‘জেএমআইয়ের সাফল্য বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আনবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানের ১০০টি প্রতিষ্ঠান ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। শনিবার সকালে রাজধানীর পান্থপথে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিএনএ সল্যুশন লিমিটেডে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

এসময় একই ভবনে থাকা জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশন এবং বাংলাদেশের জেএমআইয়ের যৌথ অংশীদারের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই কিডনি ডায়ালাইসিস সেন্টারও পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত।

পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ইতো নাওকি জানান, ‘গত দশ বছরে নিপ্রো কর্পোরেশন বাংলাদেশের জেএমআই গ্রুপের সাথে মিলে ১০০ মিলিয়ন ইউএস ডলারেরও বেশি বিনিয়োগ করেছে, যা অত্যন্ত আনন্দদায়ক। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যতো বাড়বে, জাপানি অর্থায়নও ততো বাড়বে। বাংলাদেশ সরকার ঢাকার পাশেই আড়াইহাজারে জাপানের জন্য নিবেদিত অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। সেখানে অনেক জাপানি কোম্পানি আসবে। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১০০টি জাপানি কোম্পানির ১ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ। এক্ষেত্রে ঔষুধ খাত খুবই গুরুত্বপূর্ণ। জেএমআইয়ের সাথে নিপ্রোর বিনিয়োগের সাফল্য বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আরও জাপানি বিনিয়োগ আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

ইতো নাওকি আরও বলেন, ‘আজ (শনিবার) আমি ডিএনএ সল্যুশনে পিসিআর টেস্ট করতে এসেছিলাম। আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। ভেতরে ঘুরে দেখেছি। শুধু টেস্টের জায়গা নয়, এখানের সবকিছুই অনেক পরিষ্কার, অত্যাধুনিক যন্ত্রপাতি। নিপ্রো, ডিএনএ সল্যুশন এবং জেএমআইয়ের ভবিষ্যৎ খুবই ভালো। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে তাদের যৌথ উদ্যোগগুলো। আমি জেএমআই-নিপ্রোর সাফল্য কামনা করছি।’

এসময় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক জানান, জেএমআই গ্রুপের চারটি প্রতিষ্ঠানে যৌথ বিনিয়োগ রয়েছে জাপানের নিপ্রো করপোরেশনের। যার মধ্যে গত বছর করোনা মহামারির মধ্যেও এসেছে ১২৮ কোটি টাকার বিনিয়োগ। জেএমআই গ্রুপ বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে। জেএমআই গ্রুপে বিনিয়োগের পাশাপাশি উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতে সহযোগিতা দিচ্ছে জাপানের নিপ্রো কর্পোরেশন।

আবদুর রাজ্জাক বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবায় আমাদের একটি মাইলফলক ডিএনএ সল্যুশন লিমিটেড। আমরা মানস্মম্মত করোনা পরীক্ষা করতে পারি বলেই আজ (শনিবার) জাপানের রাষ্ট্রদূত নিজের নমুনা দিতে এসেছেন। স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ আমাদের। করোনার মধ্যেও আমাদের সাড়ে সাত হাজার কর্মী নিরলস কাজ করে যাচ্ছে। দেশে প্রথমাবের মতো কেএন৯৫ মাস্ক উৎপাদনে সরকার আমাদের অনুমোদন দিয়েছে। করোনা প্রতিরোধে চলমান গণ-টিকাদান কর্মসূচিতেও আমরা একক দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ সরবরাহ করে যাচ্ছি।’

জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান জানান, ‘ডিএনএ সল্যুশন লিমিটেড কেবল একটি আরটি-পিসিআর ল্যাব নয়, এটি বাংলাদেশের প্রথম মলিকিউলার ডায়াগনিস্টিক ল্যাব। করোনার নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশে জাপান দূতাবাস স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান ডিএনএ সল্যুশন লিমিটেড। গত বছর করোনা মহামারির শুরুর দিকে বাংলাদেশ পুলিশের প্রায় ১০ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে আমাদের ল্যাবে। পাশাপাশি জাইকার অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের করোনার নমুনা পরীক্ষা করানো হয় আমাদের ল্যাবে। এখন পর্যন্ত আমরা প্রায় ৯০ হাজার করোনা নমুনা পরীক্ষা করেছি।’

ডিএনএ সল্যুশন লিমিটেডের বৈজ্ঞানিক উপদেষ্টা ডঃ মো. ফজলে আলম রাব্বি জানান, ‘গত ১০ বছর ধরে মলিকিউলার ডায়াগনোসিসে পথিকৃৎ ডিএনএ সল্যুশন লিমিটেড। শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল এক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার। আমরাই বাংলাদেশের একমাত্র ল্যাব, যেখানে নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং (এনজিএস) পদ্ধতিতে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস সেবা প্রদান করা হয়।’

জাপানি কর্মকর্তা নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো জানান, ‘নিপ্রো-জেএমআই মূলত যৌথভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নিয়ে থাকি আমরা। এটাকে আমরা সামাজিক দায়িত্ব হিসেবে দেখি। মানুষের সেবায় কাজ করতে পেরে আমরা গর্বিত।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এনার্জিপ্যাক পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তার শোক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অববাংলাদেশ (আইবিএফবি) এর সাবেক সহ -সভাপতি, মুক্তিযোদ্ধা মো: ওমর শাফায়াত কাউসার-এর আকস্মিক মৃত্যুতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর সভাপতি, হুমায়ুন রশীদ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।

ওমর শাফায়াত কাউসার আইবিএফবি-এর পাশাপাশি বেঙ্গল বে গ্রুপ ও বেঙ্গলবে এজেন্সির চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক জেলা গভর্নর ছিলেন। তিনি ৮ ভাই ও বোনের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি তিনকন্যা, পাঁচনাতি -নাতনি এবং অসংখ্যগুণ গ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি ১৯আগস্ট দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১৫১৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়াকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। সব মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা করে।

নতুন মূল্য রবিবার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে বলে সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে স্বর্ণের দাম বাড়লেও আগের দামই বহাল রয়েছে রুপার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনার সময় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারছেন না। এছাড়া চাহিদার বিপরীতে জোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে সবশেষ গত ২০ জুন ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।

এখন নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। সব মানের স্বর্ণের ক্ষেত্রে ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা করে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বাড়ার তথ্য নাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সম্প্রতি নোটিস করলে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

অরিজা এগ্রো সাবক্রিপশন শুরু ৫ সেপ্টেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলন করবে। কোম্পানিটির ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হবে ৯ সেপ্টেম্বর।

অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে।

এই অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, কার্যকর চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯ পয়সা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লাফার্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ১৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড ৬৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৬২ কোটি ২১ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৫৩ কোটি ৮২ লাখ, ন্যাশনাল ব্যাংকের ৫৩ কোটি ৩১ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ৪৯ কোটি ৭৮ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ৪৫ কোটি ৯৮ লাখ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪২ কোটি ৭৪ লাখ ও ওরিয়ন ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৩ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক
  4. আইএফআইসি ব্যাংক
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. ন্যাশনাল ব্যাংক
  7. ম্যাকসন স্পিনিং মিলস
  8. পাওয়ার গ্রিড কোম্পানি
  9. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিন রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৮৪২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৫১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০৬ কোটি ৩১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২১৮ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৬টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ম্যাকসন স্পিনিং মিলস, পাওয়ার গ্রিড কোম্পানি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সাউথ বাংলা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাংলাদেশের আরো বিনিয়োগ চান দক্ষিণ সুদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সরকার ও উদ্যোক্তাদের কাছ থেকে দক্ষিণ সুদানে আরো বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট।

শনিবার (২১ আগস্ট) দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এমন আহ্বান জানান সুদানের প্রেসিডেন্ট। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ সুদানের জুবায় প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের সঙ্গে সাক্ষাৎ করেন। ড. আব্দুল মোমেন এ সময় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা পৌঁছে দেন।

সালভা কির ড. মোমেনকে জানান, দেশটির পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারে। ঢাকা ও জুবার কূটনৈতিক সম্পর্ক জোরদারে আরও উদ্যোগ নেবেন বলেও জানান সালভা। এছাড়া তিনি মোমেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের অভিজ্ঞতা ও জ্ঞান দক্ষিণ সুদানের উন্নয়নে কাজে লাগানোর প্রস্তাব দেন। বৈঠকে তারা কৃষি, আইসিটি, শিক্ষা, সামরিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন৷

প্রেসিডেন্ট কিয়ার বাংলাদেশের উন্নয়নকে স্বীকৃতি দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রশংসা করেন। দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন বর্তমান অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট বাংলাদেশের সরকার এবং উদ্যোক্তাদের কাছ থেকে আরো বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া ড. আব্দুল মোমেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী ম ড. মরিয়ম আল-সাদিক আল-মাহদীর সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য বিশেষ করে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য সুদানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রশংসা করেন। উভয়ে সহযোগিতা জোরদারে সম্মত হন।

স্টকমার্কেটবিডি.কম/

ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানী মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি