কলকাতায় কারাগারে পি কে হালদারকে মারধর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদার কলকাতার প্রেসিডেন্সি জেলে এক বন্দির হাতে মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার পি কে হালদারের আইনজীবী বিশ্বজিৎ মান্না আদালতের সামনে বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, জেলে দুই দফায় পি কে হালদারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে। বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে পি কে হালদারসহ ৬ জনকে ৪৯ দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হলে আইনজীবী এই তথ্য তুলে ধরেন।

আইনজীবী জানান, অভিযুক্তের নাম হাফিজুল মোল্লা। তিনি বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত সংলগ্ন ভারতের বসিরহাটের বাসিন্দা। গত জুলাই মাসে তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আত্মগোপন করে থাকার অভিযোগ ওঠে। রাতভর মমতার বাড়িতে লুকিয়ে থাকার পর নিরাপত্তারক্ষীরা তাকে গ্রেপ্তার করে। এরপর কালীঘাট থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই ঘটনার তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়।

আইনজীবী আরও জানান, প্রেসিডেন্সি কারাগারে বন্দি পি কে হালদারের ওপর প্রথমবার হামলা চালিয়ে মারধর করা হয় গত ১৮ এপ্রিল। পি কে হালদার এবং হাফিজুল মোল্লা কারাগারের একই সেলে ছিলেন। সে সময় কার্যত হাতাহাতি বেধে যায়। এ সময় ওয়ার্ডরক্ষী এসে তাদেরকে থামান। পরে কারাগারের অন্য একটি সেলে স্থানান্তরিত করা হয় পি কে হালদারকে।

স্টকমার্কেটবিডি.কম//

ঢাকা-কক্সবাজারে ট্রেন চলবে সেপ্টেম্বরে : রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলহাজার রেললাইন কাজ পরিদর্শনে যান।

এসময় রেলমন্ত্রী আরো বলেন, ‘কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃশ্য নন্দন। যার নিমার্ণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল মাত্র কক্সবাজারে গর্ব না; এটি বাংলাদেশের গর্বও বটে।’ তিনি আরো বলেন, দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।’

দোজাহারি-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, ‘করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তাও মজুদ রয়েছে। এখন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে।’

স্টকমার্কেটবিডি.কম//

দিনশেষে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেমিনী সী ফুড লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৬ লাখ।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড ৩১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৭ কোটি ৫৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ কোটি ১৬ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৮ কোটি ২০ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ৬ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৬৫ লাখ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ১৩ লাখ ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের লিমিটেডের ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. জেমিনী সী ফুড
  3. বাংলাদেশ শিপিং
  4. সি পার্ল বিচ রিসোর্ট
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. লাফার্জহোলসিম
  7. রূপালি লাইফ ইন্সুরেন্স
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ
  10. পেপার প্রসেসিং লিমিটেড।

দুই শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেমিনী সী ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্যারামাউন্ট টেক্সটাইল, লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালি লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্ক ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের ৬ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সৈয়দ মানজুর এলাহী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৬ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম////

পিপলস লিজিংয়ের নতুন এমডি সগীর হোসেন খান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্স্যাসিয়াল সার্ভিসেস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে সগীর হোসেন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন এমডি নিয়োগ সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় উত্থাপন করা হয়।

নতুন এমডি সগীর হোসেন খান গত ১১ মে থেকে কোম্পানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম//////

রিটার্ন দাখিলের সময় বাড়ল ১৫ জুন পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সময় বাড়িয়েছে।

সোমবার (১৫ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসকল কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়াল।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

অবসরকালীন সুবিধা পাবেন না ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসরের পর ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ প্রাপ্য অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আর চুক্তিভিত্তিক পদে বা অবসরের পর চুক্তিভিত্তিক পদে যোগদান করা কর্মকর্তারা অবসরের পর এমন অবসরকালীন সুবিধা প্রাপ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংক কর্মকর্তাদের অবসর এবং চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কিত বিষয়ে অস্পষ্টতা দূর করার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক খাতে শৃঙ্খলা, সুশাসন ও ব্যাংক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ব্যাংকের প্রধান নির্বাহী এবং অধস্তন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মকর্তা বা কর্মচারীদের চাকরির বয়সসীমার অসমতা দূর করতে চুক্তিভিত্তিক কর্মকর্তা বা কর্মচারীদের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়। তবে ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের বয়স হবে সর্বোচ্চ ৫৯ বছর।

স্টকমার্কেটবিডি.কম////

আর্থিক প্রতিষ্ঠানকেও হাইব্রিড সভা করার পরামর্শ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে এখন কৃচ্ছ্রসাধন চলছে। এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তাগাদা দিয়ে বাংলাদেশ বাংক বলেছে, অনলাইনে সম্ভব এমন সভা ও বৈঠকগুলোয় অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে হবে।

সোমবার এ সংক্রান্ত এক সার্কুলারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়ে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয়ে কৃচ্ছ্রসাধন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে হবে। সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোকেও একই পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, করোনা মহামারির সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজন করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখনো অনেক ব্যাংক খরচ ও শ্রম কমিয়ে আনতে এজিএম আয়োজন করছে অনলাইন ও হাইব্রিড মোডে। করোনার প্রভাব কমে যাওয়ায় বিজনেস ডেভেলপমেন্ট নামের অনুষ্ঠান ও শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ঢাকা ও ঢাকার বাইরে পাঁচ তারকা হোটেলগুলোতে হাজারখানেক কর্মী নিয়ে সভা করছে অনেক ব্যাংক।

এসব সভা ৩ থেকে ৫ দিনের মতো সময় নিয়েও চলছে। বিশাল এই ব্যয় জোগান দেওয়া হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তহবিল থেকে। কৃচ্ছ্রসাধনের নির্দেশনার মধ্যেই চলছে বিশাল এ ব্যয়ের আয়োজন। এমন প্রেক্ষাপটে বেশি সংখ্যক উপস্থিতির সভা হাইব্রিড মোডে করার পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////