বাণিজ্য প্রতিমন্ত্রী হলেন আহসানুল টিটু

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আস‌নের সংসদ সদস্য আহসানুল ইস‌লাম টিটু‌।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, আহসানুল ইস‌লাম টিটু টাঙ্গাইল-৬ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অপর‌দি‌কে আহসানুল ইসলাম টিটু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পরিবারের সন্তান। ব্যবসায়ী হি‌সে‌বেও প‌রি‌চিত টিটু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার বাবা হাজি মকবুল হো‌সেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সা‌লে সংসদ সদস্য নির্বা‌চিত হন। ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

স্টকমার্কেটবিডি.কম///

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন অর্থমন্ত্রী হলেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টানা চতুর্থবারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন।

২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি এ এবং ১৯৬৩ সালে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।

সবশেষ অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ হম মুস্তাফা কামাল।

স্টকমার্কেটবিডি.কম////

রমজানে ৮ পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের সুবিধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আটটি পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে।

এই পণ্যগুলো হলো- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি বছরের ৩১ মার্চ প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে। কারণ, রমজানের আগে এসব পণ্যের চাহিদা বাড়ে।

গত বছরও চার মাসের জন্য একই সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন বেতন কাঠামোর দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল থেকে মাওনা-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন বেতন কাঠামোর দাবিতে মাওনা এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ করছেন। এক পর্যায়ে শ্রমিকরা মাওনা-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা ছিল কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে একাধিক বার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কিছু করেনি। পরে শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম জানান, ওই এলাকায় ক্রাউন গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে কারখানার কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ থেকে সরে যান।

স্টকমার্কেটবিডি.কম////

শেয়ারবাজারে অ্যাপলকে টপকে যেতে পারে মাইক্রোসফট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের হিসাবে এখন পর্যন্ত দামি প্রতিষ্ঠান অ্যাপল; দ্বিতীয় অবস্থানে মাইক্রোসফট। অ্যাপলের শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকায় এটি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব হারানোর আশঙ্কায় আছে।

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল। কিন্তু, অ্যাপলের এই রাজত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে। আইফোন বিক্রি আশানুরূপ না হওয়ায় শেয়ারবাজারে সিলিকন ভ্যালির এই শীর্ষ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ক্রমাগত কমছে।

এমন পরিস্থিতিতে অ্যাপলকে টপকে আবারও বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে মাইক্রোসফট।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, দিন শেষে অ্যাপলের শেয়ারের দাম কমেছে শূন্য দশমিক চার শতাংশ। অন্যদিকে, একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক দশমিক ছয় শতাংশ।

শেয়ারবাজারে অ্যাপলের দাম এখন দুই দশমিক ৮৬৬ ট্রিলিয়ন ডলার আর মাইক্রোসফটের দাম দুই দশমিক ৮৩৭ ট্রিলিয়ন ডলার।

শেয়ারবাজারের হিসাবে এখন পর্যন্ত দামি প্রতিষ্ঠান অ্যাপল; দ্বিতীয় অবস্থানে মাইক্রোসফট। অ্যাপলের শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকায় এটি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব হারানোর আশঙ্কায় আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম কমেছে চার শতাংশ। একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

রোজার আগেভাগেই দাম বাড়ল সংশ্লিষ্ট পণ্যের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান আসতে এখনো দুই মাস বাকি। কিন্তু তার আগেই ছোলা, ডাল, বেসন, খেজুরসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ছোলা খুচরায় কেজিতে ১০ থেকে ১৫ এবং ছোলার ডাল, খেসারি, মুগ ও বেসনের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, এলসি জটিলতাসহ নানা কারণে এবার আমদানি ব্যয় বেশি। এতে আমদানি করা এসব পণ্যের দাম বেড়েছে।

রাজধানীর রায়েরবাগ, মালিবাগ যাত্রাবাড়ী বাজারসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান ঘিরে গত এক মাসে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৯০-৯৫ টাকা। ছোলার ডাল কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। খুচরায় খেসারির ডাল প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৯৫ থেকে ১০০ টাকা।

ডালের দাম বাড়ায় বেড়েছে বেসনের দাম। এক মাসের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে মুগ ডালের। পণ্যের দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশে বর্তমানে রেকর্ড দামে চিনি বিক্রি হচ্ছে। খোলা চিনি প্রতি কেজি ১৪৫ ও প্যাকেটজাত ১৪৮ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনি ১৬০ থেকে ১৭০ টাকা।

খুচরা বাজারে জাতভেদে সব ধরনের খেজুরের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। দাবাস ও তিউনিসিয়ান জাতের মতো সাধারণ মানের খেজুরের কেজি এখন ৪৫০ থেকে ৬০০ টাকা। আজোয়া খেজুর মানভেদে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। মরিয়ম খেজুর ৯০০ থেকে ১ হাজার টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসাব অনুযায়ী, মুগ ডালের গতকালের দাম ১১০ থেকে ১৬০ টাকা। এক বছর আগে তা ছিল ৯৫ থেকে ১৩৫ টাকা। চিনি গতকাল ১৪০-১৪৫ টাকায় বিক্রি হয়েছে। এক বছর আগে ছিল ১১০-১১৫ টাকা। সাধারণ মানের খেজুর ২৫০ থেকে ৪৫০ টাকা কেজি। এক বছর আগে ১৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতো। অর্থাৎ খেজুরের দাম গত বছরের এ সময়ের তুলনায় টিসিবির তথ্যানুযায়ী ৪০ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে দেশবন্ধু পলিমার; ২য় জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭৭ লাখ টাকা।

সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ২০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইউফিউশনের ১৯ কোটি ৫৯ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৫৮ লাখ, বিএসসির ১৮ কোটি ৭৩ লাখ, এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ৪১ লাখ, রূপালী ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ১৭ কোটি ৩৮ লাখ ও বসুন্ধরা পেপার মিলসের ১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. দেশবন্ধু পলিমার
  2. জেনেক্স ইনফোসিস
  3. সী পার্লস রিসোর্ট
  4. ওরিয়ন ইউফিউশন
  5. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  6. বিএসসি
  7. এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ
  8. রূপালী ব্যাংক
  9. বিডি থাই এলুমিনিয়াম
  10. বসুন্ধরা পেপার মিলস।

দিনশেষে লেনদেনের সাথে বেড়েছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫০৮ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত আছে ১৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – দেশবন্ধু পলিমার, জেনেক্স ইনফোসিস, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, ওরিয়ন ইউফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, বিডি থাই এলুমিনিয়াম ও বসুন্ধরা পেপার মিলস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে আরএন স্পিনিং ও বিএসসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইমাম বাটনের ট্যানারী ইউনিট চালু; টার্ণওভার বাড়বে ২৫ কােটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটি ট্যানারী ইউনিটটি চালু করেছে। নতুন এই ইউনিটটি চালু করার পরে কোম্পানিটির মুনাফা বৃদ্ধি পাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন এই ইউনিটের শতভাগ চামড়ার জুতা উৎপাদন শুরু হয়েছে। এই ইউনিট থেকে কোম্পানিটির বছরে ২৫ কোটি টাকা ব্যবসা বৃদ্ধি পাবে। আর এতে নিট মুনাফা ২ কোটি টাকা হবে বলে মনে করছে কোম্পানিটি।

১১ হাজার বর্গফুটের এই কারখানায় প্রতিদিন ৫৩০ জোড়া জুতা তৈরি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি