২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি রিহ্যাবের

bg20180206141129স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবাসনে গতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কাছে ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নগরীর চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে লিখিত বক্তব্যে আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের এ তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করলে আবাসন খাত আরো সমৃদ্ধ হবে। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণখাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণখাতের অবদান প্রায় ১৫ শতাংশ।বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৩৫ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। আবাসনখাত নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে।

নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) থেকে চারদিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮ শুরু হবে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস অ্যান্ড মিডিয়ার আহ্বায়ক এএসএম আবদুল গাফফার মিয়াজীর সঞ্চালনে এতে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, কো-চেয়ারম্যান (২) ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার কিনল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের এক পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নামে এই পরিচালক কোম্পানিটির ২.৫ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট ও ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা লাইফের ঋণমান ‘এএএ’

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ঋণমান ‘এএএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে এমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৭ সালের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইউনিক হোটেলের ২.৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের এক স্পন্সর পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

গোলাম মোস্তফা উক্ত প্রান্তিক ট্রাভেলস এন্ড টুরিজমের ব্যবস্থপনা পরিচালক। তিনি ২ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. লংকা-বাংলা ফাইন্যান্স
  2. ফার্মা এইডস
  3. ব্র্যাক ব্যাংক
  4. বেক্স ফার্মা
  5. স্কয়ার ফার্মা
  6. বিবিএস ক্যাবলস
  7. বিডি ফাইন্যান্স
  8. গ্রামীন ফোন
  9. কনফিডেন্স সিমেন্ট
  10. সিটি ব্যাংক লিমিটেড।

সূচকের বড় উথান হলেও কমেছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সেখানে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২১৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা-বাংলা ফাইন্যান্স, ফার্মা এইডস, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স, গ্রামীন ফোন, কনফিডেন্স সিমেন্ট ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৩ টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্স ও লংকা-বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পর্যটনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পর্যটন উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সম্মেলন ভূমিকা রাখবে। একইসঙ্গে এই খাতে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান হস্তান্তর, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।’

মঙ্গলবার অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত দেশগুলোর পর্যটন বিষয়ক মন্ত্রীদের দশম সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলন হচ্ছে।

কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এর ফলে বিদেশি পর্যটকরা সরাসরি কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংযোগ তৈরি হবে।’

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ তার দায়িত্ব পালনকালে ওআইসি দেশগুলোর মধ্যে সংযোগ তৈরিতে দৃষ্টান্তমূলক কিছু অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করে এই সম্মেলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।’ মিনিস্টার্স সম্মেলনের নবম সভাপতিকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সব সদস্য দেশ বৃহত্তর সহযোগিতার মাধ্যমে আত্মউন্নয়নের দিকনির্দেশনা পাবে।’

২০১৫ সালের ২১ থেকে ২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামিতে অনুষ্ঠিত হয় ওআইসি’র সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলন। সেই সময় সর্বসম্মতভাবে দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এই সম্মেলন শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফার্মা এইডস লিমিটেড

pharmaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে ফার্মা এইডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ৫.৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম শামসুর রহমান নামে এই উদ্দোক্তা কোম্পানিটির মোট ৫ লাখ ৪০ হাজার ৬০০ শেয়ার বেচবে। তার হাতে কোম্পানিটির ১১,৮৭,৭৫১ টি শেয়ার রয়েছে।

এই পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

আইডিএলসি ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা আহবান

idlcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ