কমলো জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১০৮ টাকা, পেট্রোল ১২২ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন দাম বৃহস্পতিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে।

গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমকে ফুটওয়্যার পিএলসিকে ৫৫ কোটি টাকার বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৯০২তম কমিশন সভায় এই বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি আন-সিকিউর ও কূপন বেরিং বন্ড। বন্ডের অর্থ দিয়ে কোম্পানিটি ক্রেতাদের চাহিদা ও মূলধন হিসাবে ব্যবহার করবে।

এই বন্ডের কুপন হার ৮ থেকে ১০ শতাংশ। বন্ডের প্রতি লটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা করে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এ্যারেঞ্জার হিসাবে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এটি ৮ বছর মেয়াদী একটি অলটারনেভিভ ট্রেডিং বন্ড হিসাবে তালিকাভুক্তি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

টেকনো ড্রাগসের ১০০ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টেকনো ড্রাগস লিমিটেডকে ১০০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৯০২তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা যায়, টেকনো ড্রাগস লিমিটেড লিমিটেড সাধারণ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি প্রিমিয়াম মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, মেশিনাদি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২৩ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫৭ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিকস; ২য় স্থানে সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮ লাখ টাকা।

ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু ফেব্রিকসের ১৬ কোটি ৫৮ লাখ, গোল্ডেন সনের ১৫ কোটি ৯১ লাখ, ফরচুন সুজের ১৫ কোটি ৫৭ লাখ, আফতাব অটোসের ১৫ কোটি ৩২ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১৫ কোটি ২১ লাখ, বিএটিবিসির ১৫ কোটি ১৪ লাখ ও বিডি থাই এলুমিনিয়ামের ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ফুয়াং সিরামিকস
  2. সেন্ট্রাল ফার্মা
  3. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  4. মুন্নু ফেব্রিকস
  5. গোল্ডেন সন
  6. ফরচুন সুজ
  7. আফতাব অটোস
  8. বেষ্ট হোল্ডিংস
  9. বিএটিবিসি
  10. বিডি থাই এলুমিনিয়াম।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১১২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০৪টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফুয়াং সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, মুন্নু ফেব্রিকস,গোল্ডেন সন, ফরচুন সুজ, আফতাব অটোস, বেষ্ট হোল্ডিংস, বিএটিবিসি ও বিডি থাই এলুমিনিয়াম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইষ্টার্ণ ব্যাংক ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পাঁচ বছর পরে পিপলস লিজিংয়ের লেনদেন 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন দীর্ঘ ৫ বছর পরে শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গডকাল অনুষ্ঠিত বোর্ড সভার এই শেয়ারের লেনদেন শুরু করার সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালকবৃন্ধ।

ডিএসই জানায়৷ আগামী ১০ মার্চ হতে এই শেয়ারের লেনদেন শুরু হবে। শেয়ারটি জেড ক্যাটাগরিতে লেনদেন হবে।

গত ২৯ ফেব্রুয়ারি থেকে ১০৫ দফায় ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দেয় ডিএসই।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর দফায় দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

সর্বশেষ গত ২৯ ফেব্রুয়ারিতে ১০৫ দফা থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

আইপিডিসি ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইফাদ অটোসের নাম পরিবর্তন অনুমোদন 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি নতুন নাম হবে ইফাদ অটোস পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামী রবিবার (১০ মার্চ) থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি