প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতার অভাবেই শেয়ারবাজারে দরপতন

DSE_DBAস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতার অভাবে শেয়ারবাজার দরপতন হচ্ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সক্ষমতা বৃদ্ধির জন্য শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারের বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে কেনার আহবান করেন তারা।

রবিবার (৪ ফেরুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) বোর্ড রুমে ‘শেয়ারবাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে’ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং ডিএসই শীর্ষ ৩০ ব্রোকারের নেতাদের এক জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

বৈঠকে শেষে বিএমবি প্রেসিডেন্ট নাছির উদ্দিন চৌধুরী এবং ডিবিএ প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিকসহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিছক গুজবের কারণে হয়েছে। পাশাপাশি বাজার খারাপ হলে প্রাতিষ্ঠানিক বড় বিনিয়োগকারীদের থেকে যে সাপোর্ট আমরা পেতাম; সেটা এবার পর্যাপ্ত নয়।

তিনি বলেন, অতীতে বহু রাজনৈতিক ঘটনা নিয়ে অনেক গুজবের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা একটু বেশি পেনিক সৃষ্টি করেছে।

এসময় বিএমবিএ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে সেসব সমস্যা তৈরি হচ্ছে; সেগুলো সমাধান করতে হবে। বিশেষ করে এক্সপোজারের সমস্যা।কারণ আমরা বাজারকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল করতে চাই।সাময়িক সাপোর্ট দিয়ে বাজারকে ইতিবাচক করা সঠিক সমাধান নয়।

বিএমবিএ সভাপতি বলেন, লেনদেনের ডাটার গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে প্রোপার টেকনোলজি সাপোর্ট আছে কিনা তা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে। যাতে লেনদেনের ডাটার গোপনীয়তা রক্ষা করা যায়।

তিনি বলেন, আমরা মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপকদের অনুরোধ করবো।যদি তাদের নতুন কোনো ফান্ড থাকে, তা বিনিয়োগ করে বাজারে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমরা শেয়ারবাজারকে দীর্ঘ মেয়াদে ভালো দেখতে চাই।

এর আগের গত মাসের শেষ সপ্তাহে তিনটি সংগঠন জরুরী বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে গুজব, ঋন-আমানত কমানো এবং আইসিবির কাছে রক্ষিত সরকারি ব্যাংকের শেয়ার বিক্রির কারণে বাজারে দরপতন হয় বলে দাবি করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/এসটি

‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে মুন্নু সিরামিকস

munnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মুন্নু সিরামিকস লিমিটেড গত ২০১৭ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিকালে ডিবিএ-বিএমবিএ’র জরুরি বৈঠক

boardস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে চলমান দরপতনের কারণ এবং দরপতন থেকে উত্তোরণের উপায় খুঁজে বের করতে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ৩০ ব্রোকার।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ডিএসইর বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ২৯ জানুয়ারি মুদ্রানীতি ঘোষণার পর দিন থেকে শেয়ারবাজারে ব্যাপক দরপতন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/এসটি

  1. ন্যাশনাল ব্যাংক
  2. লংকা-বাংলা ফাইন্যান্স
  3. স্কয়ার ফার্মা
  4. বেক্স ফার্মা
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. মুন্নু সিরামিকস
  7. সিটি ব্যাংক
  8. ব্র্যাক ব্যাংক
  9. ওসমানিয়া গ্লাস
  10. ইফাদ অটোস লিমিটেড।

আইপিও অনুমোদন চলমান থাকায় বিও বেড়েছে সাড়ে ২৪ হাজার

ipoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের শেয়ারবাজারে নতুন করে ২৪ হাজার ৬৮৪টি বিও অ্যাকাউন্ট বেড়েছে। ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ বাজার ভালো থাকার পাশাপাশি নতুন করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বেশ কিছু কোম্পানিকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য অনুমোদন চলমান থাকায় নতুন করে বিনিয়োগকারীরা বাজারে ঝুঁকছেন। তবে নতুন বিওধারীদের বেশিরভাগই বিদেশি ও ক্ষুদ্র বিনিয়োগকারী।

সিডিবিএলের তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) উভয় বাজারে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ছিলো ২৭ লাখ ২১ হাজার ৭০২ টাকা। সেখান থেকে ২৪ হাজার ৬৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৬ হাজার ৩৮৬টিতে।

শেয়ারবাজারে তিন শ্রেণীর মোট ২৭ লাখ ৪৬ হাজার ৩৮৬টি বিও রয়েছে। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৫৯টি, নারী বিনিয়োগকারীর সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ৩২৫টি, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ১১ হাজার ৮৮১টি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/এসটি

ডিএসইতে ৯২% ও সিএসইতে ৮৮% শেয়ার দরই কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। ডিএসইতে দিনশেষে ৯২ শতাংশ শেয়ারের দর কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৮ শতাংশ শেয়ারের দরই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৬.৩৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৯১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০২টির। আর দর অপরিবর্তিত আছে ১১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ন্যাশনাল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওসমানিয়া গ্লাস ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪৩.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৯৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২ টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১২০ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও লাফার্জ সুরমা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ থেকে বেশি ওষুধ আমদানিতে আগ্রহী ভুটান

a3459d4141233b55c9f92685578eb223-5a76bf45e5e77স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: প্রথম আলোসৌজন্য সাক্ষাতে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বাংলাদেশ থেকে বেশি পরিমাণে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, গুণগত মানের জন্য বাংলাদেশের ওষুধ ভুটানের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

ভুটানের হেলথ ট্রাস্ট ফান্ডকে আগামী এক বছর বাংলাদেশ ওষুধ সরবরাহ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রতিশ্রুতিকে স্বাগত জানান তোবগে। তিনি বলেন, বছরভর ভুটানকে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত সে দেশের মানুষ কখনো ভুলবে না। ভুটানের জনগণ সারা জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকবে।

ভারতের গুয়াহাটিতে ‘অ্যাডভান্টেজ আসাম’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে ফাঁকে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে এমনটাই জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

তোবগের মতে, এই ওষুধ প্রদানের মাধ্যমে বাংলাদেশের ওষুধ ভুটানিদের কাছে পরিচিত হচ্ছে। ভবিষ্যতে ওষুধ আমদানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে এই সিদ্ধান্ত। শুধু তা-ই নয়, বাংলাদেশের এই মানবিক সিদ্ধান্ত উভয় দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দুদিনের এই বিনিয়োগ সম্মেলনের আজই শেষ দিন। বাংলাদেশ, ভুটান, নেপাল ছাড়াও আসিয়ানভুক্ত দেশগুলো এই সম্মেলনে অংশ নেয়। গতকাল শনিবার ‘অ্যাডভান্টেজ আসাম’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/এসটি

রাইট শেয়ার বিওতে পাঠিয়েছে লংকা-বাংলা

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান লংকা-বাংলা ফাইন্যান্স সমাপ্ত অর্থবছরে অনুমোদন পাওয়া রাইট শেয়ার বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ জানুয়ারি শেয়ার হোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে এসব রাইট শেয়ার জমা হয়েছে।

জানা যায়, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ১R:২ অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ে। ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০ টি শেয়ার ছেড়ে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা সংগ্রহের অনুমোদন পায়। এতে ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন হবে।

৩১ অক্টোবর ৬১৪তম সভায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডিকিম/এমএম

নগদ লভ্যাংশ বিতরণ করেছে আমান ফিড

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পাওয়ার গ্রিডের নগদ লভ্যাংশ বিতরণ

powerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম