বাজেট প্রস্তুত, ঘোষণা হবে বৃহস্পতিবার

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টায় ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এদিকে বাজেট উপস্থাপনের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ জুন) অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চেকআপের জন্য যান। তার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে বাজেট উপস্থাপন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়।

তবে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, শারীরিকভাবে অর্থমন্ত্রী এখন পুরোপুরি সুস্থ। নিয়মিত চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন তিনি। চেকআপ শেষে হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই বাসায় ফিরেছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী ইতোমধ্যে বাজেটের সবকিছু চূড়ান্ত করেছেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে গত পাঁচ বছরের বাজেট তৈরির কাজে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সহযোগিতা করছেন তিনি।

কিন্তু এবার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি নিজেই পুরো বাজেট তৈরি করেছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রীর ভাষায় এটি হচ্ছে স্মার্ট বাজেট। অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেটের শিরোনাম করেছেন ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’।

স্টকমার্কেটবিডি.কম/এম/টি

কাঁচাপাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার

JUTE MINIস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন-কাট, বাংলা তোষা রিজেকশন (বিটিআর) এবং বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর) নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ২৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এই প্রজ্ঞাপন জারি করা হয় ।

এর আগে ২০১৮ সালের ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর এবং বিডব্লিউআর নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয় ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/টি

এনার্জিপ্যাক স্টিল প্ল্যান্ট ও কন্টেইনার প্ল্যান্ট স্থাপন করবে

energypac-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এনার্জিপ্যাক লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ একর জমিতে স্টিল প্ল্যান্ট এবং কন্টেইনার প্ল্যান্ট স্থাপন করবে। এখানে প্রতিষ্ঠানটি ৯৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চাই।

এ লক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মধ্যে জমির ইজারা চুক্তি সই হয়েছে।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ছোট থেকে বড় এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এনার্জিপ্যাকের সঙ্গে এই চুক্তি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনার্জিপ্যাকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম আশা প্রকাশ করেন কন্টেইনার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে তারা এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার বাজারে যুক্ত হতে পারবে বলে আশা প্রকাশ করেন।

সভায় এনার্জিপ্যাকের প্রকল্পের ওপর একটি উপস্থাপনা পরিবেশন করা হয়। সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/বি

বাজেট ঘোষণার আগে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাজেট ঘোষণার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে তার।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে গতকালে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান অর্থমন্ত্রী মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থেকে যান।

এ ব্যাপারে আজ বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালের একজন ডিউটি ম্যানেজার গণমাধ্যমকে বলেন, “উনি এখনও ভর্তি আছেন। তার অবস্থা এখন ভালো।“

এদিকে মন্ত্রীর অসুস্থতা সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি হাসপাতালের এই কর্মকর্তা।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিক্যাল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বাংলাদেশ শিপিং
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ইষ্টার্ণ হাউজিং
  6. ন্যাশনাল লাইফ
  7. এসকে ট্রিমস
  8. সিঙ্গার বিডি
  9. ডরিন পাওয়ার
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইয়াসমিন হক নামে পরিচালক ব্যাংকটির ৩৬ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ২৪ লাখ ৯৭ হাজার ৫৫১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক্সিম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাঝাকাত হারুণ নামে পরিচালক ব্যাংকটির ২৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ১১৬ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিআইএফসির এজিএমের সময় পরিবর্তন

bifcস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিআইএফসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এজিএমটি সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বলে কোম্পানিটি জানায়। অনিবার্য কারনবশত সময়ের এই পরিবর্তন হলেও অন্যান্য সব বিষয় অপরিবর্তিত রয়েছে।

এই ২৩তম এজিএমটি রমনায় পুলিশ করভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের এজেন্ডা ও অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিলকো ফার্মার লেনদেন শুরু বৃহস্পতিবার

Silco-logo-v-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ১৩ জুন থেকে। বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “SILCOPHL” এবং ডিএসইতে কোম্পানি কোড- 18495 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম