দুর্নীতির মামলায় জেল থেকে মুক্তি পেলেন স্যামসাংয়ের উত্তরাধিকারী

63ec7bbfc5c2cfe008fb5c2bedc0ab51-5a7836c87f1e5স্টকমার্কেটবিডি ডেস্ক :

স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে ইয়ংস্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে ইয়ংদক্ষিণ কোরিয়ার একটি আপিল আদালত স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে ইয়ং এর কারাদণ্ড স্থগিত করে তাঁকে মুক্তি দিয়েছেন। আজ সোমবার আদালত ওই রায় দেন।

দুর্নীতির দায়ে এক বছর আগে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও চিপ নির্মাতা স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি গ্রেপ্তার হয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ঘুষ প্রদান ও তহবিল তছরুপের দায়ে লিকে গত আগস্ট মাসে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল কোরিয়ার একটি নিম্ন আদালত।

ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং সংসদের শপথ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে লির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি স্যামসাংয়ের উত্তরাধিকারী ৪৯ বছর বয়সী লিকে গ্রেপ্তার করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিরে আসবে কবে : বিবিসি

dolerস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর আজ দু’বছর পার হচ্ছে। কিন্তু চুরি যাওয়া মোট আট কোটি ১০ লক্ষ ডলারের মধ্যে সাড়ে ছয় কোটি ডলারেরও বেশি অর্থ এখনও ফেরত আনা সম্ভব হয়নি।

কবে সে অর্থ ফেরত পাওয়া যাবে, সে সম্পর্কেও কোন ধারণা দিতে পারছেন না কর্মকর্তারা।

এদিকে, এই ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি ব্যবস্থা নেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের কোনও কর্মীর বিরুদ্ধেও।

তাহলে কতটা জোরদারভাবে চলছে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টা?

২০১৬ সালের আজকের দিনে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লক্ষ ডলার অর্থ হাতিয়ে নেয়।

এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লক্ষ ডলার চলে যায় ফিলিপিনের জুয়ার আসরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঐ ঘটনাকে এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল চুরির একটি বলে ধরা হয়।

কিন্তু দুই বছর পার হবার পরেও চুরি হওয়া অর্থের সিংহভাগই ফিরিয়ে আনতে পারেনি কর্তৃপক্ষ।

ফিলিপিন্সের ব্যাংক ও জুয়ার বাজারে চলে যাওয়া আট কোটি দশ লক্ষ ডলার ফেরত আনার জন্য বিষয়টি এখন অনেকটাই স্থবির আছে। বাকি অর্থ ফিরিয়ে আনার জন্য কি করছে কর্তৃপক্ষ?

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের কাছেএ প্রশ্ন রাখা হলে তিনি বলেন, “এর মধ্যে আদালতের আদেশের মাধ্যমে ২০১৬ সালের নভেম্বরে ফিলিপিন বাংলাদেশ ব্যাংককে প্রায় দেড় কোটি ডলার ফেরত দিয়েছে।”

“বাকিটা মোটামুটি ট্রেস করা গেছে কোথায় কতটা আছে। এখন বাংলাদেশের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্টের মাধ্যমে এটা ফিলিপিন্স ডিপার্টমেন্ট অব জাস্টিস এনিয়ে মামলা করছে। এখন সেই মামলার চুড়ান্ত নিস্পত্তি হলে টাকা ফেরত আনার বিষয়টি তরান্বিত হবে।”

“এরপরেও আমরা ফিলিপিন্সের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখছি। আমাদের বিভিন্ন টিম যাচ্ছে সময় সময়।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ঢাকায় ওআইসির পর্যটনমন্ত্রীদের ১০ম সম্মেলন

oicস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন বসছে ঢাকায়, যেখানে অংশ নেবেন ২৫টি দেশের প্রতিনিধিরা।

সোমবার সোনারগাঁও হোটেলে তিন দিনের এ সম্মেলন শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিনও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে ‘ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স’ এর আয়োজন করা হয়েছে।

দ্বিবার্ষিক এ সম্মেলনের প্রথম দিন সোমবার প্রাথমিক পর্বের কাজ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভা, মঙ্গলবার উদ্বোধনের আনুষ্ঠানিকতা ও পর্যটন মন্ত্রীদের সভা হবে।

ওআইসি সদস্যভুক্ত ৫১টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন বলে শাহজাহান কামাল জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বদলায়নি বাংলাদেশের অবস্থান

economic-freedomস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান গতবারের মতো ১২৮তম অবস্থানে অপরিবর্তিত রয়েছে।

সোমবার ১৮০টি দেশ নিয়ে তৈরি এই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।

সেখানে বলা হয়, দেশের স্কোর গত বারের অবস্থানের চেয়ে শূন্য দশমিক এক পয়েন্ট বেড়ে ২০১৮ সালে ৫৫ দশমিক ১ এক শতাংশে রয়েছে, যা ২০ যা বিচারবিভাগের কার্যকারিতা ও সরকারের সততার কারণে হয়েছে। তবে অর্থনীতিকে মোটা দাগে ‘বদ্ধ’ আখ্যা দিয়েছে।

তবে ওই গবেষণায় সম্পত্তির অধিকার, বাণিজ্য স্বাধীনতা ও শ্রমের স্বাধীনতার স্কোর আগের চেয়ে কমেছে বলে উল্লেখ করা হয়েছে।

একটি মুক্তবাজার ব্যবস্থায় দেশগুলো কতটা সংগঠিত তা ওই সূচক পরিমাপ করে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো, দুর্নীতির মহামারী, কম বিদ্যুৎ সরবরাহ ও শ্লথগতির অর্থনৈতিক সংস্কারের কারলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের গড় স্কোর হলো ৬১ দশমিক ৬ শতাংশ। তবে দক্ষিণ এশিয়ার ৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৯তম।

তবে দক্ষিণ অঞ্চলের মধ্যে ভারত ও আরও কয়েকটি স্কোরের চেয়ে বাংলাদেশের বেশি স্কোর।

৫৪ দশমিক ৫ পয়েন্ট স্কোর নিয়ে ১৩০তম অবস্থানে ভারত, ৫৪ দশমিক ৪ স্কোর নিয়ে ১৩১তম অবস্থানে রয়েছে পাকিস্তান এবং নেপাল ৫৪ দশমিক এক পয়েন্টে।

৬১ দশমিক ৮ পয়েন্ট স্কোর নিয়ে ভুটান বাংলাদেশের আগে ৮৭তম অবস্থানে আছে। এবং শ্রীলংকা ৫৭ দশমিক ৮ পয়েন্ট নিয়ে ১১১তম অবস্থানে রয়েছে।

হং কং, সিঙ্গাপুর, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, যুক্তরাজ্য, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত শীর্ষ দশের মধ্যে রয়েছে। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভিআইপি ও জরুরি সেবার গাড়ির জন্য আলাদা লেনের প্রস্তাব

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিআইপি ও অ্যাম্বুলেন্সসহ পুলিশে জরুরি সেবা দিতে সংশ্লিষ্ট সংস্থার গাড়ি চলাচলে রাজধানীর রাস্তায় আলাদা লেন করার সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ প্রস্তাব দিয়েছে।

সোমবার সচিবালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার ১৭২তম বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশেষ করে ইমার্জেন্সি সার্ভিসের জন্য আলাদা লেন দরকার। ভিআইপিরা অত বেশি ইম্পর্টেন্ট না। অ্যাম্বুলেন্সে যে লোকটা মারা যাচ্ছে, তার জন্য ইমার্জেন্সি দরকার। এছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশের অনেক সময় ইমার্জেন্সি সার্ভিস দরকার হয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ‘নরমাল’ অনুরোধ করা হয়েছে, এটা পরীক্ষা করে দেখার জন্য। ’’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন আছে, আমাদের দেশেও সেটা করা যায় কিনা, সেটা পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে মাত্র। ভিআইপিরা প্রায় সময় ডান দিক দিয়ে যান, উল্টো দিক দিয়ে যান। এতে নানা ধরনের অসুবিধা হয়। ভিআইপিদের অনেক সময় (উল্টো পথে) যাওয়ার প্রয়োজন হয়।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এবার বাণিজ্যমেলায় বিক্রি হয়েছে ৮৭ কোটি টাকার পণ্য

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বোনাস মেয়াদ হিসেবে চার দিন বাড়ানো হয়। সে অনুযায়ী রবিবার বাণিজ্য মেলার পর্দা নামল।

এদিকে গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে ইপিবি জানিয়েছে, ২৩তম আসরে ২০ মিলিয়ন ডলারের (প্রায় ১৬৫ কোটি ৯৬ লাখ টাকা) রপ্তানি আদেশ এসেছে। আগের বছরের তুলনায় এবার ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলার আদেশ বেশি এসেছে। এ ছাড়া মেলায় বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। গত বছর রপ্তানি আদেশ ছিল ১৭ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪৩ কোটি ৪৪ লাখ টাকা)।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এমপি, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর রাজনৈতিক অস্থিরতা না থাকায় বাণিজ্য মেলা সফল ও সার্থক হয়েছে। রাজধানীর পূর্বাচলে ২০ একর থেকে উন্নীত করে ৩৫ একর আয়তনের জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। ২০২০ সালের মধ্যে মেলা সেখানে স্থানান্তর করা হবে।

বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, পণ্যের পাশাপাশি আমাদের সেবা রপ্তানির দিকে নজর দিতে হবে। এখন অনেক কম্পানিই আসছে যারা সেবা গ্রহণ করতে চাচ্ছে। আমরা সেবা রপ্তানির ক্ষেত্রে ভবিষ্যতে উল্লেখযোগ্য স্তরে পৌঁছাতে পারব।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ দেখতে চাই। কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ দেখতে চাই না। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। আগামী বছর হয়তো নিজস্ব জায়গায় ৩৫ একর জমিতে মেলা অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে আরো সফল ও সার্থক মেলা দেখার প্রত্যাশা করছি।

প্রতিবারের মতো এবারের মেলায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়নের মধ্যে ৪৪ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আকিজ সিরামিক লিমিটেড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে মিনিস্টার, ওয়ালটন ও আখতার ফার্নিচার লিমিটেড। তৃতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে আবুল খায়ের মিল্ক প্রডাক্টস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও নাদিয়া ফার্নিচার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মেয়েকে শেয়ার দিলেন রতনপুর স্টিলের পরিচালক

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মাকসুদুর রহমান নামে এই পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার হস্তান্তর করলেন। সে এসব শেয়ার তার মেয়ে মদিনাতুন্নাহারকে উপহার স্বরূপ দিলেন।

এই পরিচালক ঘোষণার ৩০ দিনের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করলো।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষি উন্নয়ন করপোরেশন আইনের খসড়ায় অনুমোদন

ecnec-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৯৬১ সালের আইন পরিবর্তন-পরিমার্জন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সর্বস্তরে বাংলা ভাষা চালুকরণ সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়নে এ আইনটি বাংলায় অনুবাদ করা হয়েছে। এর পরিচালনা পর্ষদের সদস্য থাকবে ১৬।

এতে বিভিন্ন অধিদফতরের প্রধানরা পদাধিকার বলে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর পাঁচজন থাকবেন পূর্ণাঙ্গ পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে ২০১৯ সাল থেকে: অর্থমন্ত্রী

7fc4f34debdd47c2982040878c4c3d5c-5a78126a57c9dস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯ সালের জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল মুহিত। তিনি বলেন, ‘তবে এর আগে মার্চ মাস থেকেই যান চলাচল শুরু হতে পারে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। সাবেক অনুষ্ঠানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ২০১৭ সালের ঢাকা সিটি করপোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ঢাকা জেলার কর বাহাদুর পরিবার স্বীকৃতি দিয়েছে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্স ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. লংকা-বাংলা ফাইন্যান্স
  4. গ্রামীন ফোন
  5. ব্র্যাক ব্যাংক
  6. সিটি ব্যাংক
  7. মুন্নু সিরামিকস
  8. রেনেটা লিমিটেড
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. বিডি ফাইন্যান্স লিমিটেড।