ইন্টারনেটে ডোমেইন সংখ্যা ৩৩ কোটি ৩৮ লাখ

imagesস্টকমার্কেটবিডি ডেস্ক:

ইন্টারনেটের দুনিয়ায় ডোমেইন নামের নিবন্ধন সংখ্যা বেড়ে ৩৩ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ প্রথম তিন মাসে ১৪ লাখ ডোমেইন নাম নিবন্ধন হয়েছে। এতে সব টপ লেভেল ডোমেইনস (টিএলডিএস) মিলে ডোমেইন নিবন্ধনসংখ্যা ৩৩ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। মঙ্গলবার ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে।

ভেরিসাইন জানিয়েছে, এ বছরের প্রথম প্রান্তিক শেষে ডোমেইন নামের ক্ষেত্রে ডটকম ও ডটনেট মিলিয়ে টপ-লেভেল ডোমেইনসের (টিএলডিএস) সংখ্যা ১৪ কোটি ৮৩ লাখে দাঁড়িয়েছে। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে ডোমেইন নামের ক্ষেত্রে ডটকম ও ডটনেট মিলিয়ে টপ-লেভেল ডোমেইনসের (টিএলডিএস) সংখ্যা ছিল ১৪ কোটি ৪৩ লাখ।

ভেরিসাইনের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ১ দশমিক ৩ শতাংশ ডোমেইন নিবন্ধন বেড়েছে। এর মধ্যে ডটকম ও ডটনেট নিবন্ধন গত বছরের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে।

২০১৮ সালের প্রথম তিন মাসে নতুন করে ডটকম ও ডটনেট ডোমেইন নিবন্ধন হয়েছে ৯৬ লাখ, যা ২০১৭ সালের প্রথম তিন মাসে ছিল ৯৫ লাখ। ২০১৮ মালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব ধরলে শুধু ডটকম ডোমেইন নিবন্ধন হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ আর ডটনেট ডোমেইন নিবন্ধন হয়েছে ১ কোটি ৪৪ লাখ। তথ্যসূত্র: আইএএনএস।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমছে

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর হ্রাসের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় জানানো হয়। সর্বশেষ গত মার্চে সোনার দর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমেছিল। এর আগে গত ১০ জানুয়ারিতে ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা ও ২৬ জানুয়ারি ১ হাজার ৫১৭ টাকা বৃদ্ধি পেয়েছিল।

দর হ্রাস পাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৭ হাজার ৫৮৬ টাকা।

আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়। দর পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। অন্যদিকে ও সনাতন পদ্ধতির সোনার ভরি বাড়বে ১ হাজার ১৬৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা।

গত মার্চে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৩১১ ডলার। আজ বুধবার রাত আটটার দিকে প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ২৭৪ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সরকারি ব্যাংকগুলোকে ডিপোজিট না বাড়াতে অর্থমন্ত্রীর নির্দেশ

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি ব্যাংকগুলোকে ডিপোজিট না বাড়াতে বলা হয়েছে। বুধবার (২০ জুন) সচিবালয়ে নিজ দফতরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বেসরকারি ব্যাংক মালিকরা আগামী জুলাই থেকে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আমি ডেকেছিলাম। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো একমাত্র ব্যাংক, যাদের আমি ইনস্ট্রাকশন দিতে পারি। আমি তাদের সঙ্গে কথা বলার জন্য ডেকেছিলাম। তবে কোনও দিকনির্দেশনা দেইনি। পাবলিকলি আমি তাদের কোনও ইনস্ট্রাকশন দিতে চাইনি। সরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আমরা নানা বিষয়ে কথা বলেছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, ডিপোজিট না বাড়ানো। সভায় তাদের ডিপোজিট না বাড়ানোর জন্য বলা হয়েছে।’

ঋণের সুদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা হলো, ঋণের সুদহার এমন হওয়া উচিত নয়, যেটা ইনভেস্টমেন্ট খায় না। তাই ডেপোজিট রেট এ মুহূর্তে আমি কোনও ফিগার বলবো না, কিন্তু এটা থেকে কোনও প্রফিট আসা উচিত নয়। এটা প্রফিটের জন্য নয়। এই টাকাটা পার্টিকে দেওয়া হয় খরচের জন্য। এটা প্রফিট করার জন্য দেওয়া হয়নি।’

সরকারি ব্যাংকগুলোর সুদের হার সর্বোচ্চ কত হবে–তা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। এটা এখনই জানানো যাবে না। তবে এ রেটটা খুব ভালো। খুবই ভালো হবে।’ এটার প্রভাব কী হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটার ইমপেক্ট হবে–মার্কেটে লেন্ডিং রেটটা কমে আসবে। এটা যদি এক ডিজিটে নেমে নাও আসে তবুও দশের কাছাকাছি থাকবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১ জুলাই থেকে ৯ শতাংশের বেশি সুদ নিবে না বিএবি

babস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জুলাই থেকে ঋণের ওপরে ৯ শতাংশের বেশি সুদ নিবে না বেসরকারি ব্যাংকগুলো। এ সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)।

বুধবার (২০ জুন) রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে অনুষ্ঠিত বিএবি’র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিভিন্ন বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালকরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘জুলাইয়ের ১ তারিখ থেকে তিন মাস মেয়াদি আমানতের সর্বোচ্চ সুদের হার হবে ৬ শতাংশ, আর ঋণের সুদহার হবে ৯ শতাংশ। এর চেয়ে কোনও ব্যাংক সুদ বেশি নিতে পারবে না।’ যেসব ব্যাংক এ সিদ্ধান্ত মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নজরুল ইসলাম মজুমদার আরও বলেন, ‘ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংক ইতোমধ্যেই ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে, যা আগামী ১ জুলাই থেকেই কার্যকর করবে তারা। এসব ব্যাংক যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে অন্যরা কেন পারবে না?’

অনুষ্ঠানে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের (এনজিবি) চেয়ারারম্যান নিজাম চৌধুরী, সাউথ-ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ, এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ বক্তৃতা করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চাহিদাভিত্তিক প্রকল্প প্রণয়ন করুন: মির্জা আজম

mirza azamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর ও সংস্থার প্রধানকে চাহিদাভিত্তিক প্রকল্প প্রণয়নের পরামর্শ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে তার নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করে বস্ত্র, রেশম, তাঁত ও পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বুধবার (২০ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীর সঙ্গে ওইসব দফতর ও সংস্থার প্রধানরা ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিদের্শনা বাস্তবায়ন এবং এর মাধ্যমে সফলতার সঙ্গে দ্রুতগতিতে রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ অর্জন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সবাইকে কর্মমুখী সংস্কৃতির দিকে ধাবিত করবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশকে একটি মধ্যম আয় ও উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে। এতে প্রধানমন্ত্রীর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ আরও বেগবান হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আইনগতভাবে রিয়েল স্টেট কোম্পানিগুলোকে জমি ক্রয়ের উদ্যোগ নিতে হবে : ভূমিমন্ত্রী

shamsul_sorifস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পূর্বানুমতি নিয়ে আইনগতভাবে রিয়েল স্টেট কোম্পানিগুলোকে জমি ক্রয় করার উদ্যোগ নিতে হবে।

ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরিস্থ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত এক সভায় ভূমিমন্ত্রী আজ বুধবার এ কথা বলেন।
সভায় ভূমিমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে হাউজিং প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত সিলিং-এর বাইরে হাউজিং প্রকল্পের জমি ক্রয় করা যাবে না।

তিনি বলেন, সরকারি জমি জবর দখল বা অপব্যবহার না করে সেগুলোকে জনস্বার্থে সরকারকে উদ্ধার কাজে সহায়তা করতে হবে।

শামসুর রহমান শরীফ জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের অভ্যন্তরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্ম-সচিব শামস্-আল মুজাদ্দেদ এবং বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি ও বিশ্বাস বিল্ডার্স-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আল আরাফাহ ব্যাংকের ৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

al-arafaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নাজমুল আহসান খালেদ নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৬ লাখ ১০ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. খুলনা পাওয়ার
  3. ওয়েষ্টার্ণ মেরিন
  4. নাভানা সিএনজি
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ফার্মা এইডস
  7. গ্রামীন ফোন
  8. মুন্নু সিরামিকস
  9. বেক্সিমকো লিমিটেড
  10. ওসমানিয়া গ্লাসশিট লিমিটেড।

দুই শেয়ারবাজারেই সূচকের সাথে লেনদেনে উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সূচকের সাথে সাথে টাকার অংকে লেনদেনে বড় ধরণের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৫ কোটি ৭৮ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, ওয়েষ্টার্ণ মেরিন, নাভানা সিএনজি, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইডস, গ্রামীন ফোন, মুন্নু সিরামিকস, বেক্সিমকো লিমিটেড ও ওসমানিয়া গ্লাসশিট লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৪.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্কুল ব্যাংকিংয়ে আমানতের ৮৫ শতাংশই বেসরকারি ব্যাংকে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্কুল ব্যাংকিংয়ে সরকারি ব্যাংকগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। তাছাড়া গ্রামের ছেলেমেদের তুলনায় শহরাঞ্চলের ছাত্র-ছাত্রীদের এ কার্যক্রমে বেশি আগ্রহ।

স্কুল ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন থেকে দেখা যায়, গত মার্চ পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে খোলা ১৪ লাখ ৬১ হাজার ৮০৬টি স্কুল ব্যাংকিং হিসাবের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোতে খোলা হয়েছে ৯ লাখ ৯৩৬টি যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ৬১.৬৩ শতাংশ। এসব হিসাবের বিপরীতে প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা আমানত রাখা আছে যা এখাতের মোট আমানতের ৮৫.৩০ শতাংশ। যেখানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা সবগুলো হিসাবে জমা আছে ১ হাজার ৪৪১ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে রাস্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ২৯.২৮ শতাংশ স্কুল ব্যাংকিং হিসাব খোলা হলেও ওই হিসাবগুলোতে আমানতের স্থিতি ১১.৮৯ শতাংশ।

তাছাড়া স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা হিসাব সংখ্যার দিক দিয়ে শহরাঞ্চলে ৬১.৩৩ শতাংশ এবং জমাকৃত আমানত ৭৬.২০ শতাংশ। আবার মোট হিসাবগুলোর মধ্যে ছাত্রদের হিসাব সংখ্যা ৫৮ শতাংশ এবং জমাকৃত অর্থের দিক দিয়ে ছাত্রদের আমানত ৫৪.৭৪ শতাংশ।

জানা গেছে, বাংলাদেশে কার্যরত ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে মোট ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড