বেসিকের আব্দুল হাই বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদ

basicস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় অভিযোগের মুখে থাকা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানান, দুই মাস বিরতি দিয়ে বাচ্চুকে এবার চতুর্থ দফায় তলব করেছে দুদক। এর আগে ৮ জানুয়ারি তৃতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিমকোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর বাচ্চুকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক। এরই পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ইউনিপেটুইউ’র বিরুদ্ধে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সত্য

unipayস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ ফের আলোচনায়। অস্বাভাবিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের ভিত্তিতে সম্প্রতি তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রাথমিক অনুসন্ধানে ইউনিপেটুইউ’র দুই কর্মকর্তা এবং দুই এজেন্টের বিরুদ্ধে ৪৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা আত্মসাতের সত্যতা পায় সিআইডি। এ অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ মার্চ) শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় (মামলা নম্বর-১৬) ওই চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইকবাল আলী, দেওয়ান মো. মঞ্জুর কবীর, এ এস এম জিয়াউল হক ও মিলন হাসান।

এ বিষয়ে বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আমরা চারজনের অ্যাকাউন্টে প্রায় ৪৪ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছি। এর মধ্যে ইকবালের অ্যাকাউন্টে ৮৮ লাখ এবং প্রেস্টিজ নামে আরেক অ্যাকাউন্টে ২২ লাখ টাকা পাওয়া গেছে। বাকি টাকা কোথায় কীভাবে সরানো হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

পরবর্তী তদন্ত অনুযায়ী জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি ইউনিপেটুইউ’র মালিক বিদেশে পলাতক রয়েছেন। এর আগে এ প্রতারণার বিষয়টি দুদক তদন্ত করছিল। আমরা গত ফেব্রুয়ারিতে পাওয়া বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করি।

কোম্পানিটির প্রতারণার ধরন প্রসঙ্গে মোল্যা নজরুল বলেন, তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বলতো, সেই টাকা দিয়ে সমপরিমাণ মূল্যের স্বর্ণ কেনা হচ্ছে মালয়েশিয়ায়। টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে গ্রাহকের অ্যাকাউন্টে স্বর্ণের পরিমাণও দেখাতো। ১০ মাস পর সেই স্বর্ণ বিক্রি করলে গ্রাহকের টাকা দ্বিগুণ হয়ে যাবে বলে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় কোম্পানিটি।

গ্রেফতার চারজন ঢাকা, ঝিনাইদহ, যশোর এলাকার প্রায় এক হাজার গ্রাহকের কাছ থেকে ৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা সেসব অর্থ ইউনিপেটুইউ’র প্রধান কার্যালয়ে জমা দিয়ে দিয়েছে বলে জানায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ইউনিলিভারের নতুন সিইও কেদার লেলে

unilever-20180308175428স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউনিলিভার বাংলাদেশ এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে। বুধবার রাজধানীর এক হোটেলে কেদার লেলেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাশ করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল, পণ্য বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ইবনে সিনার ১০.৪২ কাঠা জমি কেনার সিদ্ধান্ত

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির পরিচালনা বোর্ডে সভায় এই জমি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি মিরপুরে দারুসসালামে ১০.৪২ কাঠা জমি কিনবে।

জানা গেছে, রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া কোম্পানির এই জমি কিনতে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এফবি

  1. আল আরাফাহ ব্যাংক
  2. মুন্নু সিরামিক্স
  3. স্কয়ার ফার্মা
  4. এসিআই লিমিটে
  5. গ্রামীনফোন
  6. ইফাদ অটোস
  7. নাহি এ্যালুমিনাম
  8. বিডি থাই
  9. এ্যাপেক্স ফুডস
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

ডিএসইতে দেড় বছরে সর্বনিম্ন লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে লেনদেন খরা দেখা দিয়েছে ডিএসইতে। যা গত দেড় বছরের মধ্যে ছিল সর্বনিম্ন।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৯১ লাখ টাকা। ২০১৬ সালের ১১ জুলাই’র এর পর এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। ওইদিন (২০১৬ সালের ১১ জুলাই) ডিএসইতে লেনদেন হয় ২৭২ কোটি ৭৫ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৪৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৯১ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৫ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬২টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আল আরাফাহ ব্যাংক, মুন্নু সিরামিক্স, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, গ্রামীনফোন, ইফাদ অটোস, নাহি এ্যালুমিনাম, বিডি থাই, এ্যাপেক্স ফুডস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৭২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সোনালী আঁশের ৬ মাসে ইপিএস বেড়েছে ১০ পয়সা

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৭ টাকা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় বেড়েছে ।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৬ টাকা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫.৯৪ টাকা। যা ৩০ জুন ছিল ২২৫.১৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ফিডের শেয়ার বিক্রি সম্পন্ন

National-Feedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের এক স্পন্সর পরিচালক ও এক করপোরেট স্পন্সর পরিচালক মোট ৮ লাখ ৪২ হাজার ৭৮৮টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ন্যাশনাল হ্যাচারি নামে এক করপোরেট স্পন্সর পরিচালক কোম্পানিটির ৬ লাখ ৫৬ হাজার ৭৮৮টি এবং ইমতিয়াজ আলী নাসে এক স্পন্সর পরিচালক কোম্পানিটির ১ লাখ ৮৬ হাজার শেয়ার বেচলেন।

এই দুই স্পন্সর ও করপোরেট স্পন্সর পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তিন জেলায় ৬০৩ কিমি তার সংগ্রহ করবে বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য ৬০৩ কিমি তার সংগ্রহ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এসব তার বিবিএস ক্যাবলসের নিকট থেকে সংগ্রহ করবে।

খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় যে কোনো মাত্রায় তাপমাত্রা সহোনীয় মোট ৬০৩.৩১ কিলোমিটার বিদ্যুৎ র তার দিবে কোম্পানিটি।

এসব তারের দাম পড়বে ৮ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার উপরে।

এসব তার চুক্তির পরে সাত মাসের মধ্যে সংগ্রহ করতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসটি

ডেল্টা ব্র্যাকের নগদ লভ্যাংশ ঘোষণা

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৭.৭৯ টাকা। যা গত বছরে ছিল ২.৭১ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.৭৬ টাকা। যা গত বছরে ২৯.৪৭ টাকা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৯ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম