্ট মাসে এই মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় কতটুকু বাড়ল তার শতকরা হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ম্ফীতি।

বিবিএসের তথ্য মতে, গত নভেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৮৫ শতাংশ। এর আগে তা অক্টোবরে ৮ দশমিক ৯১, সেপ্টেম্বরে ৯ দশমিক ১০, আগস্টে ৯ দশমিক ৫২ এবং জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ ছিল।

ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ম্ফীতি খানিকটা কমলেও সদ্য সমাপ্ত বছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২২ সালে গড় মূল্যস্ম্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///