নভেম্বরে চালু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ‘জাতীয় ডেবিট কার্ড’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ নভেম্বর থেকে জাতীয় ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা হ্রাস ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, আগামী ১ নভেম্বর থেকে এই কার্ড চালু করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আটটি ব্যাংক নিয়ে পাইলটিং কার্যক্রম করা হচ্ছে। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু হবে। পরে টাকা-রুপি কার্ড চালু করা হবে।

এর আগে গত ২ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আমাদের দেশে ভিসা, মাস্টারকার্ড বা বাইরের কোম্পানিগুলোর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে। আমাদের নিজস্ব কোনো কার্ড ছিল না। এগুলোর ব্যবহারে সীমাবদ্ধতা ছিল। তাছাড়া, সংশ্লিষ্ট ফি বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, “আমরা জাতীয় ডেবিট কার্ড তৈরি করছি। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এক কার্ড ব্যবহার করবে। এটার প্রচলন হলে আমরা মনে করি টাকার পরিবর্তে এই কার্ডের ব্যবহার বেড়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম///

ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে এনআরবিবি ব্যাংকের অনুদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে ৬ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এদিকে, ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী শিক্ষার্থী আল আমিনের চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে। এছাড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এনআরবিসি ব্যাংক সবসময় পাশে থাকে।

এনআরবিসি ব্যাংকের সেবাকেন্দ্রেগুলোতে বর্তমানে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ৫,৯২৬ যার মধ্যে স্থায়ী ২,১০০, চুক্তিভিত্তিক জনবল ১,৬১৯। সিকিউরিটি গার্ড এবং সাপোর্ট স্টাফের সংখ্যা প্রায় ২,২০৭ জন। এর মধ্যে প্রায় ৩৬% শতাংশই নারী। ফলে নারীদের অংশগ্রহণমূলক নের্তৃত্ব নিশ্চিত করছে এনআরবিসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই। প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের পেঁয়াজ ও রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা যে কত বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এটা বলার ভাষা জানা নেই। তারপরও আমরা কিন্তু ১৭ কোটি মানুষকে খাওয়াচ্ছি। গতকালও আমি কয়েকজন মিলারের সঙ্গে কথা বলেছিলাম মিলাররা খুব খারাপ অবস্থায় আছেন, কারণ তারা চাল কিনেছিলেন, ধান কিনেছিলেন, মনে করেছিলেন অনেক বেশি লাভবান হবেন। কিন্তু দুর্ভাগ্যবশত দাম আরও কমের দিকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের লড়াই করার মন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু মনে মনে ভেবেছেন খাদ্যনিরাপত্তার হুমকির কথা। আমাদের ৭৮ থেকে ৮০ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ছিলেন কৃষকের সন্তান। তারাই আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। এছাড়া ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্টার ম্যানেজমেন্টের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার প্রবন্ধ উপস্থাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম////

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতে বিশ্বকর্মা পূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বনগাঁ মহকুমা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষ পাল বলেন, শ্রমিকরা যাতে বিশ্বকর্মা পূজায় যোগ দিতে পারেন সেজন্য পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি চিঠি দিয়ে পেট্রাপোল বন্দর ও কাস্টমসকে জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে শ্রমিকদের ছুটি দিয়েছে। তাই বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টম হাউসে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া-আসা করতে পারছেন।

স্টকমার্কেটবিডি.কম///

সুদের হার না বাড়ানোর অনুরোধ এফবিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণের সুদ হার বৃদ্ধি না করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি বলেন, করোনা কালীন ও সংকটময় সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নীতি গ্রহণ করা হয়েছে, এসব নীতি কোভিডকালীন মহামারীর অভিঘাত মোকাবেলায় সহজ হয়েছে। এজন্য গভর্নর ভাইদের ধন্যবাদ জানিয়েছি। আগামীতে যেন সুদের হার না বাড়ে আমরা গভর্নরকে সে অনুরোধ জানিয়েছি।

তিনি আরও বলেন, ঋণ পরিশোধ নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত দুটি শিল্পখাতকে সুবিধা দেওয়া হয়েছে ঋণ পরিশোধে। আরও কিছু খাতকে এ সুবিধা দেওয়া যায় কি না সে বিষয়ে জানিয়েছি।

ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ঋণ নেওয়ার ক্ষেত্রে জিম্মাদার হিসেবে পুরুষদের লাগে। নারী উদ্যোক্তারদের ঋণ নেওয়ার ক্ষেত্রে নারীও যাতে জিম্মাদার বা জামানতদার হতে পারে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ জানান এফবিসিসিআই এর সভাপতি।

এফবিসিসিআইয়ের সভাপতির অনুরোধের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন সুদহার হঠাৎ করে বাড়ার কোনো সুযোগ নেই। আস্তে আস্তে বাড়বে। ঋণ পরিশোধে আরও কিছু খাতকে সুযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

নারী উদ্যোক্তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে নারীই যাতে জিম্মাদার হতে পারে সে ব্যাপারেও কাজ চলছে বলে গভর্নর ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

পেমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা দিল ভিসা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা সম্প্রতি ‘টুওয়ার্ডস এ ক্যাশলেস, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করেছে। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, মার্চেন্ট সহ ইকোসিস্টেম সংশ্লিষ্টসহ ভিসার অংশীদারদের এ কনক্লেভ আয়োজনের মাধ্যমে সম্মাননা দেয়া হয়।

ভিসার এ লিডারশিপ কনক্লেভে অংশগ্রহণ করেন উদ্ভাবক, বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা এ সম্মেলনের মাধ্যমে পেমেন্ট খাত নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় করেন। এ বছরের সম্মেলনে এই খাতে বৃহৎ পরিসরে ডিজিটাল সক্ষমতা নিশ্চিতে প্রয়োজনীয় উন্নয়ন ও ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে করণীয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই সম্মেলনে ব্যবসা, পেমেন্ট ইকোসিস্টেম এবং দেশের উন্নয়নে আমাদের অংশীদারদের অসামান্য অবদান তুলে ধরতে পেরে আমরা উচ্ছ্বসিত। ”

সম্প্রতি রাজধানী শেরাটন ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইস্যুয়েন্স অ্যান্ড অ্যাকুয়েরিং, ক্রস-বর্ডার পেমেন্টস, প্রোডাক্ট ইনোভেশন, ফিনটেক পার্টনারশিপ, সাইবারসোর্স ও ভ্যালু-অ্যাডেড সার্ভিস সহ বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আড়ং, দারাজ, বিকাশ, আইটি কনসালটেন্স লিমিটেড (আইটিসিএল), দ্য সিটি ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল) ওয়্যারলেস, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, নগদ ও ডাচ-বাংলা ব্যাংক।

ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় ক্রিস্টাল ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৪ লাখ টাকা।

রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কর্নফুলি ইন্সুরেন্সের ২২ কোটি ৭০ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২১ কোটি ৯৯ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ২১ কোটি ৯১ লাখ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২১ কোটি ৪৪ লাখ, মেট্রো স্পিনিংয়ের ১৮ কোটি ৯৮ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৮ কোটি ৩৮ লাখ ও প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩১০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির আর দর অপরিবর্তিত আছে ১৬৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ক্রিস্টাল ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, কর্নফুলি ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ও প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু