তিতাসের পাওনা ৭ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির বকেয়া জমেছে ছয় হাজার ৭০১ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া এক হাজার ৬৫৭ কোটি ৪৪ লাখ টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ পাঁচ হাজার ৪৪ কোটি ৫৩ লাখ টাকা। এই সময়ে ছয় লাখ ৩৯৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ সোমবার তিতাস গ্যাস ভবন অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ।

তিনি বলেন, ‘অভিযান পরিচালনা করে ছয় কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করে ৩১২ কোটি ৮১ লাখ টাকা অতিরিক্ত বিল এবং ৯১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এর মধ্যে ১৪৭ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বিল এবং ৩৭ কোটি ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই সময়ে তিতাসের আটজন কর্মকর্তাকে স্থায়ী বরখাস্ত এবং ১৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের অপরাধ করলে আগামীতেও ছাড় দেওয়া হবে না। মিটার স্থাপনের জন্য আগ্রহ থাকলেও আর্থিক কারণে দিতে পারছে না। তবে কার্যক্রম চলছে। বেসরকারি খাতের কেউ এগিয়ে আসছে না।

স্টকমার্কেটবিডি.কম////

বিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ২৫ হাজার ২৭২ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ৪৪ হাজার ৭২৮ কোটি টাকা কম। গত অর্থবছর কর আদায় বেড়েছে ৮ শতাংশ।

ফলে টানা ১১ বছরের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলো এনবিআর। এনবিআর সূত্রে জানা যায়, আমদানি-রপ্তানি খাত থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯১ হাজার ৭১৭ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১৯ হাজার ২৮২ কোটি টাকা।

মূল্য সংযোজন খাত (মূসক) বা (ভ্যাট) থেকে ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৩৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১৬ হাজার ২৬৬ কোটি টাকা। আর আয়কর খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা। আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৯২১ কোটি টাকা। ঘাটতি ৯ হাজার ১৭৮ কোটি টাকা।

আমদানি রপ্তানিতে ২.৫৬ শতাংশ, মূসকে ১১.২৭ শতাংশ আর আয়কর খাতে ৯.৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল ২৮ হাজার কোটি টাকা। ওই বছর ৩ লাখ ৮৫২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। সেই হিসাবে ২০২২-২৩ অর্থবছরে ঘাটতি হলো বাড়তি ১৬ হাজার কোটি টাকা।

এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ও আইএমএফের সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ঘাটতি বিষয়ে আমরা যা ধারণা করেছিলাম, তার তুলনায় ঘাটতি আছে। ৩ লাখ ৩০ থেকে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে বলে ধারণা করেছি। সেটাও হয়নি। রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

গ্রামীনফোনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বসুন্ধরা বারিধারায় কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আগামী ১৭ জুলাই এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ২৫ জুন বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩১ মার্চ, ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কাওরানবাজারে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

শ্রমিকদের লভ্যাংশ দিতেই হবে ড. ইউনূসকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দেওয়ার বিষয়ে শ্রম আপিলেট ট্রাইব্যুনালের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল আদালত।

সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসন ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন।

আদালতে আজ শ্রমিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. গোলাম রাব্বানি শরীফ। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিলেট ট্রাইব্যুনালের আদেশ বহাল থাকবে বলে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ১০ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। তাই আজ এ বিষয়ে শুনানি হয়।

স্টকমার্কেটবিডি.কম////

সিটি জেনারেল ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০টায় রাজধানীর দিলকুশায় বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় অ্যাসোসিয়েটেড অক্সিজেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লুফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৯৬ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭৬ কোটি ৭২ লাখ।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ৩৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৮ কোটি ৩৪ লাখ, জেনারেসন নেক্সট ফ্যাশানসের ২৮ কোটি ৩৪ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রির ২৭ কোটি ৮৭ লাখ, ইয়াকিন পলিমারের ২৫ কোটি ৫৮ লাখ, অলিম্পিক এক্সেসরিসের ১৯ কোটি ৯০ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১৯ কোটি ১১ লাখ ও খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. অ্যাসোসিয়েটেড অক্সিজেন
  3. লূব রেফ বিডি
  4. সি পার্ল বিচ রিসোর্ট
  5. জেনারেশন নেক্সট
  6. ফু-ওয়াং সিরামিক
  7. ইয়াকিন পলিমার
  8. অলিম্পিক এক্সেসরিস
  9. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  10. খান ব্রাদার্স

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাঁড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে হাজার কোটি টাকা ছাঁড়িয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩২৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮৪ কোটি ৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬০টির আর দর অপরিবর্তিত আছে ১৭৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, লূব রেফ বিডি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, ইয়াকিন পলিমার, অলিম্পিক এক্সেসরিস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৮.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু